খেলা
খেলতে জানোনা, তা কি করে হয়?
ঠিক আছে, কিচ্ছু ভেবোনা, কঠিন কিছু নয়।
শিখিয়ে দেব সযতনে-
কিভাবে একটি লম্বা ইনিংস ধৈর্য্য নিয়ে
একটানা খেলে যেতে হয়? শুরুতে
পেছন ফেরা
মাঝে মাঝে প্রচন্ড শীতে জমে যাই।
ভেতরে ঢুকতে থাকি ক্রমাগত
ব্যাগ্র হয়ে খুঁজি, হারিয়ে ফেলা পথ
ভুল পথে টেনে নেয় ভায়োলিন সুর
মনস্তাপে পুড়ি বার বার,
পেছন ফেরা হয়না আমার।
খেলা
খেলতে জানোনা, তা কি করে হয়?
ঠিক আছে, কিচ্ছু ভেবোনা, কঠিন কিছু নয়।
শিখিয়ে দেব সযতনে-
কিভাবে একটি লম্বা ইনিংস ধৈর্য্য নিয়ে
একটানা খেলে যেতে হয়? শুরুতে
দাঁত কামড়ে একবার টিকে গেলেই হয়।
কুয়াঁশা
কুয়াঁশা, এক জাদুকরের মত
কনকনে হিমকনার মাখামাখি
বিভ্রম মৌসুমী সময়ের, তাই
সময়ের অসময়ে হাত রাখি।
অগ্নিলাভা
সদ্য বেরুনো লাভা হয়ে এসেছি
সব পুড়িয়ে দিতে
ঝাঁঝালো গন্ধ নিয়ে
বর্ন পরিচয়হীন
কামনার আক্ষেপে একটানা ছুটে চলেছি
দিনহীন রাত্রিহীন।
খাবারের ঘ্রান!
খাবারের ঘ্রানে ছুটে আসছে হাজারো পাখি
প্রস্তুতিতে তাড়াহুড়ো, ওড়াওড়ি চারদিক
জড়িয়ে রাখা জালে কুলোবেনা আজ
ভেড়ুয়া কাকতাড়ুয়া পালিয়েছে বহু দূর
উত্তেজনা দিগ্বিদিক।
অসহ্য অনুভূতি!
কাঠঠোকরার ঠোকর
একটানা, একঘেয়ে, বিরতিহীন
দিনভর রাতভর।
ঠোকরে ক্লান্তি জুড়ে আসে দিন রাত্রির মাঝ
অবসন্নতায় নেতিয়ে পড়ে হিমালয়ের ভাঁজ।
*****
৮ই পৌষ,১৪১৮
মতিঝিল, ঢাকা।
মন্তব্য
লেখার শেষে লেখকের নামটা দেন না কেন ?
কবিতা ভালো লেগেছে.........
ডাকঘর | ছবিঘর
##প্রিয় তাপস ভাইয়া, আশরাফুল কবীরের কবিতা নামটি ট্যাগ করে দিয়েছি, তাই ভাবলাম আর পেছনে ঝামেলা বাড়িয়ে লাভ কি?
##আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম।একটু আশেপাশে থাকলে ভরসা পাই।
##ভাল থাকুন সবসময়, এ শুভকামনা
লিখা চলুক-- আগ্নেয়গিরি লাভার মত
facebook
প্রিয় তারেক অনু ভাই,
## আশান্বিত হলুম। আপনার হ্যাট পড়া ছবিগুলো সেরকম কঠিনস!
##অনেক অনেক ভালবাসা। ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা...
ভালইতো, চলুকনা!
ধন্যবাদ আপনাকে প্রিয় প্রৌঢ়ভাবনা....ভাল লাগায় আনন্দিত হলাম...
#ভাল থাকুন সবসময়, সুস্থ্য দেহে, সুন্দর মননশীলতায়
নতুন মন্তব্য করুন