আকাশ বিহারী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৮/০৭/২০১১ - ১১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নারীঃ
"অন্ধকার গুমট
গুমট বাস্তবতা
এরই নাম কি জীবন?
এর নাম ভালথাকা?"

পুরুষঃ
আমরা কত কি পারি না
কিবা আর পারি?
হিমশিম জীবন নারী
তোমাকেও ছুঁয়ে গেছে?

আমি এক বৃক্ষমাত্র!
নিজের ছায়া ছাড়া
নেই আর কিছু
অনড়, অথর্ব অথচ
আকাশ বিহারী।

- sohailchowdhury


মন্তব্য

তানিম এহসান এর ছবি

ভুমিকা টেনে টেনে এবং তারপর বৃক্ষের কেমন ধারা তার বর্ণনা! ধারা বর্ণনায় তার আকাশবিহারী চরিত্রের সবিশেষ গুরুত্বটুকুও বিমূর্ত হয়। চৌধুরী সাহেব, লেখাতো ভালো লাগলো, বোঝা গেলো। আপনার ছায়া আরো বড় হোক, ওটার ব্যাপক দাম! শুভেচ্ছা,

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।