এখনই সময়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৮/১২/২০১১ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমুল বর্ষণ দিন ফুরিয়েছে বেশ আগে। বিস্রস্ত ভাবনার মতো
এখানে ওখানে ছেঁড়া মেঘ ঝুলে আছে ঈশান নৈঋতে।
চাদরের ওম খোঁজে বৃদ্ধ শরীর পাল ছেঁড়া বাতাসের শীতে।
ফসলের দিন শেষে উদাম হয়েছে ফের ফলবতী জমিনের ক্ষত।

কলার মোচায় জমেছে ক্লান্ত শিশির। বয়েসি পাতার ফাঁকে ফাঁকে
জেগে থাকে একলা ঘুঘু। গাছের পাতারা কাঁপে; শীত কি এলো?
মুঠো মুঠো কুয়াশায় মেখে থাকে বাঁকা চাঁদ আর পৌষের ধুলো।
মরে যাওয়া নদী টিআর কাবিখা হয়ে খুব যত্নে পাড়ের চিহ্ন রাখে।

তবুও সাঁকোর নিচে ভেজে পরাণ মাঝির জাল এক হাঁটু জলে
ধ্যানী বক একপায়ে চোখ রাখে জলের শরীরে কি নিবিড় সাধনায়।
যুগলে বসন্তে যাব; খুব শীত ঝুপ ঝুপ নামার আগেই ভীরু পায়
আমিও তালাশ করি একটু খড়কুটো আশ্রয় তোমার অতলে।

-------------
পথিক পরাণ


মন্তব্য

বিলাস এর ছবি

বাহ! বেশতো !!

পথিক পরাণ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাপস শর্মা এর ছবি

খুবই অনুভূতি প্রবন একটা কবিতা। ভালো লাগল...

পথিক পরাণ এর ছবি

তাপস দা
আপনার ডাকঘর ঘুরে এলাম। আমিও একদিন অমলকান্তি হতে চেয়েছিলাম...!!!

মন্তব্যর জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
শুভ কামনা রইল।

-----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

তারাপ কোয়াস এর ছবি

একটা লাইনে হালকা একটু জী.দাসের ছোঁয়া পেলাম যেন মনে হয়! চলুক


love the life you live. live the life you love.

পথিক পরাণ এর ছবি

বলেন কি? জীবনানন্দ?
নাহ্‌। তাঁর মতন ওইরকম একেকটা পংতি কেবল স্বপ্নেই লিখে লিখে তারাদের আয়ু শেষ করতে পারব মনে হয়।

মন্তব্যর জন্য অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

রোমেল চৌধুরী এর ছবি

আমার কাছে কবিতাটির সোয়াদ শীতের দিনের প্রথম ভাপা পিঠার গন্ধের মতই অমৃত বলে মনে হলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পথিক পরাণ এর ছবি

উফ্‌। অনেক বেশি নারকোল মেখে পাটালী গুড়ের পাকা গন্ধ ছোটানো ভাপ ওঠা ভাপা পিঠার কথা মনে করিয়ে দিলেন!!

অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
শুভ কামনা রইল।

----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

সুন্দর!!! চলুক

পথিক পরাণ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

আশরাফুল কবীর এর ছবি

##খুব সুন্দর লিখেছেন পথিক পরান ভাই।

##ভাল লাগল খুব।

##ভাল থাকুন সবসময়, এ সুন্দর কামনায় বাঘের বাচ্চা

পথিক পরাণ এর ছবি

অনেক ধন্যবাদ। সাথে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

শুভ কামনা আপনার জন্যও রইল।

----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

সিরাজুল লিটন এর ছবি

আদ্যোপান্ত ভাল লেগেছে। শুভ কামনা কবি...

পথিক পরাণ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

শুভকামনা আপনার জন্যও।

-------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।