যতটুকু রং আর প্রাকৃত জীবন
--------------------------------------প্রখর-রোদ্দুর
হলুদে বিদায়ী কোন সুর যদি পুঁতেছে প্রকৃতি
তবে সবুজেই আছে মিশে আগমনী ট্রেনের হুইসেল।
চন্দনগন্ধ মেখে রোজ সন্ধ্যা প্রাগৈতিহাসিক কাশ্মীরী শাল
সুহাসিনী রুপসী ঘ্রান মাখে বনস্থালী, নুড়ি আর পাথরে।
শিশুবেলায় পুতুলবিয়ের সাজ মানেই হাজার পিনেকারুকাজ, তবু
উত্সবে পাখির নরমবুক ছোঁয়া পরিতৃপ্ত সোনালি বালিরেখায় বয়স
ক্ষিপ্রতায় খিদে পাওয়া বাদামী চিতাবাঘ।
বাদামির মাঝেও অভিসন্ধি লুকনো পঞ্চান্ন ভাগ একাকিত্বের বিলাসিতা
ঊনপঞ্চাশ ভাগ বীজবপনের সরঞ্জাম গোছাতেই মহেঞ্জোদারোয় বৃশ্চিকপ্রেম
নীল, কিংবা কিংশুকের ঝন ঝন খান খান যৌবন আন্তনগরের ট্রেন।
প্রতিদ্বন্দ্বী আঁশ, অক্ষমতা আর ক্ষতির চিহ্ন বুকেনিয়ে
মিঠেগোলাপী ভালোবাসা হিমে রোদের পেখমের সবটুকু আবীর বিছানায় বালিশে।
মানব মানবীরা এই রুপ রংয়ের বন্দনা কারী সবুজে আগমনে
হলুদে বিদায়, কবিতার ভুল-ভাল প্রুফ কেটে কুটে।
মন্তব্য
সাবলীলতার প্রতি আরো কিছু দৃষ্টি দিলে কেমন হয় ভাবছি..............
_____________________
Give Her Freedom!
Give All Freedom!!!!
অবশ্যই ভালো হয় ।।।।।
যদিও আমি কম বুঝি কবিতা তবুও মনে হয় কবিতা পড়বার সময় এটা মনে হলে ভালো লাগে যে আমি কবিতাই পড়ছি। আমার ভালো লেগেছে।
আরো পড়ুন তবে। ভালোলাগাটাই কাম্য আর উপলব্ধিটা দিনে দিনে এগিয়ে আসুক এই কামনা
বাহ, বেশ তো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কৃতজ্ঞতা। মনে হয় আপনার মন্তব্যের অপেক্ষা ছিলো মনে মনে।
কি চমৎকার বিশ্লেষণী ক্ষমতা থাকতে পারে কবির এ কবিতাটি আরেকবার না পড়লে জানা হতো না!
কি এক উপলব্ধি তে শিরায় শিরায় কাঁপন দিয়ে গেলো যেনো, তাই বুঝি খুঁজে বের করে আবারো পড়তে বাধ্য হলাম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার নেশা কাটাতেই এ তীব্র অস্থিরতা
তবু, মায়ার পাহাড়েই আমার নিত্য বসবাস।
নতুন মন্তব্য করুন