স্বপ্ন ছিল উথাল-পাথাল আকাশ চেরা স্বপ্ন ছিল মনের ঘরে- হয়নি ফেরা | এখন দেখি ডুকরে কাঁদে সে স্বপ্নেরা, তারা এখন উল্টো পথের শেকল ঘেরা |
পড়ন্ত এই ধুসর দিনে- স্বপ্ন এখন বিবর্ণ এক পলেস্তেরা !
- ঈষিকা
তার পরও স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে না পারার চেয়ে দূর্ভাগ্য আর হয়না, স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা যোগাবে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
স্বপ্ন দেখি - পাওয়া না পাওয়ার হিসেব আলাদা !
পড়তে আরাম লাগল।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
অনেক ধন্যবাদ
ভালো হয়েছে। সচলায়তনে স্বাগতম।
______________________ নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ! অক্ষর যাপন
ধন্যবাদ
মতলব কোডে জেনারেটেড নাতো ভালৈসে :
___________________________________ অন্তর্জালিক ঠিকানা
ভালো লাগলো অনেক !
cresida
মন্তব্য
তার পরও স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে না পারার চেয়ে দূর্ভাগ্য আর হয়না, স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা যোগাবে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
স্বপ্ন দেখি - পাওয়া না পাওয়ার হিসেব আলাদা !
পড়তে আরাম লাগল।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
অনেক ধন্যবাদ
ভালো হয়েছে। সচলায়তনে স্বাগতম।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ
মতলব কোডে জেনারেটেড নাতো ভালৈসে :
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ধন্যবাদ
ভালো লাগলো অনেক !
cresida
নতুন মন্তব্য করুন