আগের মত বিষাদ আসুক

ত্রিমাত্রিক কবি এর ছবি
লিখেছেন ত্রিমাত্রিক কবি (তারিখ: বুধ, ২০/০৭/২০১১ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক ভরদুপুরে, জনারণ্যে -
খুঁজে পেয়ে নির্জনতা
তোর হাতে আলতো ছুঁয়ে,
ঝিলিক চোখে চোখ লাগিয়ে,
বলেছিলাম একটু কথা।

এক বিষাদগ্রস্ত দিনে -
তোকে পেয়ে কিছু কথা -
খুব বিশ্বাস নিয়ে -
নীরব চোখে একটু চেয়ে,
পেয়েছিলাম নির্ভরতা।

মনের কানে শুনেছিলাম,
তোর চোখেতে দেখেছিলাম,
অলীক স্বপ্নে ভেবেছিলাম,
এই বুঝি আজ, এই বুঝি আজ -
তোর সুরেতে সুর মেলালাম।

তোর চোখেতে পর্দা ছিল?
ঝিলিক চোখে মিথ্যা ছিল?
বিশ্বাস খুব সস্তা ছিল?

আজ তুই অন্য কোথাও -
অন্য দুপুর, অন্য বিষাদ,
অন্য হাতে, অন্য চোখে,
অন্য ভাবে, অন্য কথা
বলিস অনেক?
অন্যকে দিস নির্ভরতা?
ঝিলিক চোখে অনেক কথা?

একটু কি তোর বুক কাঁপে না?
আগের দুপুর, আগের ব্যাথা,
আমার ওসব সস্তা কথা
একটুও কি মন টানেনা?
আমার সুরে সুর মিলিয়ে,
আগের মত বিষাদ নিয়ে,
মনের ভুলেও, মনের ভুলেও -
সেই সুর কি আর বাজে না?

ত্রিমাত্রিক কবি
ই-মেইলঃ


মন্তব্য

আব্দুর রহমান এর ছবি

"ঝিলিক চোখে মিথ্যা ছিল?"

"এই বুঝি আজ, এই বুঝি আজ-
তোর সুরেতে সুর মেলালাম।"

বাহ। বড় ভালো লাগলো।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ত্রিমাত্রিক_কবি এর ছবি

হাসি

তানিম এহসান এর ছবি

বিষাদ তোমার উপচে পরা উঠোন জুড়ে
সারি সারি তালের ছায়া, হাসনুহেনা
আর কত কি! বিষাদ তোমার ঘর দুয়ারে
উতাল বাতাস - কাব্য গান আর সুরের তালে
আধেক জীবন কাটিয়ে দেয়া বিষাদ জলে!!

আরো লেখা চাই, বিষাদ ভালো লাগে!

রোমেল চৌধুরী এর ছবি

বেশ তো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ত্রিমাত্রিক_কবি এর ছবি

@তানিম ভাই, আপনার লেখা লাইনগুলো বেশ। বিষাদ নিয়ে লিখতেও ভালো পাই। আপনার লেখা লাইনগুলোর আগের কয়েকটা লাইন লিখে ফেললাম। দেখি মডারেটেররা কি বলেন!
@রোমেল ভাই, আপনার কাছে সমালোচনা আশা করেছিলাম!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।