কাব্যের একদিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৯/০৭/২০১১ - ৯:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিশিকবি অদ্য
ভাবিতেছে সদ্য।
তৈরীতো হয়নি
কবিতার বয়নি।
তবুও ভাবখানা
আল্লাদে আটখানা।
কলমের নিবখানি
ভাবে রাজরাণি।
করিবে প্রসব
কাব্যের রসদ।

ক্ষন যায় তাড়াতাড়ি
যেন কবিতার আড়ি।
আসেনা তো মনে
হয়না লেখা যতনে।
নিব গেল উল্টি
এত তাড়াতাড়ি পল্টি।
মুখে কলমের পশ্চাৎ
ভাবে গেল জাত।
কবিতার একি তিরোধান
কবির পালাল মান।।
--ভবঘুরে_যাযাবর


মন্তব্য

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

সুমন চৌধুরী এর ছবি

ভাল্লাগে নাই। ‌ছন্দ আছে কিন্তু ঢিলা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।