বাঘা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৯/০২/২০১২ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাঘা

শামীম খান

ছড়া লিখি টুকি টাকি
কি যে হোল থিম নেই
বরষার ঝরা আছে
শুধু রিমঝিম নেই
মরে লোকে অনাহারে
দুটো ভাত ডাল নেই
বিদ্যুৎ পানি চেয়ে
কেঁদে কেটে হাল নেই
সৎ পথে করো কিছু
কোন হাত তালি নেই
বন্যেরা লুটে খেলে
প্রতিবাদ গালি নেই
সংসার করা খুব
চুলো নেই চাল নেই
সুশীল সমাজে যারা
বচনেতে ঝাল নাই
হাঁদাটাই শুধু আছে
বেশ ভাল, নিশ্চিত
মামু খালু বড় তার
সুগভীর তার ভিত
এই ছড়া ফাউ পড়া
কোথথাও তাল নেই
চিল্লাই বলে ওরা
ডাকে বাঘা (ছাল নেই)


মন্তব্য

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হোক তবু ছড়া গড়া
যদিওবা থিম নেই,
ছড়াগুলো পড়ে মজা
যদিও হারায় খেই।

প্রতিবাদে প্রতিপদে
এসে যাক ছড়াকার,
প্রতিবাদ করে তবে
ছড়া হবে গড়া তার।

হোক বাঘা ছাল নেই
বচনেতে ঝাল নেই,
বচন ছড়াতে তবু
এগিয়ে আসুক সে-ই।

অনেক অনেক শুভকামনা...

shamim khan এর ছবি

অনেক অনেক ধন্যবাদ বরকন্দাজ ভাই সুন্দর এই মন্তব্যের জন্য । সচলে এই প্রথম। আপনাকে পেয়ে যার পর নাই অনুপ্রানিত হলাম। কৃতজ্ঞতা রইল।

তাপস শর্মা এর ছবি

ফাউ ছড়া !!!! ????

shamim khan এর ছবি

দাদা , সচলে এক গুচ্ছ কবি সাহিত্যকের পদচারনা দেখে ছুটে এসেছি। এত বড় বড় নামের পাশে আমার এ লেখার জন্য ফাউ ছড়াই তো বেশী বেশী মুল্যায়ন। আপনাকে পাশে পেয়ে খুব ভাল লেগেছে। অনেক শুভ কামনা।

অরফিয়াস এর ছবি

দারুন, চলুক ছড়ায় ছড়ায় প্রতিবাদ চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

shamim khan এর ছবি

পাথরে পাথর ঘসি
আগুন তো জ্বলবেই
শব্দের ব্যথাগুলো
ছন্দে তো গলবেই
কথা হবে রাজপথে
খালে বিলে নদে বাঁধে
ছড়াকার লিখে যাক
অবাধে বাদে বিবাদে

অনেক অনেক ধন্যবাদ প্রিয় অরফিয়াস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।