একটি গান - সবই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৭/০৭/২০১১ - ৯:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলে নিয়মিতই আসি বেশ অনেকদিন ধরে। সব প্রকাশনাও মোটামুটি পড়া। এখানকার রথী-মহারথীদেরও বেশ ভালোই চেনা আছে সেই সূত্রে গুরু গুরু

বাংলা ব্লগগুলোর ভেতর সচলই আমার সবচে' প্রিয়। যদিও কোন লেখা লিখিনি আজ পর্যন্ত, মন্তব্যও করিনি কোথাও। আজই প্রথম লিখতে বসলাম। লেখা বললে ভুল হবে, আসলে একটা গান পোস্ট করতেই আজ বসা।

বিশ্ববিদ্যালয় জীবনের একদম শেষভাগে এসে, আরও ভালো করে বলতে গেলে - সেমিস্টার ফাইনালের আগের রাতে বসে লেখা ও কম্পোজ করা এ গান। গানের বিষয় - স্মৃতিকাতরতা।

রচয়িতা আমার স্কুলের বন্ধু এবং একই সাথে বিশ্ববিদ্যালয় জীবনেরও রুমমেট শাফায়েত আরেফিন শশী। পরে গানের স্বার্থে আমার দ্বারা কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত।

গানটা শুধুমাত্র একটা গিটারে বাজিয়ে গাওয়া, নিতান্তই আনাড়ি হাতে হোম রেকর্ডেড এবং কিঞ্চিৎ সম্পাদিত। যারা শুনবেন, তাদের প্রতি অনুরোধ শোনার আগে কানজোড়ায় ক্ষমাসুন্দর সেইফমোড অন করে নেবেন।

এই রইল সবই

ধন্যবাদ।

----------------------------------------------------------------------------------------------------------------
মিলু


মন্তব্য

অনিকেত এর ছবি

সাধু, সাধু!
খুব খুবই ভাল লাগল গানটা। গানের কথা, সুর--সর্বোপরি গায়কি--লাজবাব!
আপনার আরো গান শোনার অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা নিরন্তর

মিলু এর ছবি

গানের কথা, সুর--সর্বোপরি গায়কি--লাজবাব!

দেঁতো হাসি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

অনিকেতদার প্রশংসা তো পেলেন, এখন লিখতে থাকুন হাত খুলে ..

মিলু এর ছবি

চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। হাসি

তারাপ কোয়াস এর ছবি

বাঃ! চমৎকার লাগলো। আরও গান আসুক।


love the life you live. live the life you love.

মিলু এর ছবি

দেঁতো হাসি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জহিরুল ইসলাম নাদিম 1 এর ছবি

ভালো লাগলো বেশ। সুর এবং গায়কী চমৎকার। কথাও ভালো শুধু গাঁথুনিটা আরো দৃঢ় হতে পারত। যাই হোক সচলায়তনে আপনার পথচলা আনন্দের হোক।

মিলু এর ছবি

বিশ্লেষণী মন্তব্য এবং শুভকামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আয়নামতি1 এর ছবি

মন খারাপ গানটা শুনতে পারিনি। আমার ল্যাপির মাথায় ভূত চেপেছে রেগে টং নেমে গেলে শুনতে পাবো। আপনি গান থামাবেন না প্লিজ দেঁতো হাসি

মিলু এর ছবি

হো হো হো
শোনার পর কেমন লাগল জানাবেন কিন্তু মনে করে হাসি

শ্রীকৃষ্ণ এর ছবি

"আমার ল্যাপির মাথায় ভূত চেপেছে"....... বেদম মজা পাইলাম... হো হো হো

আয়নামতি1 এর ছবি

গানটা আজকে শোনা হলো দেঁতো হাসি আপনি চমৎকার গাইতেন জানেন!! বাজাতেও! উচ্চারণের সময় না ঠিক বুঝিনা, কেউ বলে দিলে ভুলটা বুঝি....আপনি গানে যেমন 'ফিরে না উচ্চারণ করে 'ফিড়ে' করেছেন, আজ না হয়ে আঁজ হয়েছে...এগুলো এড়ানোর চেষ্টা করবেন প্লিজ! হিহিহি....আমার উচ্চারণ শুনলে কিন্তু ভীমড়ি খায় মানুষে আর আমিই কিনা আপনাকে উপদেশ দিয়ে গেলাম উচ্চারণ ঠিক করার হো হো হো নতুন কোন গান করলেন? করে থাকলে শোনাতে ভুলবেন না। শুভকামনা।

মিলু এর ছবি

মনে করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। হাসি

'ফিরে না উচ্চারণ করে 'ফিড়ে' করেছেন

আজ না হয়ে আঁজ হয়েছে

অ্যাঁ বলেন কি! আপনার কাছেই প্রথম শুনলাম এটা। একটু জোর দেয়ার কারণেই হয়ত এমনটা শোনাতে পারে হয়ত। কিন্তু 'ফিরে' এবং 'আজ'-ই বলেছি।

ভাল থাকবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।