খামখেয়ালি
-------------------------------------
আমাদের কিছু কথা এভাবেই থেকে যায়
চোখের কার্নিশে
গড়িয়ে নেমে যায় জল হয়ে, জল
তোমায় কি কোনদিন ডাকেনি সে গভীর রাতে?
আমি অতিথি নই; অযাচিত খামখেয়ালিতে
চতুর আগন্তুক -
পায়ে পায়ে হেটে যাই লাল করিডোরের ঘাস
থমকে দাড়াই
একশ ভোল্টের বাতিতে জ্বেলে দেই একরাশ অন্ধকার
অনভিজ্ঞ ঠোট জুড়ে
. . .অনুতে
অনুতে . . .
cresida
খামখেয়ালি
-------------------------------------
আমাদের কিছু কথা এভাবেই থেকে যায়
চোখের কার্নিশে
গড়িয়ে নেমে যায় জল হয়ে, জল
তোমায় কি কোনদিন ডাকেনি সে গভীর রাতে?
আমি অতিথি নই; অযাচিত খামখেয়ালিতে
চতুর আগন্তুক -
পায়ে পায়ে হেটে যাই লাল করিডোরের ঘাস
থমকে দাড়াই
একশ ভোল্টের বাতিতে জ্বেলে দেই একরাশ অন্ধকার
অনভিজ্ঞ ঠোট জুড়ে
. . .অনুতে
অনুতে . . .
cresida
মন্তব্য
লেখাটা এভাবে দুবার কেন এল বুঝলাম না। যারা পড়িবেন, ব্যাপারটি বুঝে নিবেন।এই সমস্যার জন্য দ:খিত!
cresida
প্রথম লাইনটা, বিশেষত চোখের কার্নিশ কথাটা অসাধারন ।
কবিতা ভাল লাগল ।
শুভেচ্ছা ।
#খুব সুন্দর লিখেছেন।
আমাদের কিছু কথা এভাবেই থেকে যায় চোখের কার্ণিশে ...
এই লাইনটা খুবই চমতকার!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সবাইকে ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
cresida
বাহ! খামখেয়ালি তো ভালৈ!
-----------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---
দুজনকেই ধন্যবাদ ।
নতুন মন্তব্য করুন