এইখানে আজ অস্তিত্বের শেষ নোঙর,
কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দেবার সময়ও
হয়েছে গত। গাছের প্রাণ গেছে ফিরে
মৃত বাকল হয়ে দিকহারা ঝড়ে। কবে কোন স্মৃতিস্তম্ভে
পাগল ঠাওরানো ভাস্কর তার দক্ষ ছেনির টানে;
একেঁছে সহিষ্ণূ কাফেলা। পর্বতসম ভালোবাসা
নিয়ে কারা যেন মুড়েছে হৃদয়; জন্মেছে প্লাস্টিক জাদুঘর।
আল্পনা এঁকে সেজেছে প্রশস্ত রাস্তাখানি, নির্দয় তাতে
সিমারের দল লেপেছে কালিমা খালি। রাত-ভোর মাঝে
একটুকু সময়, সুবহে-সাদিক, নিশ্বাসে রুদ্র নিনাদ; পর’
বিগত যৌবনা শহরের বুকে শুধুই নিহত স্বপ্নের বিকিকিনি।
লেখকঃ নাতিস
মন্তব্য
চলুক
চমৎকার।
----------------
স্বপ্ন হোক শক্তি
সুন্দর!!
অনেক ভালো।
ডাকঘর | ছবিঘর
ভালো লাগলো।
সুন্দর!
কবিতার নামটা কি অদ্ভুত সুন্দর!
আর বিষন্ন।
কবিতার শেষ লাইনটা ছূঁয়ে গেলো।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালমতই ফুটে উঠেছে বিপন্ন সময়ের কথা!
ভীষণ মন কেমন করা কবিতা। আরো লিখুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন