ঘাট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ৩১/০৭/২০১২ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘাটে গিয়ে বসি । ঘাট নেই । যা আছে পরিত্যক্ত জীবন । যেন কোন কালে ছিল শৈশব । ছিল ভরা পূর্ণিমা দেখা রাত বা জল ভেজা ঘোমটা বেলা । পাপ-পুণ্য ধোঁয়া বিস্তৃত সময় অনেক হয়েছে গত । প্রতিদিন দেখাদেখি নিয়মের ফাঁকে যখনই আড়াল পথ মাপা, তখনই আপন যত্নে মাকড়শা করে নিয়েছে বাসা- শেওলার কাল ।

লতানো পুঁইডাঁটায় লতিয়ে-পেঁচিয়ে ধরে ধুলো । হয়না রঙ্গিন জল কতকাল- হাতে মুখে মাখামাখি, ছোটাছুটি ছিপছিপে ত্রস্ত পায়ে । লুটোপুটি শেষে ঘাটের জলে মিলেমিশে একাকার রঙ্গিন রং গুলো । ফেনায় ফেনায় ধুয়ে যায় কিছু না চাওয়ার বেলা । জানা ছিল আবার আসবে সে কাল ।

কাল আর আসেনি কেউ । ঢেউ জড়ায়নি কারও পা । ঢেউয়ে ঢেউয়ে কাদা জরো হয়ে পচা পাতার শ্মশান সাজায় । কেউ আর মাড়ায় না সে পথ । অবহেলায় নীরবতা পা ছড়িয়ে নেমে আসে ঘাসে ঘাসে ।

অনেকদিনের ঘাসে পা ফেলে হাঁটতে ভয় হয় । বিরান রাজ্যে নতুন আগন্তুক দেখে ওরা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তাকায় । বাসিন্দাদের কাছে সহজ হতে না পেরে ছোঁয়াচ বাঁচিয়ে দুটো পা ততক্ষণে খুঁজে নেয় ঘাট ।

এতটা কাল পেরিয়ে ফিরে আসতে জানে যে তাকে চিনে নিতে হয়না ভুল । মলিন কাঠে- শেওলায় পা জড়িয়ে এলেই বলে, এতকাল পর?

জলে জলে শব্দ তুলে ঢেউয়ে চেপে ফিরে যেতে যেতে বলা, কোন এককালে আবার হয়তো ঢেউয়ে চেপে... হয়তো আবার... ফিরতে তো ভাল লাগে...

----------------------------------------------------------------------------------------------------------------

কড়িকাঠুরে...
৩১.০৭.২০১২


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এতটা কাল পেরিয়ে ফিরে আসতে জানে যে তাকে চিনে নিতে হয়না ভুল

ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

কড়িকাঠুরে এর ছবি

অনেক ধন্যবাদ ।

ক্রেসিডা এর ছবি

ভালো লাগলো লেখাটা। বস, আপনিও একটা লাইনের শেষে একটা স্পেস দিয়ে "দাড়ি" দেন। কেমন যেন লাগে দেখতে। স্পেসটুকু বাদ দিলে ভালো হয়।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কড়িকাঠুরে এর ছবি

"বস" কৈলে কেমুন জানি লাগে...

সবগুলো এভাবেই লিখি, মাথায় থাকলো (স্পেস না দিয়ে "দাড়ি" দেয়ার চেষ্টা করলাম তার আগেই হাত চলে যায় স্পেসবার'এ) ।

পথিক পরাণ এর ছবি

এত্ত ছোট ক্যান? ফাঁকিবাজি?

কড়িকাঠুরে এর ছবি

কী করমু বেশি লিখতে গ্যালে প্যাঁচ খাইয়া যায় তো- খাইছে

মৌনকুহর এর ছবি

চলুক
লেখালেখি চলুক!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

কড়িকাঠুরে এর ছবি

ওক্কে... আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নিরবতা এর ছবি

চলুক

কড়িকাঠুরে এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মেঘা এর ছবি

কেমন মন খারাপ করা লেখা! ভালো লেগেছে।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

কড়িকাঠুরে এর ছবি

মন খারাপের জিনিসগুলোই আমাদের বেশি পছন্দের...
ধন্যবাদ ।

চরম উদাস এর ছবি

হাততালি
বড়ই রোমান্টিক

কড়িকাঠুরে এর ছবি

(এহেম এহেম)
ধন্যবাদ ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভীষণ ভালো লাগলো পড়তে।
"এতটা কাল পেরিয়ে ফিরে আসতে জানে যে তাকে চিনে নিতে হয়না ভুল" - যে ফিরে আসতে জানে, তাকে নিশ্চিন্তে বারবার হারিয়ে যেতে দেয়া যায়। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কড়িকাঠুরে এর ছবি

"যে ফিরে আসতে জানে, তাকে নিশ্চিন্তে বারবার হারিয়ে যেতে দেয়া যায়।"- দারুণ

ধন্যবাদ ।

সত্যপীর এর ছবি

ভারী চমত্কার!

..................................................................
#Banshibir.

কড়িকাঠুরে এর ছবি

অনেক ধন্যবাদ ।

অতিথি লেখক এর ছবি

খুবি মন খারাপের , খুবি মন কেড়ে নেয়া । দাবি বেড়ে গেল, নীড মোর
// সারাজীবন

কড়িকাঠুরে এর ছবি

ইয়ে, মানে...
দেখি... আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

tanim এর ছবি

খাইসে!! এতো রোমান্টিক হইলা কবে??

কড়িকাঠুরে এর ছবি

ইয়ে, মানে...
অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া মাত্রই সকলকে অবগত করা হবে- দেঁতো হাসি

ধইন্যবাদ ।

প্রৌঢ় ভাবনা এর ছবি

এই প্রৌঢ়বেলায়ও লেখাটা ভাল লাগলো।

কড়িকাঠুরে এর ছবি

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল...

ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

এই সেই অপেক্ষার ঘাট, সব জনমের
কত কথা, কত পুঁথির গুণগুণ
শ্যাওলার আপন ঢেউ
কত সুখের গায়ে ভাঁজ তোলে ব্যথা

সেই অপেক্ষার ঘাট

_________
অনুচ্ছেদ

কড়িকাঠুরে এর ছবি

ভাল লিখেছেন তো...

ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।