সালেক খোকন
সরকারি চাকরিতে বদলির ধাক্কা খুবই সাধারণ একটি বিষয়। নাচোল থেকে হালুয়াঘাট, সেখান থেকে এসেছি দিনাজপুরে। মাঝে মাঝে যেতে হয়েছে নেত্রকোনার প্রত্যন্ত দুর্গাপুরের বিরিশিরিতে। এই অঞ্চলগুলোতে পাড়াভেদে বাস করে তুরি, মুশহর, মাহালি, ভুনজার, সাঁওতাল, মুন্ডা, কড়া, গারো এবং ওঁরাও সম্প্রদায়ের আদিবাসীরা। কাজের ফাঁকে ফাঁকে জানাশোনা হয় তাঁদের সঙ্গে ।
সালেক খোকন
সরকারি চাকরিতে বদলির ধাক্কা খুবই সাধারণ একটি বিষয়। নাচোল থেকে হালুয়াঘাট, সেখান থেকে এসেছি দিনাজপুরে। মাঝে মাঝে যেতে হয়েছে নেত্রকোনার প্রত্যন্ত দুর্গাপুরের বিরিশিরিতে। এই অঞ্চলগুলোতে পাড়াভেদে বাস করে তুরি, মুশহর, মাহালি, ভুনজার, সাঁওতাল, মুন্ডা, কড়া, গারো এবং ওঁরাও সম্প্রদায়ের আদিবাসীরা। কাজের ফাঁকে ফাঁকে জানাশোনা হয় তাঁদের সঙ্গে ।
বছর চারেক আগের কথা। একদিন দিনাজপুরের সীমান্তবর্তী এক আদিবাসী পাড়ায় গিয়ে বেশ অবাক হই। পূর্বপুরুষদের জাতধর্ম বুকে নিয়ে সেখানে কোনরকম টিকে আছে একটি সম্প্রদায়। আদিবাসী এ সম্প্রদায়টির নাম ‘কড়া’। খোঁজ নিয়ে জানলাম এদেশে এটিই কড়াদের একমাত্র পাড়া। টিকে আছে মাত্র ১৯টি পরিবার। ভাবা যায়, এ দেশ থেকে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে একটি জাতি। হারিয়ে যাচ্ছে একটি ভাষা, সংস্কৃতি আর জাতির আচারগুলো। মূলত কড়াদের দলবদ্ধতা, সততা, পরিশ্রম আর সরলতায় আমি মুগ্ধ হই। কড়াদের টিকিয়ে রাখতেই আদিবাসী বিষয়ে কলম ধরা শুরু।
দিনের পর দিন খুব কাছ থেকে দেখছি বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের পূজাপার্বণ, জীবনযাপন, গোত্র পরিচালনা, প্রতিবাদ আর বিশ্বাসের নানা লোকাচারগুলো। দেখেছি - এ আমলেও অভাবের সময়টাতে কীভাবে আদিবাসীরা আগাম শ্রম বিক্রি করে মহাজনদের কাছে, জাতধর্ম নিয়ে আঁকড়ে থাকা আদিবাসীরা কীভাবে শোষিত হচ্ছে ধর্মান্তরিত আদিবাসীদের দ্বারা, কী করে হিন্দি কালচার ঢুকে যাচ্ছে আদিবাসী উৎসব আর সংস্কৃতির মাঝে, এরই পাশে বাংলাভাষার জাঁতাকলে আদিবাসীরা হারিয়ে ফেলছে নিজের মায়ের ভাষাটিকে। হাজার হাজার বছর ধরে যেসব বৈচিত্র্যময় সংস্কৃতি প্রচলিত ছিল আদিবাসী সমাজে, দিনে দিনে হারিয়ে যাচ্ছে সেগুলোও। হারিয়ে যাচ্ছে তাঁদের চিরচেনা বিশ্বাস বা লোককথা বা সাংস্কৃতিক আচারগুলো।
গত বই মেলায় ‘আদিবাসী মিথ এবং অন্যান্য’ বইয়ে তুলে এনেছিলাম আদিবাসীদের বিশ্বাসের মিথগুলো। এবার এ বইটিতে তুলে আনার চেষ্টা করেছি আদিবাসীদের জীবন, সংগ্রাম, বিশ্বাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর পূর্বপুরুষদের আচারগুলোকে। এ মাসেই বইটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে ।
মন্তব্য
সচলায়তনে বিজ্ঞাপন প্রকাশ নিষিদ্ধ। পোস্টটি আলোচনা ধর্মী হলেও মূলতঃ একটি বিজ্ঞাপন। বই নিয়ে লিখতে হলে ভবিষ্যতে বিজ্ঞাপন এলিমেন্টটি এড়িয়ে আলোচনা বা সমালোচনার আকারে পোস্ট করুন। সবচেয়ে ভালো হয় লেখকের পরিবর্তে অন্য কেউ এনিয়ে আলোচনা করলে।
পোস্টটির মন্তব্য সুযোগ সীমিত করে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলো।