অলসের গান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৬/০৮/২০১১ - ৯:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডিস্ক্লে‌ইমারঃ দেশের বিদ্যুৎব্যবস্থার অতুলনীয় উন্নতির ঘর্মাক্ত সাক্ষী আর সেইসাথে মশককুলের মনোহারিণী সঙ্গীতসহকার ভালোবাসায় বিদ্ধ হতে হতে মনে মনে রচিত নিম্নোক্ত অতি আজাইরা পঙক্তিমালা। সুতরাং নিজের মূল্যবান সময় অপচয়ের ইচ্ছা না থাকলে এখানেই ক্ষ্যামা দ্যান।

ঘোরলাগা সন্ধ্যায়
একা বসে বারান্দায়
ঘরে ফেরে পাখি উড়ে, মানুষ রাস্তায়
এলোমেলো সোনারঙা মেঘেদের আনাগোনায়
ভাঙা পিক, খেলো সুর, হেঁড়ে এই গলায়... এই গান।।

জংয়ে ধরা স্ট্রিংগুলো
সুর খুঁজে বেসুরো
দৃষ্টি ফেরাই ঘরটাতে, আঁধার চোখে সয়
অগোছালো ঘরটা যেন মনেরই ছায়া
বেসুরোই যেন শ্রুতিমধুর - এ কেমনধারা... এই গান।।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গানটাও রেকর্ড কইরা পোস্টাইতেন! শুন্তে মন চাইতেছে।

মিলু এর ছবি

আরে মুর্শেদ ভাই আপনে! ধন্য হইলাম!! দেঁতো হাসি

রেকর্ড করার সুযোগ পাইতেসিনা। ফাক পাইলে কইরা ফেলব।

-----------
মিলু

মৌনকুহর এর ছবি

চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

মিলু এর ছবি

ধন্যবাদ মৌনকুহর আপনাকে হাসি

আয়নামতি1 এর ছবি

গানটা রেকর্ড করে দেন, শুনি দেঁতো হাসি

মিলু এর ছবি

রেকর্ড করে দেব, সময় পাচ্ছি না। ধন্যবাদ আয়নামতি আপু হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।