হঠাৎ পথে বৃষ্টি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৪/০৬/২০১২ - ১২:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ পথে বৃষ্টি শুরু
সংগে তো নাই ছাতা,
আকাশ কালো, মেঘ যে বড়
কেমনে বাঁচাই মাথা।।

রিক্সা কোথায়, মরছি খুঁজে
নাই যে কোনও খালি,
নাইছে সাথে, কেবল কেনা
ডিম যে কয়েক হালি।।

ঝাপরা খুঁজি, গাছের তলা
কিম্বা কোনও টং
মুঠোফোনের জীবন-মরণ!
ভাবছ কেন ঢং।।

ঠাই পেয়েছি টং এর ঝাপে
অনেকগুলো মাথা,
বাড়ছে বারিষ, বিজলি চমক
সঙ্গে শিলা গাঁথা ।

রুমাল খুঁজি , মুছব মাথা
বেশ লাগছে, টং এর চা-টা,
আশায় থাকি, থামবে কখন
জোর কদমে দেব হা-টা।

বইছে বাতাস, আস্তে ধীর
বৃষ্টি পড়া বন্ধ,
কান ধরেছি, আর হবে না
ছাতার সাথে দ্বন্দ্ব।।

::: স্বপ্নখুঁজি ::::
---------------------------------------------------------------------------
সচলে আগের লেখাগুলো

১। (ঃঃ স্কুলব্যাগ, তুমি বড্ড ভারি ঃঃ)
২। (বাটুল বৃক্ষ ঁ
৩। (স্কুলঃঃঃ মন ছুটে যায়...
৪। (ওরে ইলিশ, মাঝে মাঝে
৫। (আকু-পাকু’র কথোপকথনে...)
৬। (ভাবছি, আমিও কি রাস্তায় নেমে যাব ?)
৭। (চার দেয়ালের ভিতর থেকে বৃষ্টি উপভোগ...)
৮।(বিয়ের দিনে মামা উধাও...।)


মন্তব্য

মরুদ্যান এর ছবি

চলুক

স্বপ্নখুঁজি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ক্রেসিডা এর ছবি

ভালো লাগলো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ।

ঃঃ স্বপ্নখুঁজি ঃঃ

অতিথি লেখক এর ছবি

লেখাটা মনে হয় সচলের মানের তুলনায় একটু হালকা হয়ে গেছে।
হঠাৎ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছড়াটা মাথায় উৎপাদিত হয়ে গেল। সেটাই ছেড়ে দিলাম এখানে। অন্যদিকে বৃষ্টিতে ভেজার ফলাফল হিসাবে ‘হেয়াচ্চু’ ‘হেয়াচ্চু’ দিতে দিতে ফিনিশ...।

ঃঃ স্বপ্নখুঁজি ঃঃ

অতিথি লেখক এর ছবি

আমি আমার নিক ‘স্বপ্নখুঁজি’ আর ইমেল আইডি দিয়ে মন্তব্য দিতে পারছি না। নিচের ইনফো টা দেখাচ্ছে। কেউ কি সমাধান দিতে পারেন।

‘Your submission has triggered the spam filter and will not be accepted.’

ঃঃ স্বপ্নখুঁজি ঃঃ

আশালতা এর ছবি

সচলের সবাই কি গোমড়া মুখো হুতুম প্যাঁচা যে ভারিক্কি লেখা ছাড়া পড়তে পায়না ? তেমন হলে তো মডুবৈতরণী পেরোতেই পেত না। আমার তো বেশ লাগলো। হাসি

যেকোনো সমস্যায় কন্ট্যাক্ট এট সচলায়তন এ মেইল দিন। অভিজ্ঞতা থেকে জানি, সচলের মডুরা ভীষণ ভালো। ভয়ানক উপকারি প্রাণী । হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

স্বপ্নখুঁজি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

"বারিষ" শব্দের প্রয়োগ বাদে পুরোটা আমার ভালোই লেগেছে। ডাবল দাঁড়ি "।।" দেবার ব্যাপারটা ঠিক বুঝিনি। গানের কথায় মাঝে মাঝে এমন থাকে, যার অর্থ সম্ভবত ঐ লাইনটা দুইবার গাইতে হবে, ছড়ার ক্ষেত্রেও কি তাই ধরে নেব?

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্বপ্নখুঁজি এর ছবি

'বারিষ' মানে কি 'বৃষ্টি' না ? আমার জানার ভুল হতে পারে। যাযাবর ভাই, ভুল থাকলে একটু শুধরে দিবেন প্লিজ। ডাবল দাঁড়ি "।।" দেবার ব্যাপারটা অবশ্য অনিচ্ছাকৃত।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। গঠনমূলক সমালোচনা সবসময়ই স্বাগত। ভাল থাকবেন।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বৃষ্টি অর্থই তো আমিও জানি, কিন্তু শব্দটা বাংলা ভাষার অন্তর্গত নয় বলেই ধারণা, সেটা বলছিলাম। 'বৃষ্টি'র অনেক চমৎকার চমৎকার বাংলা প্রতিশব্দ আছে, সেগুলোর কোন একটা ব্যবহার করলে আমার পড়তে বেশি ভালো লাগতো।

বিটিডাব্লিউ, হাচল হয়ে গেছেন মনে হচ্ছে, অভিনন্দন!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্বপ্নখুঁজি এর ছবি

সমস্যাটা বুঝেছি।
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।