উপপদ্য হলো হাবীব কাইউমের অলসমস্তিষ্কপ্রসূত ছড়া। উপ+পদ্য।
পূর্বে যাহা সের কিনিতাম এখন কিনি পোয়া; পূর্বে যাহা পান করিতাম এখন শুঁকি ধোঁয়া।
হাবীব কাইউম
আর কৈ? মাত্র সোজা হয়ে বসলাম মজা করে পড়ব বলে! যাহ!
পূর্বে মোরা মুড়ি খাইতাম এখন খাই মোয়া, পূর্বে পাকি চড় মারিতাম এখন মারি _য়া।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
_________________ [খোমাখাতা]
অচাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এভাবে একটা করে না দিয়ে, কয়েকটা লিখে একসাথে দিতে পারেন।
আগে ছিলো যাই-ই এখন শুধু ছাই-ই!
এতো ছুড লেখা দিলে ক্যম্নে কী??
ভালৈ। কিন্তু কয়েকটা একসাথে দিয়েন।
শেষ হয়ে গেলো! মাত্র শুরু করলাম!! তবে চরম উদাস ভাইয়েরতা সিরাম!! এক্কারে
পূর্বে যাহা সোনার ছিলো এখন সিটিগোল্ড; পূর্ব নিয়ে হিসেব কষে ইয়র্কারে বোল্ড।
পূর্ব আমার পূর্ব তোমার পূর্বে ওঠে সূর্য এরি মাঝে পশ্চিমারা বাজায় সুখে তূর্য
বাহ!
মন্তব্য
আর কৈ? মাত্র সোজা হয়ে বসলাম মজা করে পড়ব বলে! যাহ!
পূর্বে মোরা মুড়ি খাইতাম
এখন খাই মোয়া,
পূর্বে পাকি চড় মারিতাম
এখন মারি _য়া।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
_________________
[খোমাখাতা]
অচাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এভাবে একটা করে না দিয়ে, কয়েকটা লিখে একসাথে দিতে পারেন।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আগে ছিলো যাই-ই
এখন শুধু ছাই-ই!
এতো ছুড লেখা দিলে ক্যম্নে কী??
_________________
[খোমাখাতা]
ভালৈ। কিন্তু কয়েকটা একসাথে দিয়েন।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
শেষ হয়ে গেলো! মাত্র শুরু করলাম!!
তবে চরম উদাস ভাইয়েরতা সিরাম!!
এক্কারে
পূর্বে যাহা সোনার ছিলো
এখন সিটিগোল্ড;
পূর্ব নিয়ে হিসেব কষে
ইয়র্কারে বোল্ড।
পূর্ব আমার পূর্ব তোমার
পূর্বে ওঠে সূর্য
এরি মাঝে পশ্চিমারা
বাজায় সুখে তূর্য
বাহ!
নতুন মন্তব্য করুন