উল্টো স্বপ্ন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৩/০৩/২০১২ - ২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বপ্ন ছিল উথাল-পাথাল
আকাশ চেরা
স্বপ্ন ছিল মনের ঘরে-
হয়নি ফেরা |
এখন দেখি ডুকরে কাঁদে
সে স্বপ্নেরা,
তারা এখন উল্টো পথের
শেকল ঘেরা |

পড়ন্ত এই ধুসর দিনে-
স্বপ্ন এখন বিবর্ণ এক পলেস্তেরা !

- ঈষিকা


মন্তব্য

সুমাদ্রী এর ছবি

তার পরও স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে না পারার চেয়ে দূর্ভাগ্য আর হয়না, স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা যোগাবে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

ঈষিকা এর ছবি

স্বপ্ন দেখি - পাওয়া না পাওয়ার হিসেব আলাদা !

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পড়তে আরাম লাগল।

ঈষিকা এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

ভালো হয়েছে। সচলায়তনে স্বাগতম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ঈষিকা এর ছবি

ধন্যবাদ হাসি

অবনীল এর ছবি

মতলব কোডে জেনারেটেড নাতো চোখ টিপি ভালৈসে : দেঁতো হাসি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

ঈষিকা এর ছবি

ধন্যবাদ হাসি

cresida  এর ছবি

ভালো লাগলো অনেক !

cresida

ঈষিকা এর ছবি

হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।