কিচিন্ঘা একটি উদ্ভট শব্দ যার উত্পত্তিস্থল আমার মাথায়। যা হোক , ওই টা ব্যাপার না। মূল ব্যাপার হল , ক্যারিক্যাচার এর প্রতি আগ্রহ । একটা সিরিজ শুরু করব ভাবসিলাম - "তোমাদের মত আরো চাই " শিরোনামে, কয়েকটা করার পর ঠেকে গেছি, সময় আর বুদ্ধির অভাবে। সময়টা কিছু দেওয়া গেলেও, বুদ্ধি পাচ্ছি না। আমার উদ্দেশ্য ছিল, বাংলাদেশ এর যারা লিভিং লিজেন্ড বা জীবন্ত কিংবদন্তি তাদের ক্যারিকেচার করা বাংলা বর্ণমালা অনুসারে। দীর্ঘ ঈ তো সম্ভব না, কিন্তু হ্রস উ তো সম্ভব। কেউ কি ভাই একটু সাহায্য করবেন?
অ - অর্ণব
আ -আহসান হাবিব
ই - মুহাম্মদ ইউনুস
মন্তব্য
বাহ চমৎকার!
ভালো লাগলো।
উ দিয়ে কাকে করা যায়, ভেবে পাই না।
উদাশ, চরম
কনসেপ্ট টা বেশ ভালো লাগলো।
প্রশংসা
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
একটি নাম বা নিক ব্যবহার করুন প্লিজ।
কার জন্যে এত হাততালি দিচ্ছি সেটা জানতে না পারাটা অস্বস্তিকর।
নিজের নামটা জানিয়ে দিলেই বা ক্ষতি কী?
নাম জাভেদ হোসেন
আরে!!! দুর্দান্ত তো!! :)
--------------
বুনোফুল
দুর্দান্ত! আসল নাম প্রকাশে আপত্তি থাকলে একটা ছদ্মনামে একাউন্ট খুলে নিন।
হ
দারুন।
"ঈ - ঈশিতা" করে ফেলতে পারেন একটা।
ক্যারিক্যাচারের নাম যে আসল হতে হবে এরকম কোনো কথা নেই। যেমন উজবুক, ঈদুর।
ফাটাফাটি।
ডাকঘর | ছবিঘর
ইউনুচ ক্যা ভাই? কুখ্যাত হিসেবে ঠিকাছে!!
বাকি সব দুর্দান্ত!!! নিয়মিত চাই..........
দারুণ আঁকেন আপনি।
তবে স্বরবর্ণ দিয়ে না সাজিয়ে জীবন্ত কিঙবদন্তীদের একটা তালিকা করে একজন একজন করে আঁকতে থাকুন না...
______________________________________
পথই আমার পথের আড়াল
সচলে স্বাগতম
নিয়মিত আপনার অসাধারণ এই কাজগুলো দেখতে পাব আশা করি
ভক্ত হয়ে গেলাম
জটিল
_______________
আমার নামের মধ্যে ১৩
দারুনস!
আশরাফুল কবীর
তাই তো বলি---
চমতকার!! বর্ণ না মেলালেই কি নয়?
নামি মানুষদের কেরিকেচার করা শুরু করে দিন।
শুভ কামনা।
বাহ! খুব পেইন্টার্লি কাজ! ১টা ১টা করে দেন।
মুর্শেদের সাথে আমি একমত ঈদুর/ঐরাবত সবই হতে পারে।
আপনার নিক্ টা পেলাম না কোথাও।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
হুঁ, একটা একটা করে দেয়াই ভালো
_________________
[খোমাখাতা]
জটিল।
অসাধারন হয়েছে।
দারুণ!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
অদ্ভুত আঁকার হাত আপনার, মাথা খারাপ অবস্থা।
মুগ্ধ না হয়ে উপায় নেই.........................................
ভাই, আমারও একটা ফুটু বানান। আমি যে বিখ্যাত কেউ বিশ্বাস করে না।
আপনার আঁকার হাত আসলেই ভালো। নিয়মিত চালিয়ে যান।
__________
সুপ্রিয় দেব শান্ত
উ==>উত্তম কুমার
পরের ছবিতে ব্যবহার করুন
উত্তম কুমার বাংলাদেশের কেউ নন। লেখক বলেছেন,
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
বর্ণমালা অনুসারে না পারেন তো জীবন্ত কিংবদন্তিদের একটা তালিকা করে করুন । অনেকেই বলেছেন এ কথা ।
শুভকামনা রইল ।
কড়িকাঠুরে
নতুন মন্তব্য করুন