ডমিনাস শপে একদিন
__________________
চৌকোনা টেবিলের মুখোমুখি একলা
ডমিনাস শপে, নীচে
মোজাইক আকাশ, ঝকঝকে কৈশরের মতো
কাঁটা চামচের সঙ্গীত ও
অনুরোধের গানের সুর য্যানো অবিরাম মেনুর
তীব্র তৃষ্ণা ;
পরিপাটি সংসারের মতো চুল, মাথার পেছনে স্ক্রু-আঁটা
১২ বাই ৬ অথবা
৬ বাই ১২ শিল্পীর মন; দেয়াল শুষে নেয়া
সিনথেটিক পেইন্ট! শুনেছি ইদানিং এই সংস্করনে বাজারী মেয়ের আদলে
বাজারী প্রেম ..... ...... "হট কেক" .....
না; কেক নিয়ে নাই বা বলি
চানাচুরও কবিতার আদি বিষয় মাত্রে আমি
খুব সাবধানে বেছে নিয়েছি চৌকোনা টেবিল আর
এক প্লেট পিটসার মতো আকাশ!
আকাশের মতো পিটসা
পিটসার মতো আকাশ! এবং
ছুরির নীচে একপ্লেট আকাশ নিয়ে কেন্দ্র জুড়ে
কৃষ্ণগহবর!
আমাকে যথার্থ ভাবেই নিউজপেপারের শিরোনাম করতে পারো
আকাশের খুনি বলে! নয় কি?
লেখক: ক্রেসিডা
মন্তব্য
আপনার মন্তব্যটা ধরতে পারলা না। তবে চিহ্ন রেখে যাবার জন্যে ধন্যবাদ।
ক্রেসিডা
"এইটা কী লিখলেন>>বুঝতেছিই না>>মন খারাপ হলো>> এখন কান্নাই আসতেছে......" এইরকম কিছু বুঝিয়েছেন মনে হলো!!
বোধহয়। সব লেখা কি ভালো হয় বা সবার কাছে সব লেখা গ্রহনযোগ্যতা পায়?
আমাকে কেউ একজন কি বলবেন, আজ আমার নিক টা ফাঁকিবাজের দলে দেখালো! কিন্তু আমি তো রেগুলার!
ক্রেসিডা
ইমেইল চেক করেন।
গট ইট মুর্শেদ ভাই! কিন্তু সবাই বলার পর তো আমি নামটা বাংলায় ই লিখি। এটাকে কি বাংলায় করা যায় না?
ক্রেসিডা
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
এনজয়।
অনেক ধন্যবাদ!!!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিনন্দন।
ধন্যবাদ ভাই।
অতিথি লেখক হিসেবে যে লেখাগুলো আছে, সেগুলো নিজের ব্লগে কিভাবে আনবো - সেটা FAQ এ দেয়া আছে। কিন্তু লেখার লিঙ্ক কালেক্ট করে, ব্লগে কোথায় সেটা পোষ্ট করবো? নাকি লিঙ্কগুলো কন্ট্যাক্ট এ মেইল করবো? আসলে প্রথম তো, একটু সমস্যা হচ্ছে, আবার বুঝতেছিনা, কোথায় জিজ্ঞেস করবো। বারবার কন্টাক্টে মেইল করাটা ঠিক হবে না হয়তো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
কি মজা
ধন্যবাদ
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিনন্দন
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিনন্দন আপনাকে।
এরপর হয়তো আপনার পালা। ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিনন্দন
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অনেক সুন্দর লিখেছেন, আগের বেশ কয়েকটি পড়েছিলাম, সেগুলোও ভাল লেগেছে।
#ভাল থাকুন
আশরাফুল কবীর
আপনাকে ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
হাচলত্তে অভিনন্দন ।
অভিনন্দন
ধন্যবাদ তানিম ভাই!
সরি! ভুলে লগইন না করে পোষ্ট করে ফেলেছি!
সবাইকে অনেক ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আপনার নামটা এতদিন ইংরেজিতে দেখলাম, এখন-
(বাংলায়)
বাংলায় আছি!
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিনন্দন!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুল আপু। কৃষ্ণচূড়ার পর শিমুল আমার প্রিয় ফুল। শুধু এই ফুলটা গাছে বা গাছের গোড়ায় ঝরা অবস্থায় দেখতে ভালো লাগে; কারো হাতে বা ভাস-এ ভালো লাগে না।
ভালো থাকা হোক।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
কৃষ্ণচূড়া আমারও খুব পছন্দের।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনার এই লেখাটা সত্যি বলতে আমার মাথার ওপর দিয়ে গেছে আর তাই স্বাভাবিক ভাবেই খুব একটা ভাল লাগেনি।
কিন্তু আপনার আগের লেখা পড়েছি, সেগুলো খুব ভাল লেগেছে।
আর এই সুযোগে আপনাকে জানাই হাচলত্বের উষ্ণ অভিনন্দন।
ধন্যবাদ সাহা ভাই। লেখাটা বলতে পারেন কোন এক মূহুর্তের স্ন্যাপ শট। বা কিছু টুকরো টুকরো স্ন্যাপ শট এর অংশ। ভালো না লাগাটা আসতেই পারে। আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
প্রাণঢালা অভিনন্দন ! আপনার হাচলত্বে ভা্রি আনন্দ হচ্ছে!
টাইপো এড়াতে অভ্র স্পেল চেকার ব্যবহার করুন না কেন ?
কৈশরের > কৈশোরের
ইদানিং > ইদানীং
সংস্করনে > সংস্করণে
কৃষ্ণগহবর >কৃষ্ণগহ্বর
কবিতায় যথারীতি একমুঠো বর্ণিল মার্বেল ছড়িয়ে দেয়া মনোরম বিন্যাসে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাই@ ধন্যবাদ।টাইপোগুলো খুব কুইক আমি ম্যানেজ করে ফেলবো। এখানে লিখে ওয়ার্ডে নিয়ে ফরমের্টি এর সময় আমি দেখেছি, কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়! এখন তো এডিট করতে পারি, সো সামনে এর হার কমে আসবে।
আপনাকে ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আকাশের মতো পিটসা
পিটসার মতো আকাশ! এবং
ছুরির নীচে একপ্লেট আকাশ নিয়ে কেন্দ্র জুড়ে
কৃষ্ণগহবর!
ভালো লাগলো ।
বাউল
নতুন মন্তব্য করুন