বাসা পাশা পাশি,
ছিলো আসা আসি,
সেই থেকে হয়ে গেলো
ভালোবাসাবাসি।
ওরা লেখে চিঠি,
কতো কথা মিঠি,
দিনে দিনে বাড়ে দুটো
হৃদয়ের ‘গিঁঠি’।
একদিন আহা,
এক চিঠি, যাহা
কোন্ কুক্ষণে পড়ে
মা’র চোখে তাহা।
বাবা কয় দাঁড়া,
করি ভূত ছাড়া,
তেল চকচকে এই
বেতখানা দ্বারা।
বললেন মা’যে,
অতিশয় ঝাঁঝে,
ছেলে তাঁর সাদাসিধে
মেয়েটাই বাজে।
দাদা কন হেঁকে,
গেছে ওরা পেকে,
বিয়ে দিয়ে দাও বাবা
মৌলভী ডেকে।
খন্দকার আলমগীর হোসেন
মন্তব্য
(গুড়)
গুড় খেতে ভারী মজা।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
তারপর-
বিয়ের পর তাক্
চেনা যায় নাক,
থাকিয়া অভাবে
বোঝা যায় স্বভাবে-
ভালোবাসা মোর
অমানিশা ঘোর।
হঠাৎ হল কি
ফিরিলো বিধি,
সে ডাকিয়া কহে-
“শুনে যাও ওগো
বৃষ্টিস্নাত সমীরণ বহে
হাতখানা ধরে
চলো ভিজি নবধারা জলে”।
তখনি বুঝিনু, ভালোবাসা মোর
চির অম্লান-ই
মুছে গেল গ্লানি।
দুয়ারে দাঁড়ায়ে-
মৃদু হাসাহাসি
ভালোবাসাবাসি।
ও বাবা, আপনিও কম যান না দেখি
----------------
স্বপ্ন হোক শক্তি
আস্ত কবিতা লিখে ফেলেছেন সুন্দর। নীড়পাতায় পাঠিয়ে দিন বিলকুল।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
পুরো কবিতা লিখে ফেলেছেন সুন্দর। নীড়পাতায় দিয়ে দিন না।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আমারে কইলেন?
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
মুচকি হাসির কিন্তু ডাবল মিনিং আছে।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
ধন্যবাদ হাততালির জন্য।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
বাঁচালেন।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
বাহ মজার তো !
----------------
স্বপ্ন হোক শক্তি
মজা লাগলেই রক্ষা হয়। আপনি ভাল থাকুন।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
ভালো
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি ভালো থাকুন।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
ছড়াকাহিনি বলবৎ থাকুক........ ......আর হাচল প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন রইল । নিয়মিত লিখবেন ভাই..............
অভিনন্দনের জন্য ধন্যবাদ নিন। ঠিকই বলেছেন। ছড়াকাহিনি নামে একটা ক্যাটেগরি থাকা দরকার।
____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।
নতুন মন্তব্য করুন