রানওয়ে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/১২/২০১১ - ৪:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্মৃতির পালক ঠোটে উড়ে গেল একটা পরিযায়ী পাখি
আমাদের দেখার চোখ নেই
ঘুঘুর কাব্য রোজকার আর্তনাদ হয়ে বাতাসে মিলালো

শ্রবণের ভেতর প্রতিদিন ঢুকে পড়ে একটা রেলগাড়ী
স্মূতির ভেতর তার সাইরেন
একদিন আমি পৌছালাম তার আগেই

আমাদের যা নেই

তাই নিয়ে ডেকে গেল একটা লাজুক ঘুঘু

তার ডাকের ভেতর তৈরি হয়েছিলো কতগুলো মহাকাব্য?

দৃশ্যের ভেতর যা নেই

তার ইতিহাস তৈরি হয় অচিন অক্ষরে

আমরা নই সেই ভূবনের বাসিন্দা

স্মৃতির পালক ঠোটে উড়ে গেল একটা পরিযায়ী পাখি

আমাদের দেখার চোখ নেই

ঘুঘুর কাব্য রোজকার আর্তনাদ হয়ে বাতাসে মিলালো

শ্রবণের ভেতর প্রতিদিন ঢুকে পড়ে একটা রেলগাড়ী

স্মূতির ভেতর তার সাইরেন

একদিন আমি পৌছালাম তার আগেই

শীষ বাজাতে বাজাতে রোদের ডানায় উড়ে গেল ট্রেন

তারপর হঠাৎ ডানা গজাল সবার

আর আমি ছাড়া সবাই খুঁজে পেল নিজস্ব উড়াল পথ

যেন আমাদের সকলের সম্মিলিত ইতিহাস

রানওয়ে হয়ে বাতাসে ভাসছিলো

প্রেমিকার স্তনবৃন্ত থেকে খসে পড়ে গেল প্রেমিক

আর তার অন্তর্বাস গুলো মুহুর্তেই হলো প্রজাপতি

বাতাসে ভর দিয়ে কিছুক্ষন দাড়িয়েছিলো সবাই

তারপর পূর্ব বা পশ্চিমে যার যেখানে ইচ্ছা উড়ে চলে গেল

আমার দেখার চোখ উড়ে গেছে সেই ঝড়ে

বিশাল অশোক গাছের মত তার নগ্ন শরীর ভেঙ্গে পড়লো যেদিন

-রাখাল বালক


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেশ লাগলো। বিশেষ করে এই অংশটুকু--

শ্রবণের ভেতর প্রতিদিন ঢুকে পড়ে একটা রেলগাড়ী
স্মূতির ভেতর তার সাইরেন
একদিন আমি পৌছালাম তার আগেই
শীষ বাজাতে বাজাতে রোদের ডানায় উড়ে গেল ট্রেন

কিছু বানানে সমস্যা আছে, যেমন:

ঠোটে = ঠোঁটে
কিছুক্ষন = কিছুক্ষণ
পৌছালাম = পৌঁছালাম (চন্দ্রবিন্দু সহ)

আর শেষ লাইনে 'ভেঙে' লিখলে কি বেশী ভালো হতো?

বিশাল অশোক গাছের মত তার নগ্ন শরীর ভেঙে পড়লো যেদিন

তিথীডোর এর ছবি

ইয়ে, আরো কিছু বানানপ্রমাদ আছে।
ভূবনের > ভুবনের
মুহুর্তেই > মুহূর্তেই
দাড়িয়েছিলো >দাঁড়িয়েছিল/ছিলো (চন্দ্রবিন্দু সহ)
শীষ [ধানের/গমের শীষ], এখানে বানানটা হবে 'শিস' দেওয়া।

আপনাকে নিরুৎসাহিত করা আমার লক্ষ্য নয় মোটেই, তবে বিশেষত কবিতায় ভুল বানান খুব বেশি চোখে লাগে।
লিখতে থাকুন। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুড জব। ধরিয়ে না দিলে ভুল ভুলই থেকে যাবে।

তাপস শর্মা এর ছবি

চমৎকার।

বাতাসে ভর দিয়ে কিছুক্ষন দাড়িয়েছিলো সবাই
তারপর পূর্ব বা পশ্চিমে যার যেখানে ইচ্ছা উড়ে চলে গেল

কবিতার রঙ একটা ফেরারি বেদনার কলতান হয়ে উঠে এলো... কত স্বপ্ন এবং ইচ্ছের সলিল সমাধি বোধ হয় তাতে মিশে আছে...

আরও লিখুন ।

শামীমা রিমা এর ছবি

ভালো লেগেছে।

guest_writer ফেরারী পাখি এর ছবি

আহা আহা!
একটা ঘুঘু কি ডেকে ডেকে গেল?

সমুদ্র সন্তান এর ছবি

বানান ভুলের জন্য লজ্জিত

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।