বাঁধার পাহাড় অগ্নিগিরি
ভয়কে করে জয়
তোমার জন্য করতে রাজি
সব কিছু নয় ছয়।
তোমার জন্য কল্পনাতে
আনবো ছিনে চাঁদ
চাইলে তুমি বানিয়ে দেবো
দিনকে আমি রাত ।
তোমায় ভালোবাসার জন্য
এক জনম ও কম
হাজার জনম চাইছি আমি
নয় এ আমার ভ্রম ।
নাদিয়া জামান
মন্তব্য
বাহ, খাসা তো! 'দুঃখের' না লিখে 'দুখের' লিখলে চলতো না?
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
হুম এখন তো তাই মনে হচ্ছে , লেখা কি এডিট করা যায় ... গেলে করে দিতাম । অনেক ধন্যবাদ
ভালো লেগেছে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য ।
বাহ!
যা লিখেছি তা বাস্তবে অসম্ভব , পারলে মন্দ হত না ...... ধন্যবাদ
আপনার "তুমি" ভাগ্যবান মানুষ।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমার "তুমি"র জন্য একটি আশ্বাস ও ছিল এমন ...
হে হে, এই জন্মের পর আর কিছু নাই। নাউ অর নেভার। দুইটা ছড়াই ভালো লাগলো।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
অনেক সময় অলীক আশ্বাস বিশ্বাস করতে মন চায় ...
সুন্দর পদ্য।
ভাল লেগেছে জেনে ভাল লাগলো ......... অনেক ধন্যবাদ
কিছু বলার নেই , শুধু তালি ... তবু খুশি , ধন্যবাদ ।
দুটো ছড়াই ভালো লাগলো
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ আশালতা ........... সাতকাহনের কথা মনে পড়ে গেল , কিছু দিনের জন্য দীপা হয়েছিল আশালতা
বাচ্চাসুলভ লাগল
এতে মন খারাপের কি আছে , হলই বা বাচ্চাসুলভ লেখা
সত্যি বলতে, নতুন কবিকে 'বালখিল্য লাগল' বলে দুঃখিত করতে চাইনি বলেই ওইভাবে বলা, এবং ভালো লাগেনি সেটাও সরাসরি না বলে দিয়ে ইঙ্গিত করতে চেয়েছিলাম...
দুঃখ তো খানিকটা লেগেছে ... কি আর করা
খুব ভালো লাগলো নাদিয়া ।
ধন্যবাদ আপনাকে
নতুন মন্তব্য করুন