ধরণীর সবচেয়ে বৃহত্তম বাহির প্রদর্শনী হিসেবে প্রচারিত ক্যালগেরী স্ট্যাম্পিড প্রতি বছর অসংখ্য পর্যটককে কাছে টানে তার অসাধারণ রোডিও, ভয়ংকর সব রাইড, প্যারেড, মঞ্চ প্রদর্শনী, ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা, মেলা এবং সর্বপরি তার উৎসবমুখর পরিবেশ দারা।
অতীতে গরুর শহর (Cow Town) হিসেবে পরিচিত ক্যালগেরী প্রতিবছর জুলাই মাসে দশদিন ব্যাপী এই প্রদর্শনীর মাধ্যমে তার গৌরব উজ্জল ঐতিহ্যকে স্মরন করে। জুলাই মাসের প্রথম শুক্রবার ভোরবেলা শোভাযাত্রার মাধ্যমে ক্যালগেরী স্ট্যাম্পেডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। শোভাযাত্রায় রাখাল বালক/বালিকা, নর্তক, ভাড়ঁ, নেটিভ আমেরিকান, সেনাবাহিনী থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যাবসায়িক প্রতিষ্ঠান সহ প্রায় সমাজের সকল স্তরের মানুষ রং বেরং এর পোষাক এবং ব্যানার নিয়ে অংশ নেয়। সে এক অসাধারন উৎসবমুখর পরিবেশ !
শোভাযাত্রার কিছু আলোকচিত্র
অশ্বারোহী রাখাল বালিকার দল (Cow Girl)
ষাঁড়ের পিঠে চড়িয়া মর্দ হাটিয়া চলিল
ফালুন দাফা
হ্যামিলনের বাঁশিওয়ালা
রাজকীয় কানাডিয়ান পার্বত্য পুলিস বাহিনী
স্ট্যাম্পেড মাসকট
প্রতিদিন সকাল নয়টা থেকে মাঝ রাত্রি পর্যন্ত বিভিন্ন প্রদর্শনী চলে। ক্যালগেরী স্ট্যাম্পেডের প্রধান আকর্ষন মনোমুগ্ধকর রোডিও শো এবং সান্ধ্যকালীন মঞ্চ প্রদর্শনীর পাশাপাশি রয়ছে রাইডস, ক্যাসিনো,গেমিং সহ হরেক রকমের গ্যাম্বলিং এর ব্যবস্থা।
থালা ভাংগা
ভয়ংকর সব রাইডস
সতর্কিকরণঃ কলিজার জোর কম থাকলে রাইডগুলো না চড়াই ভালো।
রাইড ১ [মেগা আছাড়]
আপনাকে অত্যন্ত শান্ত শিষ্ট ধীর স্থির ভাবে প্রায় দশ তলা সমান উপরে উঠাবে তার পর বলা নেই কওয়া নেই ধপাস !
রাইড ২ [আত্মারাম খাঁচাছাড়া]
আপনাকে ধরে চড়কির মতো এমন ঘুরানি দিবে যে আপনার দেহ ও আত্মা দুই আলাদা হয়ে যাবে।
রাইড ৩ [ঘুরানি]
এইটা ভালই মজার কিন্তু প্রায় ৫-৭ মিনিট চরম ঘুরানির ফলে বমি বমি ভাব আসা অস্বাভাবিক না।
রাইড ৪ [বৃত্তাকার রেইললাইন]
এই রাইডটা অনেটাই ট্রেনে চড়ার মতো তবে রেইললাইনটা বৃত্তাকার। রেলগাড়িটা উপরে প্রায় একমিনিটের মতো ঝুলে থাকে তবে সেটা খারাপ লাগে না খুব একটা।
আরও কিছু রাইডস
[চলবে]
এবছর ক্যালগেরী স্ট্যাম্পিড এর ১০০ বছর পূর্তি হবে । সবাইকে জুলাই মাসে ক্যালগেরী ভ্রমনের নিমন্ত্রন রইল।
স্ট্যাম্পেডঃ গরু, ঘোড়া বা অন্যান্য প্রাণির আকস্মিক আতঙ্কপীড়িত ধাবন।
রোডিওঃ গবাদি পশু ধরার কৌশল প্রদর্শনের বা দুরন্ত অশ্ব বশ মানানোর প্রতিযোগিতা।
লেখা: জাবেদুল আকবর
[zabed.akbar@gmail.com]
অন্যান্য লেখা
জাসপার ভ্রমন
ঘুরে এলাম নায়াগ্রা জলপ্রপাত
মন্তব্য
"পার্বত্য" পুলিস হবে কি? ইংরেজীতে কিন্তু Royal Canadian Mounted Police যেটাকে অনেকে মাউন্টেন পুলিস পড়ে
হুমম আমিও ভুলে মাউন্টেন পুলিস পড়ে ফেলেছি ভুল ধরিয়ে দেয়ার জন্য
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
আপনার মহীশুরের বাঘ নিয়ে লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
শীঘ্রই লিখব।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
বাপ রে রাইড গুলো তো দেখেই ভয় পাচ্ছি।
তবে প্লেট ভাঙা ব্যাপারটা বেশ মজার।
হুমম রাইডগুলো আমার কাছে বেশ মজাই লেগেছে। লেখা পড়ার জন্য
রাইড গুলো দেখেই ভয় পাইছি। জানি না আপনি উঠেছেন কিনা। যদি উঠে থাকেন অভিজ্ঞতা নিয়ে লিখবেন আশা করি।
আমার রাইড ১-৪ নং টাতে উঠার অভিজ্ঞতা আছে। সত্যি বলতে এটা অনেটাই নেশার মত। না উঠলে মনে হয় মজা মিস করছি আবার উঠার পর মনে হয় বাপের জন্মে আর রাইডে চড়ব না এবারই শেষবার
ফ্যান্টাসি কিংডমে ম্যাজিক কার্পেটে চরেই যে ভয় পাইসি, এই রাইডে চরলে তো আমি শেষ
রাইডে চড়ার কিন্তু একটা ভিন্ন ধরনের মজা আছে
মানুষের মনে যে কতো রঙ! পয়সা দিয়া 'কইলজা ফাইট্যা মইরা যাওয়া'র মতো মজা নিতে চায়!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাই, এই ধরণের কাজ করারও এক নেশা,
সুন্দর সুন্দর ফটোস, আর দারুন বর্ণনা।
দুর্ধর্ষ সবক'টা রাইডেই চড়েছি একাধিকবার। এবার সামারে সিক্সফ্ল্যাগ গিয়ে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে ভয়ঙ্কর 'টেক্সাস জায়ান্ট' রাইডে আবার চড়ব। এটা একটা নেশা। এ্যাড্রিনালিন রাশ উপভোগ করার এই নেশা ছাড়া যায় নাকি?
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
আপনাকে অনেক অভিজ্ঞ মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা শেয়ার করে একটা লেখা দিন। নেশা ছাড়ার কোন উপায় আমার জানা নেই
আরও নিয়মিত লিখতে থাকুন, পেরু যাত্রা ঠিক আছে আশা করি !
facebook
পেরু যাত্রার পরিকল্পনা করা আছে, এখন শুধু থিসিসটা সময়মত শেষ করতে পারলে হয়
লেখা পড়ার জন্য ।
****************************************
_______________
আমার নামের মধ্যে ১৩
আমি জেবনেও আর কোন রাইডে চড়বো না।
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
কেন ভাই? কোন ভয়াবাহ অভিজ্ঞতা ?
নতুন মন্তব্য করুন