আকাশ জোড়া বাউন্ডুলে মেঘের ছায়া
সেথায় ওড়াই মন খারাপের একলা ঘুড়ি।
আদুল উঠোন ঝেঁপে যখন বৃষ্টি নামে
তখন কে যায় আমার সঙ্গে মেঘের বাড়ি?
যেপথ ধরেই পৌঁছুতে চাই সুখের ডেরায়
পথ হারিয়ে হঠাৎ মেলে অন্ধ কুঠি!
ডাক পিয়নের চোখ খোঁজেনা এই ঠিকানা
ভুল ডাকে যায় তোমায় লেখা সকল চিঠি।।
কিছুই তেমন যায়না ধরা হাতের মুঠোয়
স্বপ্নের বীজ ভুল বাগানের ডেরায় ফোটে
আমি পাইনা ছুঁতে কারুর ইচ্ছে ফানুস
ভর দুপুরে একলা ঘুঘুর কান্না জোটে।।
অনেক দূরে তারার পাশে নীল জোনাকি
ওই তারাদের সঙ্গে আমি একলা থাকি।।
-------------------------
পথিক পরাণ
pavel352 এট yahoo ডট com
মন্তব্য
গান হলে মানাতো ভালো।
সুর দিলে কেমন হবে বুঝতে পারছি না--- চেষ্টা করে দেখা যেতে পারে।
----------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---
ভুল ডাকে যায় তোমায় লেখা সকল চিঠি
এখন অমিলে-বেসুরে অনেক 'গান' হয় ।
তাই মিলে-সুরে কবিতা হলে খারাপ হয় না ।
কড়িকাঠুরে
কড়িকাঠুরে মানে কি ভাই?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
মানে জানা নাই-
ইচ্ছা মতন করেন মানে
কড়িকাঠুরে
মাঝে মধ্যে বেসুরো গাই বটে- তবে গানে সুর করার চেষ্টা করিনি কখনো।
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---
ডাক পিয়নের চোখ খোঁজেনা এই ঠিকানা
ভুল ডাকে যায় তোমায় লেখা সকল চিঠি।।
হারিয়ে যাওয়া গল্পগুলো জানতে না পারার জন্যে যে হাহাকার, সেই হাহাকারটুকু আমি উপভোগ করি।
ভালো লাগলো লেখাটা।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভালোলাগা রেখে যাবার জন্য ধন্যবাদ।
আপনার কবিতার শব্দগুলো কিন্তু মাথায় ঢুকে যায়---
---------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ
অপেক্ষায় রইলাম মনে ঢুকার!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভাল লেগেছে
![হাততালি হাততালি](http://www.sachalayatan.com/files/smileys/41.gif)
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
বাহ, ভালো লিখেছেন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ভালো লেগেছে আপনার কবিতা।![হাততালি হাততালি](http://www.sachalayatan.com/files/smileys/41.gif)
#অনেক সুন্দর কবিতা, ধন্যবাদ ও অভিনন্দন, ভাল থাকুন সবসময়।
![বাঘের বাচ্চা বাঘের বাচ্চা](http://www.sachalayatan.com/files/smileys/bagherbaccha.gif)
ধন্যবাদ আপনাকেও--![আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-](http://www.sachalayatan.com/files/smileys/dhoinna4-50.png)
কোবতে আমার তেমন একটা আসে না; তবে মিল-টিল থাকলে পড়তে ভালই লাগে। যেগুলোর মিল থাকে না সেগুলো শুনতে বেশ (যেমন কথোপকথন)। আর কিছু আছে হজমের অযোগ্য - সেগুলো থেকে দূরে থাকি, বেঁচে থাকি; আপনারটা পড়তে ভাল লাগল। চলুক।
অনেক সুন্দর করে বলেছেন-- এই ন্যান![আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-](http://www.sachalayatan.com/files/smileys/dhoinna4-50.png)
অনেক ধন্যবাদ ঘুম কুমার-- আমি নিজেও ভীষণ ঘুমকাতুরে![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
পথিক পরাণ
বাহ! সুন্দর।
ডাকঘর | ছবিঘর
তাপস দা![আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-](http://www.sachalayatan.com/files/smileys/dhoinna4-50.png)
অনেক ধন্যবাদ---
----------------
পথিক পরাণ
ভীষণ সুন্দর!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুলাপ্পু--- অনেক ভালো থাকুন।
------------------
পথিক পরাণ
পংক্তির মিলগুলো আসলেই ভালো লেগেছে। শব্দচয়ন ও দারুন !!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অনেক ধন্যবাদ---![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
চমৎকার এবং চমৎকার।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
পাঁচতারা দাগালাম।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
তিথী আপু![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
আকাশ জোড়া কৃতজ্ঞতা আপনার জন্য--
অনেক দূরে তারার পাশে নীল জোনাকি
ওই তারাদের সঙ্গে আমি একলা থাকি।।
অসম্ভব সুন্দর একটা অনুভূতি!
ধন্যবাদ তানিম ভাই--
ভালো থাকবেন।
-------------
পথিক পরাণ
পুরো কবিতাটি পড়ে মনে হলো কিভাবে যেন আপনি আমার মনের অবস্থা বুঝে ফেলেছেন। কিন্তু কিভাবে? এক চিরতরুন বুড়ো ছাড়াতো কেউ বোঝেনা আমার মনে অবস্থা। চিন্তায় পড়ে গেলাম
।
আমার তো তারা দাগানোর ক্ষমতা নেই, (এখন অতিথি) তাই আকাশ ভরা তারাগুলাই দিয়ে দিলাম আপনারে। রাতের আকাশ থেকে নিজ দায়িত্বে বুঝে নিয়েন।
বুইঝা পাইছি মাশরুম ভাই--![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
অনেক
--------------
পথিক পরাণ
বাহ, বেশ লাগলো!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন