রবীন্দ্রনাথ, ক্লিনটন ও আমার বিবাহ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১১/০৬/২০১২ - ৯:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবি মামা বেশ ত্যান্যা প্যাচাইন্যা আদমি ছিল।আমার বর্তমান নৈতিক অধগতিতে এই বুড়া মিয়ার ভালো হাত আছে।

ব্যাপারটা খুইল্যা বলি, আমার বৌ দিনে ২৫ ঘন্টাই রবীন্দ্রনাথ শুনে, সুতরাং আমার ও শুনতে হয়। শুনতে যাইয়্যা দেখি মামু তু পুরা মাল।

নিচের গানটার কথাই ধরেন- "তুমি সুখ যদি নাহি পাও,/ যাও, সুখের সন্ধানে যাও,"
তারপর ধরেন, "ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন এ মিছে দুরাশা"

বিশিষ্ট গল্পকার রসময় কাগুর গল্পে (আমার মতে বাংলার সর্বাধিক পঠিত লেখক) প্রচুর সুখের বর্ণনা থাকে... আমি ও সুখ বলতে তাই বুঝি, আমার বন্ধুরা, সমাজের দশ-বিশ জনও তাই বুঝে।

ব্যাপারটা আমার বৌরে বুঝাইয়া বল্লাম, খালি ভালোবাসি বললে, কিলিমানজারো শান্ত হয়না। সুখ দিতে হয় আর সুখ না পাইলে সুখ খোঁজা রবীন্দ্র ধর্মে জায়েজ।

আমার বৌ ব্যাখ্যা শুইন্যা কয়, আমি খ্রাপ, নষ্ট, এরশাদ, ক্লিনটন। এখন বলেন, আমার কি দোষ। তা্ও বিয়াটা হয়তো টিক্যা যাইতো, কিন্তু আমি নার্ভাস হইয়া কইয়্যা ফেলছিলাম, ক্লিনটন যে সুখ লইছে, তাতো আমি সারা জন্মেও পামু না। তারপর আর কি বাড়ি থিকা গলাধাক্কা, অতপর অফিসে বইস্যা সেক্রেটারীর ইন্টারভিউ নিতাছি।

আইলসা


মন্তব্য

ঘটিরাম এর ছবি

বেচারা সেক্রেটারির ভবিষ্যত - এক কথায় যারে বলে - পুরাই আন্ধার হাসি

অতিথি লেখক এর ছবি

আরে ভাই আমি যদি প্রেসিডেন্ট হই, বই লিখ্যা সেক্রেটারি কত কামাইবো সেই খিয়াল আছে হাসি

আইলসা

মরুদ্যান এর ছবি

ভাল লাগেনাই। সচলায়তনে এরকম লেখা আশা করিনা।

"রম্যরচনা, অণুগল্প, বিবাহ-বিচ্ছেদ" এসব ট্যাগিংয়ের সাথে লেখার কোন সাদৃশ্য খুঁজে পেলাম না।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির এর ছবি

অফ যা অফ যা অফ যা

সাফি এর ছবি

আমার তো ভালই লাগলো

অতিথি লেখক এর ছবি

লেখাটা ভালো লাগে নাই । সচলায়তনে এরকম লেখা আগে পড়েছি কি না মনে করতে পারছিনা ইয়ে, মানে...

কিম্ভূত এর ছবি

ভালই লাগলোতো। খাইছে

সত্যপীর এর ছবি

রসময় কাগু থেকে একলাফে রবীন্দ্রনাথে গেলে চৈলত ন। ধাপে ধাপে ভাইডি।

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

জঘন্য যৌন সুরসুরিমূলক গল্প !!! অফ যা

এইধরনের গল্প সচলে আশা করিনা|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

ভাই এইটা আমার প্রথম লেখা। বুঝতে পারিনি কোথায় থামা উচিৎ ছিলো।

আমার রম্যই লেখারই ইচ্ছা ছিল, রম্য হয় নাই। এটা গল্প আবার সাইজেও ছোট, তাই অনুগল্প। আর বিবাহ-বিচ্ছেদের কাহিনী, সুতরাং ঐটা ট্যাগ করেছিলাম। ভুল হলে দু:খিত

যাহোক যদি লেখাটা খুব আপত্তিজনক হয়, তাহলে আমি সচলের কাউকে অনুরোধ করবো সরিয়ে ফেলতে, আমি পারছিনা।

যাদের ভালো লেগেছে এবং যারা মতামত দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।

_________________________________________________________
মন্দ যদি হয় সাত-চল্লিশ, ভালোর সংখ্যা সাতান্ন

আইলসা

মরুদ্যান এর ছবি

শুনেন আইলসা ভাই, মন খারাপ কইরেন না। সচল পাঠকদের টেস্ট তো আপনার বুঝার কথা যদি নিয়মিত সচলে ঘুরাঘুরি করে থাকেন। আপনার লেখা কারোরই ভাল লাগেনাই তাও কিন্তু না।

যাই হোক, আশা করব লেখা বন্ধ না কইরা আরো ভাল পোস্ট দিবেন যাতে আমি/আমরা, যারা আপনের সমলোচনা করসি তারা হাত তালি দিতে বাধ্য হই হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মাথার উপ্রে দিয়া গ্যালো!!! অ্যাঁ অ্যাঁ


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

লেখাটা খুব একটা ভালো হয় নাই হয়তো, কিন্তু অরফিয়াস ভাই এর মন্তব্যের সাথে একমত না।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

আমার মন্তব্যের সাথে একমত হওয়ার দরকার আছে কি? কিংবা কোনভাবে সেই অভিমত প্রকাশ করেছি কি?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

কোনভাবেই সে অভিমত প্রকাশ করেননি। একমত হবার দরকার নেই বলেই দ্বি-মত পোষন করা।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

আমার মন্তব্যের কোন বিষয়টার সাথে একমত না জানাবেন| সচলে এধরনের লেখা আশা করিনা এটা আমার আগে অনেকেই বলেছেন, পরেও বলেছেন| যদি আপনার মনে হয় গল্পটা যৌন সুরসুরিমূলক নয় তাহলে আর ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে এটিকে বিচার করা যায় সেটা জানালে বাধিত হবো, জ্ঞান বৃদ্ধি হবে এটাও আশা করছি|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

"যৌন সুরসুরিমূলক" শুধু এই অংশটুকুর সাথে অরফিয়াস ভাই। হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

গল্পটা তাহলে কোন বিষয়ভিত্তিক ?

রম্যরচনা
অণুগল্প
বিবাহ-বিচ্ছেদ
ভালোবাসা
রবীন্দ্রনাথ

এর কোনটার আওতায় পড়ে?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

অরফিয়াস ভাই@ আপনার "জঘন্য" শব্দটার সাথে আমি একমত ছিলাম না। আর যৌন সুড়সুড়ি এর আগে জঘন্য শব্দটা ঠিক লেখাটাকে কোনভাবেই জাষ্টিফাই করে না। আমার ভাবনার সাথে স্পষ্টতই আপনার দ্বি-মত আছে। থাকাই স্বাভাবিক।

লেখাটা একজন লেখকের "ব্যর্থ" লেখার আওতায় পড়ে। নিচে তারানা আপু/ভাই এর পোষ্ট এর নীচে আমার একটি পোষ্ট আছে। আশা করি, সেটুকু বাকিটা ক্লিয়ার করবে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হা হা হা... কারো সাথে দ্বিমত প্রকাশ করতে হলে তার অনুমতি দরকার আছে নাকি? হাসি

অরফিয়াস এর ছবি

তা অবশ্যই দরকার নেই, মুর্শেদ ভাই| হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মরুদ্যান এর ছবি

মুর্শেদ ভাই আপনার প্রতিক্রিয়া জানতে মঞ্চায়! খাইছে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

দিগন্ত বাহার এর ছবি

সচল সামু হইলো কবে?

আর্য এর ছবি

আসলেই মনে হল সামু পড়ছি। মডারেশন পার হল কিভাবে বুঝছি না।

ত্রিমাত্রিক কবি এর ছবি

লেখাটা সচলে প্রকাশ পেল কেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

এটা কি বস্তু????????? কি লেখা ????????? কইতে কি চাইছেন? ধুর!

হুদা ফাত্রামি। অফ যা অফ যা অফ যা ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পাঠকেরা এতো উত্তেজিত হলে কিভাবে চলে! সচলে হাল্কা লেখা একটু কম। এটা একটু বেশী হাল্কা। তবে এনকারেজ না করলে কিভাবে চলবে?

লেখক, চিনি একটু বেশী হয়ে গেছে। সেটা কমিয়ে দিলে আপনার রম্য আরো শক্তিশালী হয়ে উঠবে।

তারানা_শব্দ এর ছবি

চলুক এ ধরণের এঙ্কারেজমেন্ট ভালো লাগে মুর্শেদ ভাই।

লেখককে বলছিঃ
একটু চিন্তা ভাবনা করে লিখলে অনেক ভালো লিখতে পারবেন।।। এভাবেই মানুষ শিখতে পারে। লেখার আগ্রহ হারাবেন না। মনে রাখবেন আপনার এই লেখা মডারেশন পার হয়ে যখন এসেছে-এটাই এক ধরণের সম্মাননা। তাই এটার সম্মানটুকু বজার রাখুন আর দু'হাত খুলে মজার রম্য লেখা উপহার দিন। হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

ক্রেসিডা এর ছবি

আপনার এ মন্তব্যের সাথে আমি একমত। আমি জানি না এই লেখার লেখক কে, কিন্তু নিশ্চিন্তে এটা বলতে পারি, লেখক লেখাটা এখানে দিয়েছেন আমাদের জন্যেই, যাতে আমাদের ভালো লাগে; হতে পারে সেটা সফল হয়নি, বা লেখাটা অনেক পাঠকেরই রুচি থেকে ভিন্ন অবস্থানে দাড়ানো। তবু, একদিন এই লেখকই লিখতে লিখতে অনেক ভালো একজন লেখক হয়ে উঠবে, সেটুকু আশা করতেই পারি। তাই, একটু সহনশীলতা পাঠক হিসেবে আমরা অবশ্যই দেখাবো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মনু এর ছবি

গল্পটা যে ভালো হয়নি একথা হয়ত কোনো পাগলেও বলতে দ্বিধা করবেনা কিন্তু কারো কারো প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে লেখক কোনো ভয়ংকর খারাপ কিছু করে ফেলেছেন। খারাপকে খারাপ বলতে তো কোনো অসুবিধা নেই তাহলে এটা নিয়ে এত আপসেট হবার তো কোনো কারণ দেখিনা। এতগুলো মন্তব্যের মধ্যে একমাত্র মুর্শেদ ভাইয়ের মন্তব্যটি ভালো লেগেছে।

PS: সচলায়তনে প্রকাশিত লেখাগুলোর জন্য রেটিং দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হত।

হিমু এর ছবি

সচলায়তনে রেটিং ব্যবস্থা আছে। শুধু নিবন্ধিত সদস্যেরা রেট করতে পারেন।

মনু এর ছবি

রেটিং দিতে না পারলাম অনিবন্ধিত সদস্য হিসাবে কি রেটিং দেখারও অনুমতি নেই?

হিমু এর ছবি

রেটিং মডিউলটা সম্ভবত শুধুমাত্র নিবন্ধিত সদস্যদের জন্য দৃশ্যমান করে রাখা আছে। অনিবন্ধিত সদস্যরা দেখতে পারবেন কিন্তু রেট করতে পারবেন না, এমন ব্যবস্থাও করা যায়, কিন্তু আপাতত সচলের কোড ফ্রিজ করে রাখা আছে, পরবর্তীতে যখন নতুন পরিবর্তনগুলো একসঙ্গে ইমপ্লিমেন্ট করা হবে, তখন পাল্টে দেয়া যেতে পারে। আপনি কি একটু কষ্ট করে এই পয়েন্টটা contact অ্যাট sachalayatan.com বরাবর মেইল করে জানাবেন?

স্যাম এর ছবি

অন্যপ্রসঙ্গে contact অ্যাট sachalayatan.com এ মেইল করেছি অনেকবার হিমু ভাই - অটমেটেড রিপ্লাই ছাড়া কিছু পাই নাই এখনো মন খারাপ কমেন্ট করার প্রব্লেমগুলো এখনো আছে - ইদানিং শুধুই পড়ি -----

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার ধারণা এই লেখকের থলেতে আরো সিরিয়াস লেখা আছে। সেগুলোও আসুক।

ধুসর গোধূলি এর ছবি

আমারো তাই ধারণা।

আর, আইলসা ভাই [আপনের নামটা আমার ব্যাপক পছন্দ হইছে], আপনে বিটিভি আমলের ওয়াসিম-অলিভিয়া-জাভেদ-রাজ্জাক-সুজাতা আমলের বাংলা সিনেমার খাট নাড়ানাড়ি, দুইটা গোলাপ ফুলের বাইরাবাইরি দেখছেন না? সাদাকালো আমলের সেই সিনসিনারি রেখে হঠাৎ করে মুনমুন-ময়ূরী-আলেকজান্ডার বো-ডিপজলের সম্পূর্ণ রঙীন 'ডাইরেক্ট' এ্যাকশনে নাইমা গেলেন!

নেক্সট টাইম সাদাকালো আমলের সিনেমার আদলে লেইখেন। বিপাশা বসু, মল্লিকা শেরওয়াতদের ভাত এখন বাড়ন্ত!

আমার অবশ্য খারাপ লাগে নাই আপনের লেখা। মন্তব্যগুলো না পড়লে বুঝতেই পারতাম না 'আপত্তিজনক' কিছু ল্যাখছেন কিনা! তবে, আমার কথা বিবেচনায় রাইখেন না। আমার মনভর্তি বাবলা পাতার কষ তো! দেঁতো হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

বিটিভি থাইকা এমটিভি .... আপ্নের কষ কমে নাই এদ্দিনেও দেঁতো হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ধুসর গোধূলি এর ছবি

কী করুম, উপরের মন্তব্যসমূহ দেখে কষোৎপাদন জ্যামিতিক হারে বেড়ে গেছে! রপ্তানী করতে পাল্লে দুইটা বৈদেশিক মুদ্রা আয় হইতো দেশের।

সজল এর ছবি

আপনার ভাষার ব্যবহার দেখে মনে হচ্ছে কনটেন্টের ভ্যারিয়েশন আনলে আমরা দারুণ সব লেখা পাব। সমালোচনায় দমে যাবেন না, পাঠকের ফিডব্যাক পজিটিভলি নিয়ে ভবিষ্যতে ভালো কিছু লেখা দিন।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তানজিম এর ছবি

অল্প কথায় লেখাটা খারাপ না। ভিন্ন মাত্রার লেখা সচলে আসাটাকে ভাল চোখেই দেখি

সবজান্তা এর ছবি

লেখাটা খুব একটা ভালো লাগেনি। রম্য এবং স্থূলতার মাঝের খুব ফাইন লাইনটা মাঝে মাঝে অতিক্রম করে ফেলেছেন- তবে আমার মনে হয় না এটা খুব বড় সমস্যা। ছোট কলেবরের এই লেখাতেও আপনার ভাষা বেশ সাবলীল মনে হয়েছে। আশা করি লেখা থামাবেন না।

তবে সবাই যেভাবে লেখককে তীব্র ভাষায় আক্রমণ করছেন, সেইটা দেখে একটু অবাক হলাম। একজনের প্রথম লেখাতেই এভাবে যদি নিরুৎসাহিত করেন, সেটা কোনোভাবেই নতুন লেখকদের লিখতে আগ্রহী করবে না- অন্তত সচলায়তনে। আমার মনে হয় না আমাদের এতোটা কড়া হওয়ার দরকার আছে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

খারাপ না! হাসি

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোনফেইসবুকগুগলপ্লাস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রম্য চলুক, তবে একটু রয়েসয়ে হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

লেখা ফাইন হইছে। কিন্তু লেখক বেশি ফাইন খায়া গেল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

চরম উদাস এর ছবি

রসিকতার পুরস্কার সামান্য, হ্যাপা অনেক। পান থেকে চুন খসলে পাবলিক ঝাড়ি দিবে, সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে কিন্তু। তবে ভরসার কথা জোকস লেগে গেলে এই পাবলিকই আবার অনেক ভালো ভালো কথা বলবে। সুতরাং পাবলিককে ভুলিয়ে ভালিয়ে সীমার বাইরে নিয়ে আসতে হবে আরকি খাইছে
ঝুলে থাকেন, আপনার রম্য লেখার হাত ভালো মনে হচ্ছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনের সাথে এমনভাবে সবকিছু জড়িয়ে গেছে যে অনেক সময় (যেমন, বিকালে হাঁটতে বেরিয়েছিম কিংবা বাজারে গিয়েছি) এমন হয় যে আচ্ছা অমুক সচল অমুকের পোস্টে অমুক মন্তব্যটা অন্যভাবে করতে পারতো কিনা? কিংবা অনেক সময় নিজের মন্তব্যটিকেই পরবর্তীতে অসম্পূর্ণ মনে হয়-- মনে হয় হয়তো আরো কিছু বলা যেতো। যেমন আজ দুপুরে অফিস থেকে ফেরার পথে রাস্তায় মনে হল আমার আগের মন্তব্যটি অসম্পূর্ণ। বলা হয়নি যে এই লেখকের সাথে চরম উদাসের কোথায় যেন মিল আছে। সেটা আবার মনে পড়ল আপনার মন্তব্য পড়ে হাসি

ম্যাক্স ইথার এর ছবি

বলতে দ্বিধা নাই, সচলের সব লেখা আমি পড়িনা। টাইটেলে রবীন্দ্রনাথ দেখে ঢুঁ দিতেই হতবাক । একই লেখায় রবিবাবু আর গুপ্ত !!! কেমন যেন খটকা লাগলো। বেশিদিন হয়নি সচলের সাথে আছি কিন্তু এই মানের লেখা এখনও চোখে পড়েনি। বরঞ্চ এটাকে সামু স্টাইলই বলা যায়। সচলের একটা নিজস্ব ধরন আছে যার সাথে এত হাল্কা লেখা আসলে যায় না। মডারেশনে যারা আছেন তাদের নিয়ে কিঞ্চিত সন্দেহ হচ্ছে। ...আবার হতে পারে আমি একটু বেশি রক্ষণশীল ।

সাফি এর ছবি

সচলের নিজস্ব ধরনটা কিন্তু মডারেশনে যারা আছেন, তারাই টিকিয়ে রাখতে সাহায্য করেছেন।

শাব্দিক এর ছবি

লেখার শুরুটা ভালই লাগছিল। অনুগল্প না হলে ভাল হত বোধহয়, কোথায় গিয়ে যেন ছন্দ পতন হল।
লিখতে থাকুন আরো। হতাশ হবার কিছু নাই।

অতিথি লেখক এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।
আমার ধারনা ছিলো, লেখাটা এতোদিনে "ঘ্যাচং" হয়ে গেছে। মাঝখানে একদিন সচলে আসলে্ও লেখাটা্ আর দেখিনি।
যাহোক লেখার সমালোচনা পড়ে আমার স্কুলের বাংলা টিচারের স্মৃতি ফিরে আসলো। স্কুলের দেয়াল পত্রিকায় লেখা দিছি, লেখা পত্রপাঠ ডাস্টবিনে এবং ২ ঘন্টার ফ্রি রাইটিং ওর্য়াকশপ। পুরা ১২০মিনিট মহামূল্যবান সময় লুটপাট। [হায়! সময় তখন কী দামি ছিলো- আধাঘন্টা ফ্রী টাইম কলম যুদ্ধ শুরু, দুইঘন্টা ফ্রী একটা ফুটবল ম্যাচ, ফুটবল থাকুক বা নাই থাকুক! এখন ৫মিনিট ফ্রী টাইম মানে ঘুম এবং ঘুম। আর ফ্রী টাইমই বা কোথায় বাল-ছালের কাজ তো লেগেই আছে, স্যরি নো পচা কথা, Retake হিন্দি চুল আর বৃক্ষচামড়ার কাজে জীবন নষ্ট।] স্মৃতিমন্থন থাক।
প্রিয় শিক্ষকমহোদয়ের চোটপাটের সারর্মম হল, লেখার পর একমাস ফেলে রাখবা।একমাস পর, যদি পড়ে মনে হয়, কিছু হইছে তাইলে আবার ১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ, তারপর সাতদিনের বিরতিতে পঠন। অতপর লেখা সূর্যালোক দেখিবে।অথবা লিখিবেনা।গুরুবাক্য শিরোধার্য করিয়া বিগত ১৫ বছর এস.এম.এস, রিপোর্ট আর ফেসবুক ছাড়া তেমন কিছুই লিখতে পারি নাই।
কিন্তু পৃথিবীতে প্রলোভন ছড়ানো সর্বত্র। দুইটা জ্ঞানের কথা পড়ার আশায় সচলে আসি, এসে পাইলাম চরম উদাসরে।তার লেখার অনুপ্রানিত হয়ে [আমি উত্তেজিত হয়ে লিখতে চাইছিলাম, কিন্তু খারাপ মানুষ খারাপ চিন্তা করবে, তাই বল্লাম না] ধপাধপ একটা আগডুম বাগডুম লিখে ফেল্লাম এবং গুরুবাক্য অবহেলা করিয়া বিন্দুমাত্র পর্যবেক্ষণ না রাখিয়া, অর্ন্তজালের সূর্যালোকে আমার লেখা ছাড়িয়া দিলাম। অত:পরের কাহিনী জানতে চাইলে উপরে দেখুন...

তবে কিছু কথা
১/ কাব্যময় ভাষায় বলিতে গেলে, সমালোচনার হূলাঘাত অপেক্ষা হৃদয়ের উষ্ণতা (বানান কি ভুল হইলো?) অধিক অনূভূত হয়েছে এবং উৎসাহবাক্যে আমি যথেষ্ট অনুপ্রানিত এবং আমার সূর্যালোক না দেখা লেখা গুলো আমি আবার লিখবো। তবে হ্যা যদি ঘুম কিছুটা কমাতে পারি তবেই।
২/ আমার লেখার সাথে চরম উদাসের লেথার মিল খুজে পা্ওয়া জন্য প্রকৃতিপ্রেমিক ভাইকে ধন্যবাদ আর শুধু ধন্যবাদ না আমার তরফ থিকা দু্ইটা রসগোল্লা কিন্যা খাইয়া ফেইল্লেন ভাইডি, প্লিজ। আমার লেখা আসলে চরম উদাস ভাইয়ের অক্ষম অনুকরণ।তার সাথে তুলনায় আইলসা খুশ হূয়া। আমার লেখার একটা শব্দও, তার লেখা হতে ধারে আনছি।
৩/ ধূসর গোধূলি আপনার নামটা্ও আপনার পছন্দ হ্ইছে। পুরা জীবনানন্দ-নীয় নাম।ধূসর তারপর আবার গোধূলি।

বি.দ্র: আমার লেখা যেই মডু ছাড়ছে, সেই বেচারার জন্য সমবেদনা। আহারে। বেচারার কি চাকরি আছে না গেছে?
________________________________________________________________________________
আইলসা

কালো কাক এর ছবি

লেখাটা খারাপ লাগসে। তবে মন্তব্যটা পছন্দ হইসে। দেঁতো হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বি.দ্র: আমার লেখা যেই মডু ছাড়ছে, সেই বেচারার জন্য সমবেদনা। আহারে। বেচারার কি চাকরি আছে না গেছে? গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

ভাই আপনার রসবোধ ভালো তো, ট্রাই মারেন হয়া যাইবো মনে লয়!!


_____________________
Give Her Freedom!

ত্রিমাত্রিক কবি এর ছবি

দিস ইজ স্পিরিট দেঁতো হাসি চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মরুদ্যান এর ছবি

পাঁচ তারা মন্তব্য!! চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সায়ন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।