সোনারগায়ে হাটতে হাটতে ক্লান্ত পথিক যখন গাছের ছায়ায় বিশ্রামে.
সিলেচে চা বাগানে ঘুড়তে ঘুরতে হঠাৎ সাটার ডা্ওন
সোনারগায়ে হাটতে হাটতে ক্লান্ত পথিক যখন গাছের ছায়ায় বিশ্রামে.
শিশু পার্কে একদিন আবার শিশু হবার আশায়..
যার মতো কর্মঠ হতে চেয়েছিলাম.....
কবে যে সিড়ি বেয়ে সাফল্যের শীখড়ে উঠতে পারিব। । আচ্ছা সাফল্য বেটা কততম ফ্লোরে থাকে??.
আমি শিপলু...
মন্তব্য
ছবিগুলো সুন্দর...তবে বানান দেখে ভিড়মি খেলাম। বানান ঠিক করে রিপোস্ট করার অনুরোধ রইল। নাহলে 'হঠাৎ লেখা ডাউন (নীড়পাতা থেকে)' হয়ে যেতে পারে
বানান ভুলেন জন্য খমা চাচ্ছি।আমি ভাইজান বাংলায় স্বদ্য প্রসুত শিশুর মতো ।আপনাদের দেখে লেখার অনুপ্রেরণা পাই।আমা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অনুগ্রহ করে ভুলগুলো মার্ক করে দিলে সংশোধন করতে এবং শিখতে পারি। আগে একেবারেই পারতামনা। শিখছি মাত্র।
চা বাগান আমার মতে মানবসৃষ্ট সুন্দরতম স্থান, দেশে গেলে প্রতিবারই চা বাগান দর্শনে যায়। আপনার চা বাগানের ছবিটি খুব বেশী সবুজ এসেছে, এমনটা হবার কথা নয়, কারণ সবুজের আধিক্যে পেছনের আকাশ পর্যন্ত সবুজ হয়ে গেছে!
ছবি তোলা পূর্ণ জারি থাকুক, পোস্টে এক ছবি একাধিক বার এসেছে, তাই সময় পেলেই ঠিক করে দিয়েন। শুভেচ্ছা।
facebook
অনুদা, আপনি আমার লেখার অনুপ্রেরনা । লিখতে খুব কষ্ট হয় কারন নতুন শিখছি বাংলা টাইপ। কিভাবে এডিট করবো বুঝতে পারছি না? অনেক বানান ভুল করেছি কিন্তু ঠিক করতে পারছিনা । দাদা দোয়া কইরেন যাতে আপনাকে লেখায় ফেল করাইয়া আমি নম্বর ১ হইতে পারি ।
চা বাগানে ছবিটা তাড়াহুড়ো করে হালকা এডিট করা। তাই ঠিকমতো সিলেক্ট না করায় আকাশও হালকা সবুজ হয়ে গেছে। তাছাড়া ৭০০০ টাকা দামের ক্যামেরা দিয়ে আর কতো ভালো ছবি তোলা যায়। দাদা আমি ফাস্টো হইলে আপনার বাজুকাটা আমারে উপহার দিয়েন।
"দামী ক্যামেরা = ভাল ছবি" এরকম ধারণা থাকলে ফটোগ্রাফি করা মুশকিল।
ভাল ছবি তোলার জন্য চোখ লাগে, ক্যামেরা না।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ফাহিম ভাই, আমি এটাই বলতে চেয়েছিলাম। যদি আমার উত্তর মেরুর ছবিগুলো দেখে থাকেন সেগুলো মাত্র ৫ মেগা পিক্সেলের একটা পুঁচকে ক্যামেরা দিয়ে তোলা ( বলছি না দারুণ ছবি ফ্রেমবন্দী করতে পেরেছি কিন্তু বলছি যে কোন ক্যামেরা দিয়েই অসাধারণ মুহূর্তগুলো ধরা যায়)। ভাইরে, দামি ক্যামেরা দিয়েই যদি ভাল ছবি তোলা যেত, তাহলে ধনীরা বিশ্বের সেরা ফটোগ্রাফার হত।
facebook
অনু ভাই, বিস্তারিত একটা লেখা দিলাম “কয়েকটি অন্যরকম দিন” নামে। আশা করি ভাল লাগবে।।।।
ফাহিম ভাই আপনাকে অনেক মূল্যবান মনত্যবের জন্য। খালি বকা দিলেন! ছবি কেমন হইছে কউ কইলেননা । যান আপনারা ভালু না। ভাই একটু সমালোচনা করেন না যাতে ফ্রি কিছু শিখতে পারি। আমি দাদা এতো ফ্রেমিং+আলো+এঙ্গেল বুঝি না। যেটা চোখের সামনে ভালো লাগে তাই তুলি।
আরে না, বকা দিলাম কই? ছবি তোলা নিয়ে আমার দৃষ্টিভঙ্গীর কথা বললাম শুধু।
একটা পরামর্শ - ইন্টারনেটে, বিশেষ করে ইউটিউবে এবং সচলেও প্রচুর রিসোর্স আছে ফটোগ্রাফি নিয়ে। আস্তে আস্তে পড়তে থাকুন। ফ্লিকারে অনেক কমিউনিটি আছে - TTL, Bangladeshi Photographers - তাদের সাথে ইন্টার্যাক্ট করুন।
হ্যাপি ক্লিকিং
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
চা বাগানের সবুজ সত্যিই মনকাড়া।
আসলেই মনকাড়া। প্রকৃতির সবুজের সমাসহ দেখতে চেইলে চা বাগানের বিকল্প নেই। আশা করছি শীঘ্রি একটা বিস্তারীতে পোস্ট দিব সিলেট নিয়ে।
কবে যে সিড়ি বেয়ে সাফল্যের শীখড়ে উঠিতে পারিব?
আচ্ছা সাফল্য বেটা কততম ফ্লোরে থাকে??
আপাতত সিঁড়ি আর শিখরে বানান ঠিক করেন, সাফল্য কোন ফ্লোরে থাকে আস্তে আস্তে জানবেন
সচলে স্বাগতম।
অবশ্যই।
তবে একটু সময় নিয়ে, বানানে মনোযোগ রেখে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক অনেক ধন্যবাদ। ক্ষমা চাচ্ছি আমার কাচা হাতের লেখার জন্য। সামনে অবশ্যই আরো সাবধান হবো। আমার লেখার গতি কচ্ছপ কে হার মানাবে। তবুও প্রচেষ্টা জারি রাখছি।
**কবে যে সিড়ি বেয়ে সাফল্যের শীখড়ে উঠিতে পারিব?
আচ্ছা সাফল্য বেটা কততম ফ্লোরে থাকে??**
আপু, বিস্তারিত একটা লেখা দিলাম “কয়েকটি অন্যরকম দিন” নামে। আশা করি ভাল লাগবে।।।।
ছবি গুলি এই কি করতে গিয়ে কি করে ফেললেন। জায়গাটা কিন্তু ব্যাপক। তবে আপনি ঠিকঠাক এডিট করতে পারেননি। আর এতো বড় করে কেন দিলেন ছবি গুলো? ফাহিম ভাই এর যে কথাটা যে, ছবি তুলতে গেলে দামি ক্যামেরা নয় চোখ লাগে এবং আরেকটা জনিস লাগে সেটা হল প্যাশন । এটা কিন্তু চরম সত্য কথা। আপনার ছবি তোলার আগ্রহ খুবই ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আরো অনেক ভালো ছবি আপনার থেকে পাবো।
আর বাংলাদেশে এলে সিলেট যাবার ইচ্ছে আছে, চরম জায়গা।
আসলেই চরম জায়গা, দুই দফা ঘুরে আসলাম তবু বোধহয় আরো দশবার যেতে হবে সব জায়গা ঘুরে শেষ করতে। আসুননা দেখে জান এই দেশটাকে।
অবশ্যই আসব। সময়ের অপেক্ষা
সচলে স্বাগতম।
আরো একজন ফটুরে পাওয়া গ্যালো মনে হয় !!! ক্যাম্রাবাজি জারি থাকুক ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অবশ্যই জারি থাকবে। ধন্যবাদ।
সাফল্য বোধ হয় সিঁড়ির ওপরে থাকেনা, থাকে বুকের গহনে, সেটাকে ডেডিকেশনের জামা পরিয়ে আলোয় আনতে হয়। স্বপ্ন দেখছেন যখন, একদিন নিশ্চয় আসবে সেটা।
বানানে বা টাইপিঙে সমস্যা হলে সহসচল কারো কাছে হেল্প নিতে পারেন, যে কেউই খুশি মনে সাহায্য করবেন। আর হ্যাঁ, আসল কথা হল, ছবিগুলো ভালো লাগল। তবে শুধু ছবি না দিয়ে তার সাথে আপনার ভাবনাটুকুও লিখে দিলে ছবিটা অন্য মাত্রা পায়।
সচলে স্বাগতম।
----------------
স্বপ্ন হোক শক্তি
আশাদি, আপনি একটা অতি চমৎকার এবং অসাধারণ মানুষ
অ্যাঁ ! ছি ছি !! জনগনের সক্কলের সামনে এইভাবে আমারে গালি দিলেন !!! আমি তো কান্পো !
----------------
স্বপ্ন হোক শক্তি
হেহহ আপনারে যে গালি দেয় তার কীবোর্ডের সব অক্ষর র্যান্ডমলি ওলোট পালোট হয়ে যাক।
আশাদি, আপনাদের মন্তব্য আশলেই আশাব্যঞ্জক এবং উৎসাহ দায়ক। ছবি ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। আশা করি আরো ভাল কিছু উপহার দিব। স্বপ্ন দেখি সুখি হবার জন্য, আর তার জন্য আমি সফল্যকেও ছার দিতে রাজি। আমি জানি আপনাদের লেভেলে যেতে অঅঅঅঅনেক পথ পাড়ি দিতে হবে। বাংলা টাইপ চালিয়ে যাচ্ছি কচ্ছপ গতিতে । জানি একদিণ খরগোশকে ঠিকই পেছনে ফেলব।।।
ছবির ভাবনাগুলো ত ছোট করে দিয়েছি ছবির উপরে আপু। হাত চলু হলে আরো বিষদ ভাবে দিব আশা করি।
ছবিগুলা মারাত্তক সুন্দর ।
মারাত্তক রকম আনন্দিত আর এক বস্তা
**আকশ ভরা তারা আমার
নদী ভরা ঢেউ,
হৃদয় ভরা স্বপ্ন আমার
জানে নাতো কেউ**
সোনারগাঁয়ের গাছ, মাকড়সা আর সাফল্যের সিঁড়ি খুব ভাল লাগল।
আপনার মন্তব্যও অনেক ভালো লাগল।
আলোকচিত্রের টেকনিক্যাল দিকগুলি সম্পর্কে আমি বকলম। তবে এটুকু বলতে পারি আপনার ক্যামেরার চোখে অনন্য বৈচিত্র্য আছে।
অভ্রতে বাংলা টাইপের গতি বাড়াতে বেশি সময় লাগে না। তাই মোটেও হতাশ হবেন না। বানানের জন্য অভ্র স্পেল চেকার ব্যবহার করতে পারেন।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ রোমেল ভাই। আমিও ছবি তোলাতে অকলম। আপনিতো তবুও ব পর্যন্ত গেছেন।
নতুন মন্তব্য করুন