অস্তমিত সূর্য
তুমি সূর্য, দিনান্তে তোমার ঘুমিয়ে পড়া প্রতিটি আলোকণা বালুকা বেলায় আঁচড়ে পড়ে, ঠিক যেমনি প্রতিটি ঢেউ এসে আঁচড়ে পড়ে সমুদ্র সৈকতে, স্নাত করে বালুকণা। তবু তোমার প্রতিদিনের অস্ত যাওয়া নতুন দিনের স্বপ্ন দেখায়।
“আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে,
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে,
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে, আমাকেও সাথে নিও,
নেবে তো আমায়?”
মনের বদলানো রঙের সাথে সাথে মেঘের রঙ তোমার রঙ্গে বদলায় ক্ষনে ক্ষনে –
আকাশের রঙ
“তোর জন্য আকাশ থেকে পেজা
একটুকরো মেঘ এনেছি ভেজা”
কখনো সাদা পেজা মেঘের দল, তুলোর মত, বদলে যায় হলুদ, কমলা, গোলাপী থেকে লাল রঙে। ধূসর কিংবা গাঢ় ঘন অন্ধকারে ঢেকে যায় মেঘময় আকাশ।
সাগর সন্ধ্যা
শেষ গোধূলির রঙে সন্ধ্যা ঘনানো আলো নিঃশব্দে বিলীন মুহূর্তের মত কানে কানে ফিসফিসিয়ে বলে যায় নীড়ে ফেরার সময় হল বলে।
ছেলেবেলার গানকে সাঙ্গ করে এই খেলার আজকের মত সমাপ্তি ঘোষণা-
“ঝিনুক শামুকে ভরা বালুচরে, ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা, সৈকতে ফেলে এসেছি”।
ছেলেবেলার গান
শৈশবে সাগরপাড়ে কুড়ানো শামুকের খোলস যখন পড়ে থাকে বারান্দা কিংবা চৌকাঠের কোণে, নস্টালজিক স্বপ্নে ভরা রাতের মত।
নুড়ি
মনে হয় ক্ষণিকের জন্য সময় যদিস্তব্ধ হয়ে যেত এর চিরন্তন পথ চলা থামিয়ে,থেমে যেতাম আমি থেমে যেতে তুমি, থেমে যেত সব ভাঙ্গাচোরা স্বপ্ন দেখা-
“হঠাৎ যদি আমি থেমে যেতাম
শেষ বিকেলের মত অস্ত যেতাম
অসীম রাতের সে শেষ শয়নে
সূর্যের সাথে আমি ঘুমিয়ে যেতাম”।
সূর্যাস্ত
তবুও কিছু আলো অবশিষ্ট রয়ে যায়, ঈশান কোনে জমা হওয়া মেঘের মত, অন্তহীন পথ চলা নিঃসঙ্গ জীবনের মত-
ঈশান কোনে আলো
“বড় একা আমি
নিজের ছায়ার মত
শূন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাঁজা প্রাপ্ত, দন্ড প্রাপ্ত আসামির মত,
বড় একা আমি, বড় একা”।
তবুও কিছু স্বপ্ন থেকে যায়, স্মৃতি থেকে যায়, চেনা সুরগুলোর মত মস্তিষ্কে বারবার ঘুরপাক খায়। অপরিচিত, অচেনা, অজানার মাঝে, কেটে যাওয়া সুর আর দুঃস্বপ্নময় প্রহর, মনে ক্যান্সারের মত ছড়িয়ে যেতে থাকে, ভেঙ্গে দিতে থাকে সজীব কোষের সচলতাকে।
রঙ্গমহল
তবুও সেই আলো বিচরণ করে জীবনে, ক্ষনে ক্ষনে বদলানো রঙ রূপ নিয়ে ফিরে আসে অন্যরূপে, জীবনের রঙ্গমহলকে রঙিন করে। বেঁচে থাকার আকাঙ্ক্ষা জাগায়, কারণ বেঁচে থাকাই একমাত্র পথ। কাল আবার নতুন সূর্য উঠবে বলে।
শাব্দিক।
অন্যান্য লেখাঃ
http://www.sachalayatan.com/node/40824
http://www.sachalayatan.com/node/41659
http://www.sachalayatan.com/node/41703
http://www.sachalayatan.com/node/41744
http://www.sachalayatan.com/node/41860
http://www.sachalayatan.com/guest_writer/42009
http://www.sachalayatan.com/guest_writer/42039
http://www.sachalayatan.com/guest_writer/42228
মন্তব্য
শাব্দিক অন
চলুক! ফটুগিরি অব্যাহত থাকুক। এবং বলার অপেক্ষা রাখেনা এই পোস্টের পর আপনি শিওর হাচল হচ্ছেন।
সাফি ভাই রক্স অলসো, আইডিয়া দিল যে পুরোনো লেখাগুলিও তুলে দিন।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপস'দা। সব সময় উৎসাহ দেয়ার জন্য। মডুদের মনে হয় আমার পোস্ট তেমন পছন্দ হয় না। তাও আপনারা পড়েন দেখে সাহস করে পোস্টাই, সাফি ভাইয়ের আইডিয়াতেই পুরানা পোস্টের লিঙ্ক দিয়ে দিলাম।
দারুন সব ছবি। গানগুলো সব শোনা, তাই আর ক্লিক করলাম না; তবে পোস্টের সাথে শেয়ার করে ভালো করেছেন। রঙমহল(৮ নং) ছবিটা কিসের? রাতে চলন্ত গাড়ির বা আপনি ছুটন্ত অবস্থায় তোলা?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ধন্যবাদ ভাইয়া, গানগুলো কমোন, স্মৃতিতে একটু নাড়া দিলাম আরকি! ছবিগুলো সব একি জায়গায় তোলা, রঙমহল ছবিটা হল রাতের সৈকত আর আমার ট্রাইপোডের অভাব।
ধুর্মিয়া, একটা ভালো দেখতে ছবি দিয়ে ভাবলাম নীড়পাতার সব পাঠকের নজর টানব, এমন একটা ছবি ঠিক ওপরেই দিয়ে দিলেন তো আমায় ওভারট্রাম্প করে? এখন আপনার একমাসের জেল আর সাতদিনের ফাঁসি আর সত্তর দিনার জরিমানা, যান!
এইরকমই সূর্যোদয় নিয়ে আমারো একটা পোস্ট ছিল, প্রচারেই প্রসার তাই চিকা মেরে গেলাম
৫, ৭ সবচে ভাল্লাগলো।
আর তাপসদাকে সেকেন্ড করছি
লেখকের নামে কৌ দেখলে এমনিই সবাই পোস্ট পড়বে , তার উপর দেশ বিদেশের বাগিচা, আর বিচিত্র সব অভিজ্ঞতা অভিজ্ঞ হাতে লেখা, এই আপনাদের মত লেখকদের জন্য আজ পর্যন্ত অচল রয়ে গেলাম ।
আর মায়ামির সেই সূর্যাস্তে আগেই হিংসা জ্ঞাপন করছিলাম, নতুন করে আর কি বলব?
পোস্ট পড়ার জন্য আর ছবি দেখার জন্য
আহা আপনাকে আবার কেন দেখাব? তবে আপনার পোস্টে তো কোনো বালিকা নাই, তাই লুল্পুরুষদের জন্য ওইটা...
লুল্প্রুষদের আরো লুলায়িত করার জন্য
বেশ সুন্দর। চলুক।
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
' আকাশের রঙ' আর 'ঈশান কোলে আলো' ছবি দুটো ভাল লেগেছে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
আমিও একটা ফটুপোস্ট দিবো ভাবতেছি। কিন্তু আমার ছবিগুলা এত সুন্দর না। তাই একটু দেরীতে দিব।
কি বলেন পিপি'দা? আমি তো এখনো ডিএসএলআর এর ইউজটাই শিখলাম না ভাল মত, এ ছবিগুলো শুধু বিভিন্ন অ্যাপারচার আর সাটারস্পীডে একি জায়গায় তোলা এক্সপেরিমেন্ট ছিল, এই হল গোপন কথা। বাকিটা প্রকৃতির খেলা। আপনি তাড়াতাড়ি ফটুপোস্ট দিন।
ছবি দেখার জন্য এবং কমেন্টানোর জন্য
পিপিটাইপ পোস্ট দিতে হবে!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আলবাত!
সবগুলোই ভালো হয়েছে তার মধ্যে এগিয়ে রাখলাম ৬,৭ নং কে। সেই সাথে গানগুলো । আপনার মত ছবি যদি তুলতে পারতাম!
আমি প্রথমে ভেবেছিলাম আপনি বোধ হয় বন্যা আপু ।
আপনার কাজুর ছবিগুলো অনেকই সুন্দর ছিল, আপনি কত ভাল ছবি তুলতে পারেন তা কিন্তু জানা আছে।
বাহ! ছবিগুলা বেশ সুন্দর হইছে, এরকম আরও পোস্ট আসতে থাকুক
হিল্লোল
ধন্যবাদ হিল্লোল
চমৎকার সব ছবি! কবে যে আমি এমন করে সব দেখবো! ৬ নাম্বার ছবিটা অপূর্ব এসেছে।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ধন্যবাদ মেঘা আপু। আজ থেকেই দেখা শুরু করুন না।
খুব ভালো আইডিয়া।
আচ্ছা আপনে মনে হয় খেয়াল করেন নি, সূর্য নিয়ে যে ৫ টা ছবি আছে সবগুলোতেই দিগন্ত বাঁকা হয়ে আছে????? কি ব্যাপার!
facebook
এ্যঙ্গেলের কারণে নয় কি? দিগন্ত সোজা করলে মানুষ বাঁকা হয়ে যাবে না?
ব্যাপারটা কিছুটা তাই, কাদের ফ্রেমে রাখব আর কাদের বাদ দিব তা ঠিক করতে গিয়ে দিগন্ত বাঁকা হয়ে গেল
ওই যে বললাম বাঁকা ছবির যুগ এখন ।
আসল ঘটনা হল আশেপাশে এত ভিড় ছিল, তাদের বাদ দিতে দিগন্ত বাঁকা করতে হয়েছে।
আপনাকে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য।
দারুন সব ছবি তার সাথে আমার ভালোলাগা আর ও কিছু গানের লাইন, কবিতার লাইন। এইবার দেশে গিয়ে পেয়েছিলাম মৌসুমী ভৌমিকের একটা গানের সন্ধ্যা। চোখে পানি চলে এসেছিল এই মানুষটার এমন আবেগমাখা গান শুনে।
ধন্যবাদ বন্দনা'দি।
মৌসুমি ভৌমিক আসলেও অসাম।
বড় হইয়া আমিও ছবি তুলুম আর পিপি'দার মতন একটা ফটুপোস্ট দিমু ভাবতেছি।
...........................
Every Picture Tells a Story
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
আমি একদিন মুস্তাফিজ ভাইয়ের ফ্লিকার অ্যাল্বামে ঢুকে একটা রাত শেষ করে দিছি, কিন্তু অ্যাল্বাম শেষ করতে পারি নাই। মুস্তাফিজ ভাই বিনয়ের অবতার!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চমৎকার!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ভালো ছবি
আপনের দেখি মেলা গুন। ফ্যাসিবাদি মডুরা আপনেরে হাচল বানায় না কেন? এই ধাক্কায় আপনে হাচল হয়ে যাবেন ঠিক ঠিক।
আপনি পোস্টে কমেন্ট দিলেন তাতেই আমি ধন্য
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
নাহ ভাল্লাগলো না! (হিংসায় জ্বলে পুড়ে মরার ইমো হবে)
সূর্যাস্তের এত সুন্দর ছবি কেউ তোলে!! খুব খ্রাপ!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আপু
লেখাটাতো ভালই হয়েছে। আমাকে ছবিগুলো খুব আকৃষ্ট করেছে।
ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর সব ছবি।
আমিও আপনাকে হাচল করার দাবি জানাই।
ধন্যবাদ
বাহ আমি একটু ব্যস্ত আর এর মধ্যে এত্ত সুন্দর ছবিব্লগ ছেড়ে দিছেন? এতগুলা লেখা দিয়েও এখনও হাচল হননাই? মডুদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গেলাম
১, ৭ অসাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনার জটিল সব ছবিও ফ্লিকারে দেখলাম, দেশের ছবিগুলা বেশি সুন্দর। পোষ্টান না কেন?
মডুরা কেন জানি আমারে ভালু পায় না।
আমি তো মাঝে মাঝেই পোস্টাই! এবার মনে হয় আর মডুরা পার পাবে না। জনগণের দাবী।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ছবি আর কবিতা দুটোই মন জয় করা। আপনার উপস্থাপনা হৃদয় ছুঁয়ে গেল।
-অমৃত পিয়াসী
ধন্যবাদ অমৃত পিয়াসী। আপনার নিকটা সুন্দর।
ওরে সব ছবি, আমি ত পুরাই টাস্কি খেলাম।
নতুন ছবি দেখার দাবী জানিয়ে গেলাম আপু।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
এই পোস্ট এতদিন চোখে পড়ে নাই ক্যান?? আহা, আমি কেন এমুন ছবি তুলতাম পারি না?? কেনু কেনু কেনু??
পরের ছবিগুলান কবে আসবে??
ফারাসাত
এতদিন পর পোস্টে উকি মারার জন্য
ক্যামেরা নিয়ে নেমে পড়েন শীগগির।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
নতুন মন্তব্য করুন