আইনস্টাইনের ধাঁধা (Einstein’s Puzzle)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৯/০১/২০১২ - ৫:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হল এদের মধ্যে মাছ পোষেন কে?
সূত্রঃ
১। লাল ঘরে বাস করেন ব্রিটিশ।
২। সুইডিশের পোষা প্রাণী কুকুর।
৩। ডেনিশের প্রিয় পানীয় চা।
৪। সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।
৫। সবুজ বাড়ির মালিক কফি পান করেন।
৬। যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।
৭। হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।
৮। মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।
৯। প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।
১০। যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।
১১। যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।
১২। ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।
১৩। প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক।
১৪। নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।
১৫। যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।

এটি আইনস্টাইনের ধাঁধা নামে লোকমুখে প্রচলিত। সময়ের সাথে সাথে এর অনেক রকম পরিবর্তন হয়েছে। এগুলো ইন্টারনেটে বিস্তারিতভাবে দেওয়া আছে। এখানে দিয়ে খামোখা ভারাক্রান্ত হতেও চাই না আবার করতেও চাই না। তবে আইনস্টাইন নাকি বলেছিলেন এটা পৃথিবীর মাত্র ২% লোক সমাধান করতে পারবে। বাকিরা পারবেন না। দেখেন তো পারেন কিনা।


মন্তব্য

ধ্রুব বর্ণন এর ছবি

সময় নিয়ে ছক করে বসে বসে সমাধান করলে পৃথিবীর প্রায় একশভাগ মানুষেরই বের করতে পারা উচিত যে কোন দেশি মানুষের পোষা প্রাণীর কথা উল্লেখ নাই। কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়। প্রশ্নেই একটা প্যাঁচ আছে। ওইটা খালি দুষ্ট লোকেরাই দেখতে পায়। চিন্তিত

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

আমিও তো তাই বলি। চেষ্টা করলে তো প্রায় সব মানুষেরই এটা পারা উচিত।

"......... কোন দেশি মানুষের পোষা প্রাণীর কথা উল্লেখ নাই।" এই কথাটা দিয়ে কি বোঝাতে চাইছেন জানি না। কিন্তু এটা বলতে পারি এখানে এমন কোনো ফালতু যুক্তি নাই। আর ধাঁধাটাও নিরেট যুক্তির। উত্তর পেলে আবার ব্লগে দিয়ে দিয়েন না।

ধ্রুব বর্ণন এর ছবি

"......... কোন দেশি মানুষের পোষা প্রাণীর কথা উল্লেখ নাই।" এই কথাটা দিয়ে কি বোঝাতে চাইছেন জানি না।

হিসেব কষে দেখলাম, পাঁচটা দেশের মধ্যে নির্দিষ্ট চারটা দেশের মানুষ কোন্ চারটা প্রাণী পোষেন সেটা বের করা যায়। বাকি একটা দেশের পোষা প্রাণীর ব্যাপারে লতায়পাতায়ও কোনো হিন্ট নাই। ধরি সেই দেশের নাম 'ঝ'। আবার শর্তগুলায় মাত্র ওই চারটা পোষা প্রাণীরই খালি উল্লেখ আছে, যার মধ্যে আবার মাছ নাই। সুতরাং, ধাঁধার সরল উত্তর হইলো গিয়া - 'ঝ' দেশের মানুষটা মাছ পোষেন। কিন্তু দুষ্টলোকের জটিল উত্তরটা এইটা না।

raihan এর ছবি

ভাষার মারপ্যাচ খোঁজতে যাবেন না, এটা সেরকম পাজল না। ২% এর ব্যপারটার সাথে আমি একমত, আমার মনে হয় ছক কেটে যুক্তিগুলো পরপর সাজালে এটা সলভ করা সম্ভব তা আসলেই পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজ থেকে বের করতে পারবে না। এমন কি বলে দিলেও অনেকে গুলিয়ে ফেলবে কিছুক্ষণ পর।

অনার্য সঙ্গীত এর ছবি

বিশেষ প্রতিভাবানরাই এটা পারবে' ইত্যাদি অলৌকিক তত্ত্বে নিজে বিশ্বাস রাখেন ভালো। সেটার প্রচার করতে যাইয়েন না। 'জন্মসূত্রে আমি মহান তুমি শূদ্র' তত্ত্ব দুনিয়া থেকে যতো কমে ততই ভালো।

দুনিয়ার মাত্র ২ ভাগ লোক এটা পারবে' এই বক্তব্য নানামুখী ভাবে গুয়ের দূর্গন্ধযুক্ত!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিন্দ্য রহমান এর ছবি

কে(উ)?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

স্বপ্নাদিষ্ট এর ছবি

আমি বাকি ৯৮ শতাংশের দলে দেঁতো হাসি

-স্বপ্নাদিষ্ট
=======================
যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না।

অনার্য সঙ্গীত এর ছবি

পৃথিবীর ২ ভাগ মানুষের ধাঁধা পারার ব্যাপারটা মেনে নিচ্ছি না। আমার ধারনা, আইনস্টাইনের তৈরি ধাঁধা, মাত্র ২ ভাগ বিশেষ প্রতিভাবান মানুষ পারবে, ইত্যাদি বলে মানুষকে ভয় পাইয়ে দেয়া হয়। সহজভাবে তখন আর তারা ভাবতে পারেনা! গ্যাঞ্জামটা তখনই লাগে। বিশেষ কোনো ভাইভাতে গিয়ে মানুষ যে কারণে জানা তথ্য মনে করতে পারে না! হাসি

এই ধাঁধাটা প্রথম পড়েছিলাম কলেজ ফার্স্ট ইয়ারে পড়ার সময়। বিশ্বসাহিত্য কেন্দ্রে আমাদের প্রকাশণা বের করব। সবার কাছে লেখা চাওয়া হয়েছে। একজন এই ধাঁধাটা জমা দিল। তবে সেই ধাঁধার শেষে সে লিখে দিয়েছিল যেন বের করতে পারলেও উত্তর বলে না দেয়া হয়! মনে পড়ে গেল হাসি

কেউ কি জানেন, আইনস্টাইন নিজে মাছ পুষতেন কিনা? সন্দেহ হলো।
লেখকের নাম কই?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

আমিও তাই মনে করি। ২% লোক এটা পারবে এটা মোটেও ঠিক নয়।

আর আমি নতুন বিধায় প্রথমে অতিথি লেখক হিসেবেই লিখতে হচ্ছে।

স্বপ্নাদিষ্ট এর ছবি

সচলে স্বাগতম। নিয়মিত লিখুন। অতিথি হিসেবে লিখলেও শেষে নাম টা দিয়ে দিয়েন হাসি

-স্বপ্নাদিষ্ট
=======================
যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না।

স্বপ্নহারা এর ছবি

এত্ত খেপার কী আছে? হাসি ২% মানে প্রায় ১৪ কোটি লোকের একজন...কম না কিন্তু!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ধ্রুব বর্ণন এর ছবি

কিন্তু এই সমস্যা সমাধান তো কোনো ম্যাজিক না যে কেউ পারবে কেউ পারবে না। উপায়টা শেখায়ে দিলে সবাই পারবে।

অনার্য সঙ্গীত এর ছবি

ট্রিক'টা সম্ভবত ওইখানেই। কেউ শেখায়ে না দিলেও তুমি সমাধানের উপায় বের করতে পারো কিনা! সুসংহত ভাবনার যে ক্ষমতা সেটা তোমার আছে কিনা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিটোল এর ছবি

সমাধান করলাম। ছক বেঁধে একটু চিন্তাভাবনা করলেই বের হয়ে আসার কথা। কারো ক্ষেত্রে সময় কম লাগবে, আর কারো ক্ষেত্রে একটু বেশি -এই যা পার্থক্য!

_________________
[খোমাখাতা]

হিমু এর ছবি

এই পাজলগুলো ছক কেটে সলভ করতে হয়। এখানে পাঁচটা ভ্যারিয়েবল আছে, পাঁচটা ছক করতে হবে, একটা বড় ছক, চারটা ছোটো ছক। এরপর টিক আর ক্রস দিলেই বের হয়ে আসবে। এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশনের মতো। শফিক রেহমানের একটা পত্রিকায় দুই পাতা ভরে এই পাজল আসতো এক সময়।

মরুদ্যান এর ছবি

মন খারাপ এই ছক কাটা সমাধানের ব্যাপারটা জানিনা!

rabbani এর ছবি

মাইক্রসফ্ট পেইন্ট দিয়ে একে(!) একে(!) সমাধান করলাম

ধ্রুব বর্ণন এর ছবি

আমিও পেইন্টে শুরু করছিলাম। আমার হাতের লেখা খারাপ কিনা, তাই শেষে গুগল স্প্রেডশিটে সমাধান করতে হলো। পেইন্টে আঁকিয়েদের আমার হিংসা হয়। আমার মনে হয় ২% লোক খালি পেইন্টে আঁকতে পারবেন। বাকিরা পারবেন না। ওঁয়া ওঁয়া

রাইহান এর ছবি

আমার মনে হয় ২% লোক খালি পেইন্টে আঁকতে পারবেন। বাকিরা পারবেন না। ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

চলুক কঠিনভাবে একমত

দ্রোহী এর ছবি

ধাঁধার উত্তর পরে। তার আগে জানতে চাই ২% এর হিসাবটা ক্যামনে বাইর হইলো? দেঁতো হাসি

ধ্রুব বর্ণন এর ছবি

যদি ধরেও নেই যে কোনো জরিপে ২% কে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে দেখা গেছে, সেখান থেকে "এটা পৃথিবীর মাত্র ২% লোক সমাধান করতে পারবে, বাকিরা পারবেন না" এই ভবিষ্যবচনটা গ্রহণযোগ্য মনে হয় নি।

ধুসর গোধূলি এর ছবি

একটা টাইম মেশিন পাইলে ভালো হৈতো। আইনস্টাইনের লগে বাভারিয়ার বিয়ারে চুমুক দিতে দিতে ধাঁধাঁ আর ধাঁধাঁর সাথে লতায়পাতায় জড়ানো সব বালিকার খবর বাইর করে নিয়া আসতে পারতাম!

সঞ্জয় কুমার চৌধুরী  এর ছবি

পেরেছি ইইই !!! দেঁতো হাসি Prize ?

shakil এর ছবি

পারছিইই... আধা ঘন্টার মত সময় লাগল। আমার মনে হয় অনেকেই সমাধান টা করতে পারবে। তারপর ও নিজেরে ২% প্রতিভাবান ভাবতে ভালই লাগতেছে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

প্রবলেমটা যতটা ইন্টিলিজেন্সির তার চেয়ে বেশি আসলে ধৈর্যের। লিস্ট করে করে আধা ঘন্টা সময় দিলে প্রায় সবাই সল্ভ করতে পারবে বলেই মনে হল।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

ভাইরে, আমি মনে হয় ঐ ২% যুক্ত বাক্যটা দিয়ে ভালো বিপদেই পড়ছি। আমি ভাবছিলাম ২% কথাটা লিখলে (তার মানে আবার এই নয় যে কথাটা আমার বানানো) সবার মধ্যে এক রকম চ্যালেঞ্জ তৈরি হবে। আমি প্রথম এই ধাঁধাটা দেখি এক দৈনিক পত্রিকায়। কোন এক ঈদের আগে আর কোন এক শুক্রবারে ঐ পত্রিকার বিশেষ সংখ্যায়। তখন যে জিনিসটা আমাকে এটা সমাধান করার দুঃসাহস যোগায় তা হল ঐ ২% কথাটা (অথবা ৯৮%)। তখন আমার মনে হয় দেখি সমাধান করে এর ভিতর কি এমন বিশেষত্ব আছে। পৃথিবীর সব মানুষই মেধাবী। কিন্তু তাই বলে সেটা আমাদের গতানুগতিক মেধাস্কেলে মাপতে হবে এমন ভাবাটা ঠিক না।

খালিদ এর ছবি

হোয়াট ইজ ব্লেন্ড? এইটা কি ড্রিংক, নাকি সিক্কু?

খালিদ এর ছবি

ও আইচ্ছা, বলা হইছে। আগে খেয়াল করি নাই...
সরি (ধাঁধা সল্ভ করার আগেই তো ২% এর মধ্যে পইড়া গেলাম! মন খারাপ)

আলভী মাহমুদ এর ছবি

পাইচ্ছি দেঁতো হাসি ম্যালা গালিগালাজ করতে হইসে।মাথায় প্যাচ লাইগা যাইতে নিসিল,কিন্তু সবার সাথে আমিও একমত.....২% অতিরঞ্জন,ভ্যারিয়েবল গুলি ক্যাটেগোরাইজ করলেই বের হইয়ে যায় কেডায় কি (যদিও উত্তরটা লইয়া একটু ডাউটে আছি)। যাই হোক,দুনিয়ার ২% মেধাবীদের কাতারে পড়ি (সার্টিফায়েড বাই আইনস্টাইন কাক্কু) চিন্তা করতেই ৩২ ইঞ্চি সিনা ৪০ ইঞ্চি হইয়া যাইতেসে,সেটাও একটা কথা বটে দেঁতো হাসি

ফালতু প্রোগ্রামার এর ছবি

কমু না, হিটলার মন খারাপ করব..

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

আপনি মিয়া পাবলিক সুবিধার না। এতো কথা কন কেন!
ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

পেরেছি......... ১৫-২০ মিনিট লেগেছে। হিমুদার সাথে আমিও একমত, একটি সাদা কাগজে ছক কেটে করাটাই উত্তম। এখানেও সুডোকু'র মত ছোট্ট ট্রিক্স খাটাতে হবে......... অর্থাৎ কোন সারিতে (আড়াআড়ি বা লম্বালম্বি) আপনি সবচেয়ে বেশি তথ্য পাচ্ছেন সেটা খুঁজে বের করতে হবে বা কোন শব্দটাকে জড়িয়ে সবচেয়ে বেশি তথ্য দেয়া আছে সেটা খুঁজে বের করতে হবে।

-- ঠুটো বাইগা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।