সর্বোপরি দায় থেকে যায় -!!

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ১৮/০৭/২০১১ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সর্বোপরি দায় থেকে যায় -!!
তানিম এহসান

খড়-বিচালি-ঘাসে-গাছে আগুন জ্বলে, আগুন জ্বলে জলের তাপে,
আগুন জ্বলে বাঁশবাগানের মাথার উপর খুব পুরাতন একটা চাঁদে -
কাজলা দিদি একাত্তরে বীরাঙ্গনা খেতাব পরে হারিয়ে গেছে পাথর চাপায়,
সেইনা থেকে কন্যা-জায়া-জননীদের দিন কাটেতো রাত কাটেনা;
ঘুম আসেনা নুর হোসেনের বাবা মায়ের - চরকা কাটে মর্মজ্বালা,
আরো কত ছেলে-মেয়ে পাজর জুড়ে গর্ব নিয়ে ঘুমিয়ে গেছে,
তেমনি কত নুরজাহানের কপাল পোড়া আত্মা পোড়ে - দাহকালে কেউ দেখেনা,
সোনাভানু আঁচল খালি, কোচড় খালি সর্বহারা উঠোন জুড়ে হা-হুতাশন

সাপ-শকুন আর শেয়াল নাচে রঙে নাচে মশা মাছি আর হায়েনা
ডিম পেড়ে যায় ভাতের থালে, দলিল-তাবিজ-কলম জুড়ে
ডিম পেড়ে যায় ইতিহাসে ফুলে ফলে খালে বিলে ধানে পাটে
শুশুকগুলো মাছের সাথে পাল্লা দিয়ে যায় পালিয়ে নির্বাসনে

‘মা- তোর বদনখানি’ মলিন এখন, শরীর জুড়ে ক্লান্তি গ্লানি
পূর্ণিমাতে বিন্নি ধানের খই ফোটেনা, হারিয়ে গেছে জুই কেতকি
ভালোবাসায় ঘুঁন ধরেছে ঘুঁন ধরেছে বাড়ীর ছাদে ভিত্তিমূলে মন-মননে
খুব খরতাপ তৃঞ্চা প্রবল সব হারিয়ে শক্ত চোয়াল প্রহর গোনা

বাজাও বাশী মত্ত-মাতাল নগ্নভাবে কথা বলা সৎ সাহসী আছো যত
একটা মুঠো মাটির কাছে জমে আছে সবটুকু ঋণ সবটুকু দায়
সবটুকু দায় ভবিষ্যতে আসবে যারা তাদের কাছে তাদের দাবী
সর্বোপরি দায় থেকে যায় গান কবিতার গল্প ছড়া উপন্যাসের!!
- বরিশাল, ১৮. ০৭. ২০১১

ছবি: সাদাত হোসেইন

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

লেখা জব্বর হয়েছে। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হে রাতঃসরনীয় রাতের ভ্রমর
আপনার তিনটি শব্দ এবং একটি আঙুলী হেলন
সবিশেষ প্রেরনা দিলো আর দিলো উৎসাহ!

ফাহিম হাসান এর ছবি

কিছু চন্দ্রবিন্দু এদিক-ওদিক হয়ে গিয়েছে। পরে এডিট করে নিয়েন।

লেখা ভালো লেগেছে। কবিতায় আপনার আবেগটুকু স্পষ্ট। নিয়মিত লিখতে থাকুন।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ ফাহিম ভাই, এডিট করবো!

আপনি সবসময় আমার লেখায় কমেন্ট করেন, এমনকি মন্তব্যেও এবং জাহাঙ্গীরনগরের সাথেও আপনার একটা আত্মিক সম্পর্ক আছে, আপনাকে একটি কবিতা উপহার দেয়া হলো

“অপেক্ষায় থেকেছি বহুকাল
বহুবার দেখেছি খুলে সবুজের বুক,
চমৎকার দেখেছি প্রকৃতী - কতটা মহৎ,
তারপর জলের কাছে শিখতে শেখা -
আাধেকটা জীবন!!”

লিখা চলবে মানবিক তাগিদে!

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ। উপহার হিসেবে কবিতা পেয়ে ব্যাপক আনন্দিত দেঁতো হাসি

লিখা চলবে মানবিক তাগিদে!

চলুক

মৃত্যুময় ঈষৎ এর ছবি

খড়-বিচালি-ঘাসে-গাছে আগুন জ্বলে, আগুন জ্বলে জলের তাপে,
আগুন জ্বলে বাঁশবাগানের মাথার উপর খুব পুরাতন একটা চাঁদে -
কাজলা দিদি একাত্তরে বীরাঙ্গনা খেতাব পরে হারিয়ে গেছে পাথর চাপায়,
সেইনা থেকে কন্যা-জায়া-জননীদের দিন কাটেতো রাত কাটেনা;
ঘুম আসেনা নুর হোসেনের বাবা মায়ের - চরকা কাটে মর্মজ্বালা,
আরো কত ছেলে-মেয়ে পাজর জুড়ে গর্ব নিয়ে ঘুমিয়ে গেছে,
তেমনি কত নুরজাহানের কপাল পোড়া আত্মা পোড়ে - দাহকালে কেউ দেখেনা,
সোনাভানু আঁচল খালি, কোচড় খালি সর্বহারা উঠোন জুড়ে হা-হুতাশন

আমার কাছে অসাধারণ লাগল, তানিম ভাই!!!! চলুক

তানিম এহসান এর ছবি

এই ইষৎ ছেলেটা আমার লেখাগুলোতে খুব পূর্ণ মনোযোগ দেয় বলেই আমার মনে হয়। আজকে শ্রাবনের চার তারিখ, উপকূলীয় এলাকায় বৃষ্টিতে মন চনমনে, খানিকটা ভিজেও আসলাম, বেশ ভালো লাগছে। তোমাকে কি দিই ভাইয়া, একটা কবিতাই দেয়া যাক খাতা থেকে

”সবাই বোঝেনা, সবার বোঝার কথাও থাকেনা
যারা বোঝে তারা জানে -
একটা রাতের নৈঃশব্দের কাছে , আমাদের কতটা ঋণ!!”

পরীক্ষার কি খবর ছেলেটার?

পাঠক এনায়েৎ ইউ এস ইসলাম এর ছবি

চমৎকার একটি কবিতা পড়লাম। অসাধারণ হয়েছে। সরল ভাষায় কঠিন কথা। দারুণ লাগলো। যা সবসময় পছন্দ।
'বাজাও বাঁশী মত্ত-মাতাল নগ্নভাবে' --এভাবে চলুক। চলতে থাকুক।।

শুভেচ্ছা নিন --অনেক শুভেচ্ছা।

আয়নামতি1 এর ছবি

কবিতায় উত্তম জাঝা! আমার পড়া এটা আপনার সেরা লেখা(অবশ্য কবিতা পড়েছি এটাসহ দুটো)।
মানবিক তাগিদটা সর্বক্ষণ জেগে থাকুক সবুজ মায়ায়! শুভকামনা হাসি

তানিম এহসান এর ছবি

আয়নামতি আপা, এনায়েৎ ভাই দুজনের জন্যই বুকভরা ধন্যবাদ!

আমি এখানে এখনও রোমেল ভাই, সুমন তুরহানের মন্তব্যের অপেক্ষায় আছি।

rahil_rohan এর ছবি

চলুক উত্তম জাঝা!

তানিম এহসান এর ছবি

রাহিল ভাই, কেন জানিনা ফেসবুক থেকেই আপনার মন্তব্য আমাকে খুব অনুপ্রাণিত করে।

ভালো থাকুন ইচ্ছেমতন, ইচ্ছেঘুড়ির নাটাই হাতে!

আশালতা এর ছবি

আমি কবিতা ঘোড়ার ডিম সমান বুঝি। মাঝে সাঝে কিছু লাইন শুধু মাথায় ঢুকে টাল খেয়ে যায়। ঐ যে আমার লেখায় কটা লাইন দিয়েছিলেন, অপূর্ব লেগেছিল। এটা পড়তে এসে সাইজ দেখে পেছিয়ে গেছলাম। কিছু বুঝি না বুঝি কবিতা সম্পর্কিত আপনার বিশুদ্ধ আবেগটা দেখতে খারাপ লাগেনা। আর যখন তখন ইচ্ছেমত লাইন তৈরি করা, আহ্‌, এই ক্ষমতাটায় আমি ভীষণ হিংসিত হই। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

আশা করা দুরুহ ব্যাপার, তবু
লতায় পাতায় ঘোড়ার ডিম আর যাই হোক
আশা থাক আশার আনাগোনায়!!

ধন্যবাদ। কবিতা পড়ে সমালোচনা করলে খুব খুশী হতাম খাইছে

তানিম এহসান এর ছবি

সমালোচনায় মাঝে মাঝে মুখ বেজার হলেও আমি দেখেছি সমালোচনাই আমাকে সবসময় বড় করে দিয়ে যায়।

খুব “প্রতীক্ষায়” আছি রোমেল ভাই আর সুমন তুরহান নামের দুজন শুভাকাঙ্খীর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।