.. কোন কোন দুপুড় বেলা যেরকম লাগে। সেরকম অপদার্থ হয়তো। খুব কষ্টে সৃষ্টে একটা ঘড়ি কিনেছি। ঘড়ি আর ঘর অদ্ভুত একটা সম্পর্ক। তবু যেসব পাপের মধ্যে বেড়ে উঠলে কিছুটা আলাদা হতে হয়। কোন কোন দুপুড়ে নীল এসে ডাক দিয়ে নিয়ে যায় আমাকে। বৃষ্টিতে দাড়িয়ে থাকা... এক পায়ে স্যান্ডেল নেই। মর্মর ছেড়া গাছ সে জানে.. না থাকার মানে।”
ফুলের পাশে, রাজার পাশে তাই এমন পাপ জমা হয়। তুমিতো অন্য কেউ, যার সাথে দাড়াইনি কোনদিন, নিঃসঙ্গ অর্জুনের পাশে
(অর্জূন একটা বৃক্ষের নাম হতে পারে)
আমি হাত দিয়ে তোমায় ছুয়ে দেখতে চাইলাম
সে হাতগুলো, নক্ষত্রগুলো নদী হয়ে গেছে।
পাখির পায়ের মৃন্ময় ডাল
সে জানে নিঃসঙ্গতার মানে ...
‘আহা প্রাহ্ন প্রেমিক”
তোমার বুকের নির্ঝর বৃষ্টিপাতে
একদিন দেখে ফেলেছি সব।
ফুলস্কেপ শহড়, জড়োসরো,দেয়ালের ছবি, কাগজের কথা, ভাঙ্গাচুড়া দিন, মাতাল আদ্র, দরজায় তালা, পরাজিত প্রেম শিষ দিয়ে ডাকে ..হার্দ্য। আর দোকান ঘরের কাঁদা কি যে কষ্ট হতো, জানালা হয়ে উড়ে গেছে সেসব দিন।
তাই সব রেখে এসেছি..
স্মৃতি, অভিমান.. বলতে পারা..
বাসনার ঠোট থেকে পাখি,
কৃসনোচুড়া দিন.....
আমার রাজোদ্রোহী...কৃসনোচুড়া চোখ
অরন্যের অলিভ বসনেতর মতো নেশক্রানত ঘাস
সংহৃত বেদনায় হনতারক একদিন
রেখে গেছে সব উদাসীনতা.....
মন্তব্য
লেখকের নাম কী?
ছবিটায় লাইক দিলাম
বানানের দিকে খেয়াল না রাখলে বিপদ
______________________________________
পথই আমার পথের আড়াল
এটা কি ম্যাটল্যাব কবিতা?
ছবিটা কি কোনো দুপুড়ে তোলা?
খাইসে আমারে, আমার সফটওয়ার এর পাইরেটেড ভার্সন বাজারে চলে আইচে
এ হয় কৌস্তভ নয় সজল এর কাজ, এরা দুইজন শুরু থেকেই আমার কপিরাইটের পিছে লাগছে।
'দুপুড়' কী?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
প্রাহ্ন প্রেমিক !
একটু ব্যাখ্যা করবেন??
শুভ কামনা।
স্যাটায়ার ট্যাগটা একটু ব্যাখ্যা করবেন প্লীজ? আপনার লেখাটি বিমূর্ত চিত্রকলার মত লাগল।
ছবি দেখে চিনে নিতে হবে কবিকে ? কবিতা কিছু বুঝিনাই, শব্দগুলোর মানেও না।
চরম উদাস বলেছেনঃ
"কবিতা লিখে ফেলুন মন খুলে। কোন নিয়মনীতি নেই শুধু খেয়াল রাখবেন ছন্দ যেন না মিলে আর পড়ে মাথা মুণ্ডু কিছু যেন না বোঝা যায়। সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে - প্রকৃতির সাথে নারীকে মিলিয়ে একটা গিট্টু মেরে দিন, হয়ে যাবে কবিতা। "
কবি লিখেছেনঃ
"আমি হাত দিয়ে তোমায় ছুয়ে দেখতে চাইলাম
সে হাতগুলো, নক্ষত্রগুলো নদী হয়ে গেছে।"
গুরুত্বহীনের কথাই ঠিক, খাঁটি ম্যাটল্যাব কবিতা। অথবা এ ও হতে পারে, এটা বেনামে চরম উদাসেরই পোস্ট এবং ভরদুপুড়ে তোলা ছবিটাও তারই
..................................................................
#Banshibir.
হ, চেহারায় উদাস ভাব প্রবল।
উদাস ভাইয়ের 'মর্মর ছেঁড়া' কবিতাটা পড়ে একদম উদাস হয়ে গেলাম।
ভর দুপুড়ে শাটার টেপা আরো কবিতা চাই।
আমার কাছে কিন্তু বেশ লাগলো-- এ্যাবস্ট্রাক্ট।
তবে বানান আর ছবি নিয়ে কথা থেকেই গেল।
আমার বয়স তিরিশের নীচে।
তাই বোধহয় বুঝলাম না।
ডড়াইলেই ডড়, চালায়া যান
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন