টাকলু দাদুর মাথায় কবে
উঠেছিল ঝড়,
চুলের সাথে ছাড়াছাড়ি
হল ঝড়ের পর।
পেছন দিকে দুচারটা চুল
সামনে বিরাট টাক,
মাথা তো নয়, স্টেডিয়াম
খেলতে দিচ্ছে ডাক।
টাক-ডুমা-ডুম বাজনা বাজাই
হাসি-নাচি-গাই,
টাক বাজানো ভীষণ মজা,
কোথায় এমন পাই!
দাদু বলে, চকচকে টাক
বুদ্ধি বেড়ে হয়,
আমি বলি, চকচকে হোক;
সোনা তো আর নয়।
বলে দাদু, জানিস বোকা,
টাকের কতো ধার?
এক গুঁতোতে কাবু করি
পাঁচটা-দশটা ষাঁড়।
আমি বলি, কী গো দাদু,
তিলকে কর তাল!
দাদু বলে, দাঁড়া দেখি,
ঝাড়ি কেমন ঝাল!
লাঠি নিয়ে করল তাড়া
দৌড়ে ছুটে যাই,
ধরবে নাকি? আমি তো আর
ও তল্লাটেই নাই!
...................................
দেবানন্দ ভূমিপুত্র
মন্তব্য
হা হা হা। দারুণ লাগল।
_________________
[খোমাখাতা]
নিটোল ভাই, আপনাকে হাসাতে পেরে ভালো লাগছে। ভালো থাকুন।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
ধন্যবাদ প্রিয়।
। জাস্ট ফাটাফাটি
বাহ! অনেক খুশি লাগছে শুনে। অনেক ধন্যবাদ, দাদা।
ছবিটা দারুণ, ছড়াটাও....
মূর্তালা রামাত
আমিও দারুণ অনুভব করলাম। খুব ভালো থাকুন।
বাহ, বেশ মজাদার!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই সমঝদার,
বলেছেন মজাদার;
বাড়ছে মনে ছড়া লেখার আবদার।
বিয়াপক!!!!!!!!!!!!!!
তয় পাঁচ দশটা ষাঁড় কাবু করা টাক থাকতে দাদু লাঠি নিয়া তাড়া করলো ক্যান????
অতীত
হাজার হোক, নাতি তো! নাতিকে তো আর মারবে না, কেবল ভয় দেখায়। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে।
চমৎকার ছড়া...
কী বলি স্বাধীন ভাই?
কথা শুনে ভালু পাই।
অনেক শুভকামনা।
মজার!
হা হা হা! খুশি হলাম ভাই। অনেক ভালো থাকুন।
বাহ!!
আপনি বলেন, বাহ!!
আমি হাসি হা হা হা!!
মজারু হয়েছে দাদা।।
ধন্য হলুম শুনে,
চলি স্বপ্ন বুনে।
মজা লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
বাহ! অনেক অনেক অনেক ধন্যবাদ, ভাই। ভালো থাকুন।
মজা প্লাম।
----------------
স্বপ্ন হোক শক্তি
তাই জেনে খুশি হলাম,
শুভেচ্ছা দিয়ে গেলাম।
ভাই দেবানন্দ ভূমিপুত্র, খুব ভালো লাগলো। আমি একদম শুরু থেকেই বলছি আপনার কাছে শিশুদের অনেক কিছু পাওয়ার আছে, আজকে আবারও বলে গেলাম।
তানিম ভাই, আপনার কথাটা খুব মনে আছে। আমিও এ কাজটির জন্যে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এভাবে উৎসাহ পেলে সত্যিই কিছু করতে পারব বলে আশা করতে লোভ হয়। অনেক ভালো থাকুন।
নতুন মন্তব্য করুন