অনুকাব্য সমূহ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৩/০১/২০১২ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

1.একটা দিঘি অথৈ জল, একটু কালো খুব শীতল
সেই দিঘি তে ডুব দিয়েছি , থই খুঁজে না পাই,
স্বপ্নে দেখি কাছেই আছ, জাগরণে নাই

2.ঘাস এর বুকে তৃষ্ণা এলে, শিশির জমে যায়,
ফুল এর বুকে তৃষ্ণা এলে মৌমাছি রা ধায়
নদীর বুকে তৃষ্ণা এলে পলি জমে উঠে,
আমার তৃষা তুমি ছাড়া কেমন করে মেটে

3.ভুল ছিল না ভালবাসায় , ভুল ছিল না প্রেম এ
তবু কেন আমার চিঠি বিবর্ণ এক খাম এ

4.আমায় না হয় বাসলে ভালো, ভুল হবে না তাতে,
একটু রেখো মনের কোনে, একটু দুধ এ ভাতে
দুক্ষ যখন রোদ এর মত পুরবে তোমার দেহ,
মেঘের মত ছায়া দিব, জানবে না তা কেহ

5.আকাশ জুড়ে তারার মেলা, জোছনা কেন নাই
চাঁদ টা বলে বয়স হলো এবার ছুটি চাই

Elomelo megh


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এলোমেলো কাগু ছড়া মন্দ লাগে নাই। কিন্তু দুঃখ বানান দুক্ষ নয়।

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক
সচলের ঐতিহ্য মেনে নিকটা বাংলায় লিখবেন আশা করি এর পর থেকে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

কবিতা ভালো লেগেছে...

ছায়াবীথি  এর ছবি

হাততালি

তানিম এহসান এর ছবি

আশা করি আরো ছড়া আসবে হাসি

এলোমেলো মেঘ এর ছবি

আরো ছড়া লিখেছি তো কিন্তু প্রকাশিত হয় না কেন জানি না. মনে হয় ভালো হয় নাই.

তিথীডোর এর ছবি

চাঁদ টা বলে বয়স হলো এবার ছুটি চাই

পাঠক বলে, আরেকটু ভাল ছড়া চাই। হাসি
লিখতে থাকুন।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এলোমেলো মেঘ এর ছবি

কবি গুরু'র একটা ছোট লেখা আছে এরকম

শুধু ভালো কেদে কহে ওগো আরো ভালো
কোন স্বর্গপুরি তুমি করে থাকো আলো,
আরো ভালো কেঁদে কহে আমি থাকি হয়
অকর্মণ্য দাম্ভিক এর অক্ষম ইর্ষায়

ছড়া প্রকাশিত হলে একটা অনুপ্রেরণা পাওয়া যায়. সেখানে আরো ভালো হলে প্রকাশ হবে সেটার মাপকাঠি কেমন বুঝতে পারছি না.

রক্ত গঙ্গা এর ছবি

জোশ...জোশ.... লিখেছেন! মন জা চা্‌ইবে...যেমনি চাইবে...লিখে ফেলবেন। উন্নতি, অবনতি, শিল্পসফলতা আপনার পিছু ছুটুক.. আপনি তার পিছে কেন দৌড়াবেন.....।
দুহাত তুলে দোয়াকরি....মস্ত কবিয়াল হন....!

এলোমেলো মেঘ এর ছবি

ধন্যবাদ গঙ্গা সুন্দর মন্তব্যের জন্য. আপনার শুভকামনা আরো বেশি লেখার অনুপ্রেরণা জোগাবে.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।