ছবি ১: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
আগের লেখা: ক্যালগেরী স্ট্যাম্পিড (Greatest Outdoor Show on Earth!)।।
ক্যালগেরী স্ট্যাম্পিডের অন্যতম প্রধান আকর্ষন হচ্ছে সান্ধ্যকালীন মঞ্চ প্রদর্শনী এবং রোডিও প্রতিযোগিতা। অতীতে গরুর শহর (Cow Town) হিসেবে পরিচিত ক্যালগেরী, প্রতিবছর জুলাই মাসে দশদিন ব্যাপী এই প্রদর্শনীর মাধ্যমে তার গৌরব উজ্জল ঐতিহ্যকে স্মরন করে।
রোডিওঃ রোডিও হচ্ছে গবাদি পশু ধরার কৌশল প্রদর্শনের বা দুরন্ত অশ্ব বশ মানানোর প্রতিযোগিতা। বিভিন্ন ধরনের রোডিও প্রতিযোগিতাঃ
[১] পাগলা ঘোড়ার পিঠে চড়ে রোডিও
এটা অনেকটা পাগলা ঘোড়ার পিঠে চড়ে জান বাজি রেখে লম্ফ ঝম্প করা। এই খেলার পয়েন্ট নির্ধারিত হয় ঘোড়া এবং তার আরোহী এর প্রদর্শনীর উপর ভিত্তি করে (৫০/৫০)।
আরোহী যত বেশি সময় ভূপাতিত অথবা ডিসকোয়ালিফাইড না হয়ে ঘোড়ার পিঠে থাকতে পারবে পয়েন্ট তত বেশী হবে। আরোহী শুধু এক হাতে ঘোড়ার লাগাম ধরে রাখতে পারবে, অন্য হাতে ঘোড়া স্পর্শ করা যাবে না, করলে ডিসকোয়ালিফাইড । বিস্তারিত নীতিমালা [১]
ছবি ২: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ৩: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ৪: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
[২] ষাঁড়ের পিঠে চড়ে রোডিও
এটা অনেকটা পাগলা ঘোড়ার পিঠে চড়ে রোডিওর মতই কিন্তু বিপদের সম্ভবনা অনেকটা বেশী।
ছবি ৫: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ৬: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ৭: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ৮: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
[৩] গোবৎস ওরফে বাছুর ধরার রোডিও
ঘোড়ার পিঠে থেকে ছুটন্ত বাছুরের গলায় দড়ির ফাঁস পড়াতে হবে, তারপর ঝাপিয়ে পড়ে বাছুরটার হাত পা বেঁধে ফেলতে হবে। যে যত কম সময়ে বাছুর বেঁধে ফেলতে পারবে তার তত বেশী পয়েন্ট।
ছবি ৯: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ১০: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ১১: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
[৪] চাক ওয়াগন রোডিও
ঘোড়ার গাড়ীর দৌড় প্রতিযোগিতা বলা যেতে পারে।
ছবি ১২: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
ছবি ১৩: রোডিও প্রতিযোগিতা, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]
সান্ধ্যকালীন মঞ্চ প্রদর্শনী
ক্যালগেরী স্ট্যাম্পিডের অন্যতম প্রধান আকর্ষন হচ্ছে সান্ধ্যকালীন মঞ্চ প্রদর্শনী এবং ফায়াড় ওয়ার্কস। সান্ধ্যকালীন প্রদর্শনীর প্রকৃত সৌন্দর্য ক্যামেরায় বন্দী করা সম্ভব নয়। শুধু এতটুকু বলতে চাই আমার জীবনে দেখা এখন প্রর্যন্ত শ্রেষ্ঠ প্রদর্শনী! প্রতিবছর বিভিন্ন থিম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০১১ এর থিম ছিলো কল্পনার বাগান (Garden of imagination).
Garden of imagination
ছবি ১৪: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড [২]।
ছবি ১৫: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ১৬: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ১৭: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ১৮: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ১৯ : সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২০: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২১: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২২: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২৩: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২৪: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
ছবি ২৫: সান্ধ্যকালীন প্রদর্শনী, ক্যালগেরী স্ট্যাম্পিড।
এবছর (২০১২) ক্যালগেরী স্ট্যাম্পিড এর শত বছর পূর্তি হবে । সবাইকে জুলাই মাসে ক্যালগেরী ভ্রমনের নিমন্ত্রন রইল :)।
ছবি : লেখক, ক্যালগেরী স্ট্যাম্পিড ২০১১
[১] http://igra.com/rodeo-contestants/2012-rodeo-rules-html/
[২] ছবি নং[১-১৪] ফ্লিকার পাবলিক শেয়ারড অ্যালবাম থেকে নেয়া।
লেখা: জাবেদুল আকবর
অন্যান্য লেখা
মন্তব্য
facebook
লেখা পড়ার জন্য ভালো থাকুন।
AXN এ একটা প্রোগ্রাম হতো বন্য ষাঁড়দের নিয়ে। বেশ আগ্রহ নিয়েই দেখতাম। আমার খুব জানতে ইচ্ছে হয়, এদের গায়ে কত জুল(Joule) শক্তি আছে কে জানে। বশ্যতা বলে একটা ভদ্র ব্যপার আছে এই ষাঁড়গুলি সেটা জানেই না ! ! !
মানুষের বশ না মেনে উপায় আছে লেখা পড়ার জন্য
সান্ধ্যকালীন প্রদর্শনীর ছবিগুলো অসাধারণ বললেও কম বলা হবে । বাক্যহারা হয়ে গেছি দেখে। আপনাকে হিংসেও হচ্ছে খুব এরকম একটা অনষ্ঠান নিজের চোখে দেখেছেন।
চলে আসুন এই গ্রীষ্মে ক্যালগেরী, শততম ক্যালগেরী স্ট্যাম্পিড দেখার জন্য। লেখা পড়ার জন্য
ছবি নিজে তুলেছিস? তোর ছবি তুলার হাত সেইরকম হইসে তাইলে বলা যায়। লেখাও ভাল হইসে। ভাল লাগল।
নারে ভাই ছবি তুলার ব্যাপারে আমি আনাড়ি, সব ছবি আমার তোলা না, লেখার শেষে দেখ ছবি সুত্র দেয়া আছে। লেখা ভাল লাগেছে জেনে ভালো লাগল :)।
দারুন লাগলো।
লেখা ভাল লাগেছে জেনে ভালো লাগল ভালো থাকুন।
ভালো লাগল, ক্যালগারী যাওয়ার ইচ্ছে জাগল
চলে আসুন, লেখা পড়ার জন্য
ছুটন্ত বাছুরের গলায় দড়ি পড়িয়ে বেধে ফেলার ব্যাপারটি মানতে পারলাম না।
তবে লেখা আর ছবিগুলো দারুন হয়েছে। চালিয়ে যান
ছুটন্ত বাছুরের গলায় দড়ি পড়িয়ে বেধে ফেলার ব্যাপারটি আমার কাছেও ভালো লাগে নি। লেখা পড়ার জন্য
দারুন সব ছবি। ভালো লাগলো দেখতে।
আরে চ্রম সব ছবি
সান্ধ্যকালীন প্রদর্শনি দেখতে মঞ্চায়!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
চইলা আসেন একসাথে দেখুমনে সান্ধ্যকালীন প্রদর্শনি
ছবিগুলো দুর্দান্ত।
নারে ভাই ছবি তুলার ব্যাপারে আমি আনাড়ি, সব ছবি আমার তোলা না, লেখার শেষে দেখ ছবি সুত্র দেয়া আছে।
দারুন!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ ।
ভাল লাগল।
একটা নতুন দুনিয়ার খবর পেলাম।
আগের পোষ্টটার পর থেকে অপেক্ষায় ছিলাম।
তাড়াতাড়ি পেয়ে আরোভাল লাগল।
ও হ্যাঁ একটা বানান খটকা লাগল।
ফায়াড় > ফায়ার
ভাল থাকবেন।
নিয়মিত পোষ্ট দেবেন।
লেখা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
ওহ্ দারুণ সব বর্ণিল ছবি।
ধন্যবাদ ।
নতুন মন্তব্য করুন