একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে।
আট প্রহরের কান্না-হাসির শব্দে সুরে,
কাঠপাথুরে শহরতলীর বৃষ্টি,রোদে,ধোঁয়ায়,ধুলোয়,
সাদায়-কালোয়,
আলোয় কিংবা অন্ধকারে ...
একটা চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করে।
সেই চিঠিটা পৌছে যাবে তোর জানালায় -
যখন আমার ধূসর আকাশ লাটাই বিহীন একটা সাদা ঘুড়ির শোকে নীল হয়ে যায়,
যখন আমার পাতার মত সবুজ বুকে কয়েক বিন্দু আষাঢ়-শ্রাবণ,
যখন আমার একটা দু'টো বিষণ্ণতার আলতো কাঁপন -
একটা ঘাসের ঠোঁটের 'পরে স্বচ্ছ শিশির,
যখন আমার তুমুল হাসির প্রলাপ বকা রাত্রি গভীর,
যখন আমার একলা হাঁটা ভরদুপুরের চিলতে রোদে,পিচের পথে,
যখন আমার গল্প বলার বিকেলগুলো সন্ধি পাতায় বহুদূরের মেঘের সাথে,
তখন আমার সবুজ-হলুদ-নীলচে-কালো অভিমানের ডানায় ঝুলে,
সেই চিঠিটা পৌছে যাবে তোর জানালায় - আবছা আলো-অন্ধকারের গল্প বলে ...।
সেই চিঠিটা লিখতে ভীষণ ইচ্ছে করে
আট প্রহরের গদ্যে-পদ্যে,কান্না-হাসির শব্দে সুরে ...।
হুতুম
মন্তব্য
চমৎকার। খুব খুব খুব ভালো লাগল কবিতাটা। একটা অনাবিল চোরা স্রোত বয়ে গেলো।
ধন্যবাদ তাপস দা
বাহ! সুন্দর তো!
চেনা শব্দে সাজানো অনুভূতির তুমুল প্রকাশ---
-------------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি কেবল--
হুমম,ঘুরে ফিরে সেই চেনাজানাতেই তো ফিরে আসা।
আপনাকে অনেক ধন্যবাদ
অনেকদিন পর এত চমৎকার একটা কবিতা পড়লাম!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক সুন্দর হইছে
অদ্ভুত, অসাধারণ সুন্দর
অনেক ধন্যবাদ আপনাকে
কবিতা পড়ে আমারো একটা চিঠি লিখতে ইচ্ছে করছে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
লিখে ফেলুন
ভীষণ সুন্দর!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
ধন্যবাদ
ভালো লাগলো।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভালো লেগেছে এইটা জেনেও ভালো লাগলো
অনেক ধন্যবাদ
সুন্দর।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ
এইরকম কবিতা পড়তে ভালো লাগে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
রকম টকম জেনে তো লিখিনি
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ পড়ার জন্য।
এটা হলো 'ভালো লাগা' রকম কবিতা
পড়তে পড়তে মনে হচ্ছিল হাতে হালকা তবলার বোল ঠুকি।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সেই চিঠিটা পৌছে যাবে তোর জানালায় -
facebook
দুর্দান্তিস!
ধন্যবাদ
ভাল্লাগছে ... ঈমানে কইতাছি
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
প্রেরণা পেলাম আপনার মন্তব্যে।অনেক ধন্যবাদ।
চমৎকার লাগলো
আরো বেশী করে নিয়মিত লিখুন
চেষ্টা করবো
আপনাকে ধন্যবাদ
এই কবিতাটি পড়ে মনে হলো আমার অখাদ্য কবিতার সংখ্যা অনেক বেশি!
এটা বলে একজন নিয়মিত পাঠক এবং ভক্তের ভালোলাগাকে ছোট করা হল কিন্তু
দারুণ। ৫ তারা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনেক ধন্যবাদ
সহজ ভাষায়, ছন্দের জাদু।
কবিতাটি তাই অতি সুস্বাদু।
আসলেই তো খুব সুন্দর!
অনেক ধন্যবাদ
কবিতা বুঝি না, তাই পড়ি না। তবে আপনার কবিতাটা পড়লাম এবং ভাল লাগল।
আরো লিখুন, শুভেচ্ছা।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
কবিতা সার্থক
অনেক ধন্যবাদ আপনাকে।
চমৎকার।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ
ভাল লেগেছে।
খুব ভাল লাগলো আপানার কবিতা। মন্তব্য করা দায়ের ভেতরে পড়ে গেল। শুভকামনা থাকলো সাদা জীবনের। ভাল থাকবেন কবি।
আমি কবি নই,মাঝে মধ্যে কবিতা লেখার চেষ্টা করি,এই যা
আপনিও ভালো থাকুন।পড়ার জন্য ধন্যবাদ।
অসাধারন একটি কবিতা।
আজকাল কবিতা পড়লে মনে হয় কবিতাটির কোথায় যেনো কিসের অভাব আছে। কিন্তু এই কবিতাটি পড়ে আমার তেমন মনে হয়নি।
কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
বাবারে !!!
একটা কবিতা যদি অন্তত একজন পাঠকের কাছেও স্বয়ংসম্পূর্ণ বলে মনে হয় সেই একজন কবির বড় পাওয়া ।
আপনার মন্তব্য দারুণ অনুপ্রেরণা দিল।ধন্যবাদ।ভালো থাকুন।
গাজী শাহাবুদ্দিন ভাই যে মন্তব্যটি দিলেন, তার সাথে আমি সম্পূর্ন ভাবে একমত।
প্রিয় কবি, আপনার এই কবিতাটি অত্যন্ত গতিশীল। কবিতাটিতে যে ভাব ও যথোপযুক্ত শব্দের ব্যহার রয়েছে তা উল্লেখ যোগ্য।
শব্দের পর শব্দ এবং বাক্যের পর বাক্যের যে constructive interference রয়েছে তা নিঃসন্দেহে কবিতাটিকে আবৃতি যোগ্য করে তুলেছে। আপনার কবিতাটি পড়ে আমি একজন পাঠক হিসেবে অনেক কিছু Visualize করতে পেরেছি। মানে আপনি একজন পাঠককে ভাবাতে পেরেছেন।
সুতরাং, আপনি এবং আপনার কবিতা উভয়েই সর্বাঙ্গীন। আপনি আরও কবিতা দিন।
ধন্যবাদ
কবিতাটা অদ্ভুত ভাল লাগল! কেমন জানি অন্যরকম, মন কেমন করা, মনের খুব গভীর ছুঁয়ে যাওয়া।
সত্যি বলছি ভীষণ ভাল লেগেছে।
পাঁচ তারা দাগালাম।
আপনার লিখা আর কোন কবিতা নাই?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
নতুন মন্তব্য করুন