এক মুঠো সোনালি জরি
_____________________
মেঘের কাছে চিঠি দিও
অম্লভাব চোখের জমিনের কোমল ছোঁয়ায়
লবন শুষে নাও অমল রুমাল
হাওয়ায় উড়িয়ে দাও মলিন মখমল। মল বাজাও । মল জড়ানো
ভেজা পায়ে গোলাপের ঘ্রান জড়িয়ে নাও
যে চুড়ি বাজে না, শুধু কাঁচ হোক
ছড়িয়ে দাও শস্য ক্ষেতে
কিছু দানা হোক, কিছু দেনা হোক
অসময়ের খামে।
মেঘের কাছে চিঠি দিও
আজ সারাদিন পাখিদের স্নান -
আমরা দুজন শুধু বারান্দা!
লেখক: ক্রেসিডা
মন্তব্য
মেঘের কাছে চিঠি দিও। সে নিশ্চয়ই নির্বাসিত যক্ষের খোঁজ প্রিয়ার কাছে পৌছে দিবে। একদম যেন কালিদাসের মহাকাব্য মেঘদূত।
চোখের পানির পি.এইচ কিন্তু ৭.৪। মানে ক্ষার।
ধন্যবাদ। প্রিক্সেলের কাছে যে পি.এইচ মার খেয়ে যাচ্ছে।
ভালো থাকবেন।
ক্রেসিডা
ভাল লেগেছে!
ভালো।
ডাকঘর | ছবিঘর
দুইটি অসাধারন চিন্তাদৃশ্য :
তিনটি ভাল দশ্যকাব্য
একটি অনন্যসাধারন পরিসমাপ্তি যার কোন শেষ নেই ।।।
থমকে দেয়া শিরোনাম
ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকা হোক।
ক্রেসিডা
খুব সুন্দর।
ধন্যবাদ।
ক্রেসিডা
অনেক ভালো লেগেছে।
-শশী হিমু
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ক্রেসিডা
ভালো লেগেছে।
আপনার ভালোলাগা আমারও ভালোলাগা।
ধন্যবাদ। ভালো থাকবেন।
ক্রেসিডা
ভেজা ভেজা একটা কবিতা।
ভীষণ ভালো লাগলো।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কবে যে রোদ আসবে! কিডিং!!
ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন পড়ার জন্যে।
ক্রেসিডা
হাহাহা
রোদ কি আর সবসময় ভালো লাগে, মশাই!
বৃষ্টিতে বরং অভক্তি নেই।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ্যাঙারে শুকানো কষ্টগুলোর জন্যে রোদ্দুর তো লাগেই। সময়ের তাপে যখন কিচ্ছুই শুকায় না।
বাই দ্য ওয়ে, ক্রেসিডা নামটি কি কোন জেন্ডার ইন্ডিকেট করে? জাষ্ট জানার ইচ্ছে, কোন কারনে মশাই ডাকলেন। ভাগ্যিস, "ই" টা মিসিং না!!
ক্রেসিডা
হ্যাঙারে শুকানো কষ্টগুলোর জন্যে রোদ্দুর তো লাগেই। সময়ের তাপে যখন কিচ্ছুই শুকায় না--
চমৎকার করে বললেন তো!
ক্রেসিডা নামটা ফেমিনিন জেন্ডার ইন্ডিকেট করলেও আমার কেন যেন মনে হয়েছে, এই নিকের পেছনের মানুষটা হয়তো মেয়ে নয়। কেন মনে হয়েছে, তা বলতে পারবো না।
ভুল করলাম?
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নাহ্ ভুল করবেন কেন? আপনারা অভিজ্ঞ ব্যক্তি। ভুল হবার প্রশ্নই ওঠে না।
ক্রেসিডা, দ্রুত রেগে যান নাকি আপনি?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নজমুল@ দ্রুত রেগে যাই। কিন্তু অনলাইনে সেটা কখনই প্রকাশ করি না। উপরের কথায় কি কোথাও তার আঁচ ছিল? থাকলে ভুল ভেবেছেন॥ ইমো দিতে পারি না যে!! ওটাকে স্বাভাবিক খুনসুটি হিসেবে নিন না!
ক্রেসিডা
অলসো, আমার মনে হয় না, শিমুল আপুর কাছে ব্যাপার রাগ প্রকাশ মনে হয়েছে! এনিওয়ে
ক্রেসিডা
কয়েকবার পড়লাম, আপনার নিজস্ব একটা স্টাইল আছে, ভালো লাগলো। শুভেচ্ছা,
ধন্যবাদ তানিম ভাই।
ভালো থাকবেন।
ক্রেসিডা
অনেক ভালো লাগলো কবিতাটা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ আপনাকে
ক্রেসিডা
নতুন মন্তব্য করুন