নামতা
_________________
একক স্বত্তায়
দশক দশক ধরে, অথবা তারো বেশী
শতক এর সীমানায়
সহস্র আলোকবর্ষর নীচে
অযুত স্বপ্নের সুতোয় বাঁধা
লক্ষ হৃদয়ের কম্পনে
নিযুত প্রতিধ্বনি
কোটি মানুষের এবং তোমার-আমার ভালোবাসায়
হে বাংলাদেশ!
একদিন আমরা পোড়াবো এই দুঃসময়।
লেখক: ক্রেসিডা
মন্তব্য
অভিনব, অনন্য এবং অনবদ্য !
হ্যা, আমরা পারব একদিন দুঃসময়কে পুড়িয়ে ছাই করে দিতে। কারণঃ
''আমার হৃৎপিন্ডের মতো
আমার সত্তার মতো
আমার অজানা স্নায়ুতন্ত্রীর মতো
সর্বক্ষণ সত্য আমার দেশ'' (অনন্যস্বদেশ, হাসান হাফিজুর রহমান)
ধন্যবাদ মামুন ভাই। Imagine এর মতো আমিও একজন ড্রিমার। আমরা সকলেই।
ক্রেসিডা
ধন্যবাদ। ভালো থাকবেন।
ক্রেসিডা
ধন্যবাদ।
ক্রেসিডা
ব্যতিক্রমী এই প্রয়াস অসাধারণ লাগলো ।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকা হোক।
ক্রেসিডা
ভাল লাগল ক্রেসিডা।
খুব সুন্দর এই লাইনগুলা।
থ্যাঙ্ক ইউ।
ক্রেসিডা
ধন্যবাদ।
ক্রেসিডা
চমৎকার লাগল। একটু আলাদা রকমের।
ধন্যবাদ জলছবি।
ক্রেসিডা
বাহ, চমৎকার ফুটেছে কবিতার শরীর ও মন।
'আলোকবর্ষের নিচে' হবে কি?
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ রোমেল ভাই। হ্যা, বানানটা আমার ভুল হয়েছে খেয়াল করিনি। অনেকদিন আর নিয়মিত লিখি না। তাই অনেক বানান ই ভুল হয়; যদিও এ বানানটা জাষ্ট টাইপো।
ভালো থাকবেন।
ক্রেসিডা
খুবই ভাল লিখেছেন।
নিয়মিত লিখুন।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
ক্রেসিডা
চমৎকার
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ।
ক্রেসিডা
অতিথি লেখক কেন দেখালো? মনে হয় কোথাও ভুল করেছি।
এনিওয়ে ..
ক্রেসিডা
নতুন মন্তব্য করুন