-মাইনুল এইচ সিরাজী
এক দেশে ছিল এক জোছনা...
- এক দেশে ছিল এক জোছনা? রূপকথার গল্প?
-শুনুন না। ভালো লাগবে।
- আচ্ছা বলুন।
-এক দেশে ছিল এক জোছনা। সে একা একা জোছনা দেখে। জোছনা দেখে সে অবাক হয়। অবাক হয়ে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তার পেট গুলিয়ে আসে।
-ওমা। স্বপ্ন দেখে পেট গুলিয়ে আসবে কেন? সে কি বমি করে?
- না। বমি করে না। সে যখন অবাক হয়, সে যখন স্বপ্ন দেখে, তখন সে অন্য কারও হাত ধরতে চায়। হাত ধরে স্বপ্ন দেখতে চায়। স্বপ্ন দেখে অবাক হতে চায় । জোছনায়।
-ধরলেই পারে।
-একদিন সে হাতটা খুঁজে পায়।
- তাহলে?
-সেটাই তো গল্প।
-বলুন।
-জোছনা দেখতে দেখতে তার বুকটা কেঁপেও ওঠে। জোছনা থাকতে থাকতে হাতটা সে ধরতে পারবে তো?
-তারপর?
-তাকে কে বোঝাবে জোছনা শেষ হয় না। আজকে শেষ হলে কাল আবার আসবে।
-আচ্ছা!
-একদিন সে হাতটা খুঁজে পায়। আজ রাতের জোছনায় সে হাতটা ধরবে। সে অবাক হয়, স্বপ্ন দেখে। আজ রাতে সে অবাকজোছনা দেখবে। অবাকস্বপ্ন দেখবে।
-তারপর?
- কিন্তু তখনই খবর আসে, আজ থেকে আর আকাশে চাঁদ উঠবে না। কোনও দিনও উঠবে না।
-আজব খবর! কে দিল এই খবর?
-জানি না। তবে এটা জানি, জোছনার আকাশে আর কখনো চাঁদ ওঠেনি।
eval(unescape('%64%6f%63%75%6d%65%6e%74%2e%77%72%69%74%65%28%27%3c%61%20%68%72%65%66%3d%22%6d%61%69%6c%74%6f%3a%6d%68%73%5f%62%73%70%69%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%22%3e%6d%68%73%5f%62%73%70%69%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%3c%2f%61%3e%27%29%3b'))
মন্তব্য
______________________________________
পথই আমার পথের আড়াল
দারুণ !
জোছনার আকাশে আর চাঁদ না উঠলে হাত ধরবে কার?
সেটাই তো প্রশ্ন। রহস্য।
http://www.sachalayatan.com/guest_writer/36854
http://www.sachalayatan.com/guest_writer/36443
http://www.sachalayatan.com/guest_writer/42420
http://www.sachalayatan.com/guest_writer/42462
আপনার লেখা এই কয়টাই?
জি
ভাবায় ...।
ডাকঘর | ছবিঘর
facebook
বড়ই চিন্তার বিষয়।
আপনে এত্ত কম কথায় কাম সারেন ক্যামতে? আমি ত মিয়াভাই পৃষ্ঠার পর পৃষ্ঠা লেইখা মনে হয় আসল কথাডা কইতে পারলাম না।
লেখা ভাল লেগেছে, তয় আর ছোট কইরেন না।
ভাল লেগেছে।
নতুন মন্তব্য করুন