৭ | লিখেছেন ইঁদুর (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ২৭/০১/২০১২ - ১১:৫০অপরাহ্ন)
Bull Fight খেলার উদ্দেশ্য থাকে শেষ মেষ ষাঁড়টাকে মেরে বিজয় উদযাপন-নিষ্ঠুর খেলা সন্দেহ নেই-তবে এখানে থিম বোঝানো হচ্ছে যেন আমরা ষাঁড়ের ভয়ে ভীত না হয়ে রুখে দাঁড়াই!
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
:)-আমি আসলে একজন শিক্ষানবিস-ফাঁকিবাজ কার্টুনিস্ট!ছবিটা আঁকার সময় অনেক কিছুই খেয়াল করি নাই-গুগল করে ম্যাটাডোরের Gesture দেখে আঁকায় ফেলছি।আপনার মন্তব্য পড়ে খেয়াল করলাম আসলেই বুল ফাইটের মাঠে কোন পাথর থাকে না!=)-এসব ভুল ভাল হবেই-আপনারা ধরায় দিলে খুবই খুশি হই!
মন্তব্য
ইন্দুর উদীয়মান অসাধারন প্রতিভাবান একজন কার্টুনিস্ট..
তবে জিনিসটা ধরতে আমার কিছুক্ষণ লেগেছে, বিনীত পরামর্শ... টিভির এন্টেনা শিঙের আকৃতি দিলে হয়তো আমার গোবর মাথায় আরো দ্রুত ক্লিক করতো।
ইঁদুরের প্রতিভায় নতুন করে মুগ্ধ হলাম। সচলে নিয়মিত হও ভাই।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
ধরতে পারলাম।
...........................
Every Picture Tells a Story
সের্ফ দুর্দান্তিস!
---------------------
আমার ফ্লিকার
উমম এর মানে কি বাংলাদেশি দর্শকরা ভারতীয় টেলিভিশন মিডিয়াকে খেলাচ্ছে? আমি মনে হয় বুঝতে পারিনাই কেউ বুঝায় দেন।
আমারও একই অবস্থা
Bull Fight খেলার উদ্দেশ্য থাকে শেষ মেষ ষাঁড়টাকে মেরে বিজয় উদযাপন-নিষ্ঠুর খেলা সন্দেহ নেই-তবে এখানে থিম বোঝানো হচ্ছে যেন আমরা ষাঁড়ের ভয়ে ভীত না হয়ে রুখে দাঁড়াই!
বুল ফাইটে কি ম্যাটাডোর আসলে রুখে দাঁড়ায়?
কনসেপ্টটা ভাল ছিল কিন্তু মেসেজটা আরো স্ট্রেইট হতে পারত। যাতে চট করে চোখে একটা বাড়ি দেয়।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ-বিষয়গুলা মাথায় রাখব।:)
হ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
চমত্কারান্তিস!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সচলে স্বাগতম
কার্টুনে
একেবারে হয়েছে
(গুড়)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
চমৎকার!!!
জটিল হইছে
কুপাকুপি পোস্ট
সপ্তায় একটা করে কার্টুন চাই।
..................................................................
#Banshibir.
স্বাগতম..ছবিতে
-স্বপ্নাদিষ্ট
=======================
যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না।
আমিও সপ্তায় একটা করে কার্টুন চাই
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
সবাই বুঝলো, আমি আর কিম্ভূত বুঝলাম না, কেউ একটু বুঝায় দেন না
উপরে তো আর্টিস্ট নিজেই আপনার পোস্টে উত্তর দিয়েছেন। দেখুন আবার।
আর কার্টুনে এবং
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
ব্যাপকতা
লেজ দেখে যায় চেনা
আপনার আঁকার হাত অ-সাধা-র-ণ।
কারো কারো কনসেপ্টটা বুঝতে সমস্যা হচ্ছে। উপরে একটা মন্তব্য দিয়েছি এ নিয়ে।
ব্যক্তিগতভাবে আমার কাছে সংলাপবিহীন কার্টুন বেশি ভাল লাগে। আপনার কাছ থেকে নিয়মিত কার্টুন পাওয়ার আশা রাখি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
সুন্দর দেখতে হয়েছে।
---
বুলফাইটে ম্যাটাডোর আগ্রাসী আর ষাঁড় হয় আক্রান্ত!
কার্টুনটা একটু উলটো হয়ে গেল না?
---
বুলফাইটের ময়দান সমতল থাকার কথা। সেখানে পাথর আসবে কোথা থেকে?
---
কার্টুনিস্ট এর দস্তখত কার্টুনের ওজন সমৃদ্ধ করে। আপনারটা দেখতে পাচ্ছিনা।
:)-আমি আসলে একজন শিক্ষানবিস-ফাঁকিবাজ কার্টুনিস্ট!ছবিটা আঁকার সময় অনেক কিছুই খেয়াল করি নাই-গুগল করে ম্যাটাডোরের Gesture দেখে আঁকায় ফেলছি।আপনার মন্তব্য পড়ে খেয়াল করলাম আসলেই বুল ফাইটের মাঠে কোন পাথর থাকে না!=)-এসব ভুল ভাল হবেই-আপনারা ধরায় দিলে খুবই খুশি হই!
খিক খিক খিক... মজা পাইসি
বুলফাইটে গ্যালারী থেকে হাত তালি না থাকলে চলে?... দে তালি
সচলে স্বাগতম।
আঁকুন নিয়মিত।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন