নগরে জোৎস্না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৯/০৭/২০১১ - ৫:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আকাশে যুবতী চাঁদ
ছলাৎ ছলাৎ ভাসে নগর জীবন!

গহন ঘুমের ঘোরে বিবশ শরীর
পরীর মত ভেসে যায় জোৎস্না ধারায়;
আর বাস্তবতা স্বপ্নে মিলায়।

- sohailchowdhury


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সুন্দর চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।