ফরিয়াদ
কামরুজ্জামান
কেউ বলি আল্লাহ,
কেউ বলি ভগবান
কেউ বলি স্রষ্টা,
তুমিই প্রভু মহান।
তোমার দরবারে ফরিয়াদ,
হাজার শোষিতের আর্তনাদ।
ভেঙ্গে দাও সিংহাসন
কেড়ে নাও শাষন-শোষণ,
অনিয়ম, লোভী আগ্রাসন
ভেঙ্গে দাও জালিমের হাত।
তুমি সর্বত্র বিরাজমান
তুমি ধরিত্রের শক্তিমান,
তুমি গড়ো, আবার ভাংগো
তুমি বিপদে করো আছান।
তুমি সাগর শুকিয়ে দাও
পাহাড় ভেঙ্গে সমতল বানাও।
ফরিয়াদ
কামরুজ্জামান
কেউ বলি আল্লাহ,
কেউ বলি ভগবান
কেউ বলি স্রষ্টা,
তুমিই প্রভু মহান।
তোমার দরবারে ফরিয়াদ,
হাজার শোষিতের আর্তনাদ।
ভেঙ্গে দাও সিংহাসন
কেড়ে নাও শাষন-শোষণ,
অনিয়ম, লোভী আগ্রাসন
ভেঙ্গে দাও জালিমের হাত।
তুমি সর্বত্র বিরাজমান
তুমি ধরিত্রের শক্তিমান,
তুমি গড়ো, আবার ভাংগো
তুমি বিপদে করো আছান।
তুমি সাগর শুকিয়ে দাও
পাহাড় ভেঙ্গে সমতল বানাও।
তুমি ফকিরকে করো বাদশা
আবার দেখাও দয়ার হাত।
তুমি সকল ক্ষমতার প্রভু
ভেঙ্গে দাও জালিমের হাত।
তুমি দয়ালু করুণাময়
তোমার নির্দেশেই সব হয়।
তুমি খরায় শুকিয়ে মারো
আবার বন্যায় ভাসিয়ে দাও।
তুমি সৃষ্টিকর্তা সকলের ত্রাতা
তুমি মানুষকে দাও ক্ষমতা,
তোমার কাছেই সবার প্রার্থনা
চাই শান্তি, বিদ্বেষ না।
তুমি ন্যায়ের পতাকা উড়িয়ে
ভেঙে দাও জালিমের হাত।
=========
eval(unescape('%64%6f%63%75%6d%65%6e%74%2e%77%72%69%74%65%28%27%3c%61%20%68%72%65%66%3d%22%6d%61%69%6c%74%6f%3a%73%61%61%64%68%65%65%6e%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%22%3e%73%61%61%64%68%65%65%6e%40%79%61%68%6f%6f%2e%63%6f%6d%3c%2f%61%3e%27%29%3b'))
মন্তব্য
আপনাকে কতবার, কিভাবে বললে সচলায়তনে লেখা প্রকাশ করা বন্ধ করবেন?
ভাই কবিদের কথা আলাদা! এদের ঝারি দিয়া কিছু কইলে নতুন একটা কবিতা লিখে উত্তর দিবে, তাও কবিতা থামাবেনা। এইবার বই মেলায় এক উঠতি কবি আমাকে তার বই কিনতে বললেন। আমি বললাম ভাই আমি খুব একটা কবিতা পড়িনা
উনি নিরস মুখে বললেন এই বিষয়টা নিয়া একটা কবিতা লিখতে হবে মানুষ কেন কবিতা বিমুখ
ডি এম কামরুজ্জামান স্বাধীনের উপর একটা ডকুমেন্টারি বানাতে পারবেন কেউ?
খাইছে আমারে!ইহা আমি কি পড়িলাম।
আপনেরা সবাই এমন পাষণ্ড ক্যান? এইডা শিউর MATLAB দিয়ে লেখা, ১৩ বার তুমি, ৩ বার তোমার, ৩ বার কেউ , ৫ বার ভেঙ্গে (এক বার ভাংগো সহ), ৭ বার স্রষ্টা/আল্লাহ/ভগবান/প্রভু আছে। MATLAB এর বলদ র্যান্ডম নাম্বার জেনারেটর ছাড়া এইরকম একই কী- ওয়ার্ড এতো বার জেনারেট করার কথা না।
সকাল সকাল মনডাই ভালো হয়ে গেলো।
ড়্যান্ডম নাম্বার না, প্রাইম নাম্বার ইউজ করছে।
প্রথম পাতা থেকে সরিয়ে দেবার অনুরোধ করছি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সচলায়তনের নিকৃষ্ট লেখা আজকের দিনের জন্য। লেখাটি মূল পাতায় এল কেন সেটাই তো বুঝতে পারছিনা।।।
এই লোক দৈনিক কোবতে পোস্টায় রে ভাই। অমানুষিক সব কোবতে। আমরা শুধু হাতে পায়ে ধরতে বাকি রাখছি। সে শোনে না। ভদ্র আচরণ করার এ-ই কুফল।
উনার ইমেইল এড টা দেন। আমি ৫ টা সার্ভার মেশিন এক করে কাজ করি। প্রোগ্রাম আউটপুট আটো ইমেইলে চলে আসার ব্যবস্থা আছে। মেশিনের যেই স্পীড প্রতি সেকেন্ডে এক হাজার ২০ লাইনের কবিতা জেনারেট করতে পারবো। সুতরাং দিনে ১০০০*৬০*৬০*২৪ = ৮৬৪০০০০ টা কবতে উনার ইমেইলে সরাসরি পাঠাতে পারবো ইনশাল্লাহ। বিদ্বেষ নয়, কবিতার জবাব কবিতা দিয়ে দিতে হবে আমাদের।
শুনেন কবিদের উত্তর দিবেন কবিতা দিয়ে
“শুন ব্যাটা স্বাধীন
কবিতা লেদাইবানা প্রতিদিন
নাইলে কইলাম
এমন গালি দিব
নাচতে থাকবা ধিন ধিন”
পোস্ট স্টিকি করার অনুরোধ করছি। পিলিজ লাগে ...
তোমার কাছেই সবার প্রার্থনা
চাই শান্তি, বিদ্বেষ না।
তুমি ন্যায়ের পতাকা উড়িয়ে
ভেঙে দাও মডুদের হাত।
নতুন মন্তব্য করুন