ভালোবাসাবাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: রবি, ২৪/০৭/২০১১ - ৬:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাসা পাশা পাশি,
ছিলো আসা আসি,
সেই থেকে হয়ে গেলো
ভালোবাসাবাসি।

ওরা লেখে চিঠি,
কতো কথা মিঠি,
দিনে দিনে বাড়ে দুটো
হৃদয়ের ‘গিঁঠি’।

একদিন আহা,
এক চিঠি, যাহা
কোন্ কুক্ষণে পড়ে
মা’র চোখে তাহা।

বাবা কয় দাঁড়া,
করি ভূত ছাড়া,
তেল চকচকে এই
বেতখানা দ্বারা।

বললেন মা’যে,
অতিশয় ঝাঁঝে,
ছেলে তাঁর সাদাসিধে
মেয়েটাই বাজে।

দাদা কন হেঁকে,
গেছে ওরা পেকে,
বিয়ে দিয়ে দাও বাবা
মৌলভী ডেকে।

খন্দকার আলমগীর হোসেন


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

হো হো হো (গুড়)

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

গুড় খেতে ভারী মজা।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

তারপর-

বিয়ের পর তাক্
চেনা যায় নাক,
থাকিয়া অভাবে
বোঝা যায় স্বভাবে-
ভালোবাসা মোর
অমানিশা ঘোর।

হঠাৎ হল কি
ফিরিলো বিধি,
সে ডাকিয়া কহে-
“শুনে যাও ওগো
বৃষ্টিস্নাত সমীরণ বহে
হাতখানা ধরে
চলো ভিজি নবধারা জলে”।

তখনি বুঝিনু, ভালোবাসা মোর
চির অম্লান-ই
মুছে গেল গ্লানি।
দুয়ারে দাঁড়ায়ে-
মৃদু হাসাহাসি
ভালোবাসাবাসি।
চোখ টিপি

আশালতা এর ছবি

ও বাবা, আপনিও কম যান না দেখি অ্যাঁ

----------------
স্বপ্ন হোক শক্তি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আস্ত কবিতা লিখে ফেলেছেন সুন্দর। নীড়পাতায় পাঠিয়ে দিন বিলকুল।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

খন্দকার আলমগীর  এর ছবি

পুরো কবিতা লিখে ফেলেছেন সুন্দর। নীড়পাতায় দিয়ে দিন না।

তিথীডোর এর ছবি

খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

খন্দকার আলমগীর  এর ছবি

ইয়ে, মানে...

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আমারে কইলেন?

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

saima এর ছবি

হাসি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মুচকি হাসির কিন্তু ডাবল মিনিং আছে।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

A.R.Khan এর ছবি

হাততালি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

ধন্যবাদ হাততালির জন্য।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মৌনকুহর. এর ছবি

হো হো হো

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

বাঁচালেন।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

আশালতা এর ছবি

বাহ মজার তো ! হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

মজা লাগলেই রক্ষা হয়। আপনি ভাল থাকুন।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো

______________________________________
পথই আমার পথের আড়াল

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

আপনি ভালো থাকুন।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ছড়াকাহিনি বলবৎ থাকুক........ হাসি ......আর হাচল প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন রইল হাততালি । নিয়মিত লিখবেন ভাই..............

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

অভিনন্দনের জন্য ধন্যবাদ নিন। ঠিকই বলেছেন। ছড়াকাহিনি নামে একটা ক্যাটেগরি থাকা দরকার।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।