এবার সবার রঙে রঙ মেশেতে হবে - পাঁচ মিশালি ছবি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১১/০৮/২০১২ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক'দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম.... সাদা-কালো ছবি নিয়ে। তাই আজকে আবার লিখতে বসলাম। বরাবরের মতই ছবি নিয়ে। নাহ.... এইবার ঠিক সাদা-কালো না। বলা চলে পাঁচ মিশালি।
আগেই বলা ভালো, আমার ছবির কোন ধরা বাধা নিয়ম নাই। চোখে যা ভালো লাগে.... তাতেই..... মার ক্লিক, যা থাকে কপালে। অনেক সময় এমন হয়.... যে কোন একটা ছবি ভালো লাগে না। তখন.... ওইটার সাথে আরো দুই তিনটা ছবি নিয়ে ফটোশপে দেই ঘুটা। ফলাফল.... কিছু না কিছু হয়েই যায়। অনেকে আবার এইটা বিরোধিতা করে..... করুক। আমার কি ? আমার বাপু ভালো লাগে..... আসলে..... এইটা করতে মজা পাই।
অধিকাংশ ছবি সাদা-কালো করতে করতে কেমন জানি একটা একঘেয়েমি চলে আসছিলো। তাই..... একটু রঙিন ছবির দিকে মন দিলাম। তবে ছবিগুলো নির্দিষ্ট কোন জায়গার তোলা না...... বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তুলেছিলাম।

তাহলে শুরু করা যাক.....
ও হ্যাঁ..... কোন পরামর্শ থাকলে অবশ্যই জানান.....

১.
ঘরে ফেরা...

২.
Time Has Gone..

৩.
The Iron Man

৪.
জল ছবি

৫.
DSC8302

৬.
Reflection

৭.
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর; ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচের আলো আর অন্ধকার তোমার;

৮.
Experimental
(মাঝে কিছুদিন মাথায় টেক্সারের ভূত চাপছিলো.... তারই ফল...)

৯.
Someone left me

১০.
আঁধারে নয় আলোতে ভয়

১১.
Untitled

১২.
সন্ধান

১৩.
Face
(প্রোসেস করে ছবিটায় কিছুটা ভিন্ন লুক আনার চেষ্টা করেছি মাত্র)

১৪.
Someone is buying , someone is returning....

১৫.
বেঁচে থাক সবুজ....

১৬.
Untitled

শেষের কথা-

## কিছু ছবিতে ওয়াটার মার্ক হিসেবে একটা গ্রুপের লোগো দেয়া আছে। একটা বিশেষ কারনে ওই লোগোটা ব্যবহার করা হয়েছিলো। ফ্লিকারে প্রো একাউন্ট না থাকার কারনে ছবিগুলো নতুন করে আপলোড করা সম্ভব হল না।

## ব্যক্তিগতভাবে ছবিতে পোস্ট প্রোসেসিং করার বাতিক আছে। তাই প্রতিটা ছবিতেই ফটোশপের ছোঁয়া লেগেছে । খাইছে

## ছবিগুলো তারিখ অনুসারে দেয়া হয়েছে। পুরাতন ছবি আগে দেয়া হয়েছে।

সবাইকে ধন্যবাদ।

-অনুপম প্রতীপ


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার ছবির হাত ভালো মনে হচ্ছে।

৪ নম্বরটা টি আসল রিফ্লেকশন?

অতিথি লেখক এর ছবি

হ্যাঁ.... ওটা রিফ্লেকশন ছিলো ।

----
অনুপম প্রতীপ

সুমাদ্রী এর ছবি

মার ক্লিক, যা থাকে কপালে

এভাবে মেরেই এত সুন্দর ছবি তুলছেন, দেখেশুনে বিষয় নির্বাচন করে তুললে না জানি কী করবেন।

৩, ৫, ৮, ১০ বেশী ভাল লেগেছে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

----
অনুপম প্রতীপ

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

হাসি

----
অনুপম প্রতীপ

বন্দনা এর ছবি

দারুন সব ছবি। চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

----
অনুপম প্রতীপ

শাব্দিক এর ছবি

ছবিগুলো কম্পোজিশান হিসেবে অসাধারণ লেগেছে, কিন্তু ফটোশপের ঘুটাঘুটিতে ন্যাচারাল লুকটা কম লাগছে।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি

হুম.... হতেও পারে। হাসি

----
অনুপম প্রতীপ

nakim এর ছবি

ছবিগুল খুবি সুন্দর। তবে প্রতিটা ছবি ভিন্ন ভিন্ন যায়্গা থেকে তোলা তাই প্রতিটা ছবির সাথে বরননা দিলে ভাল হয়।

অতিথি লেখক এর ছবি

হুম ... চেষ্টা করবো।

------
অনুপম প্রতীপ

মাহবুব লীলেন এর ছবি

সবগুলাই দুর্দান্ত কিন্তু ৩ নম্বরটার তুলনা হয় না

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

------
অনুপম প্রতীপ

পথিক পরাণ এর ছবি

আপনার ছবির বিষয়গুলো আসলেই মনোমুগ্ধকর।
৮ নম্বরটা জোশ।
(তবে - ইয়ে- ৯ নম্বর ছবিতে হলুদ ফুলটা ছাড়াই মনে হয় ভালো লাগত বেশি।)

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------
অনুপম প্রতীপ

রংতুলি এর ছবি

বাহ! দারুণ!

অতিথি লেখক এর ছবি

ধইন্যা

------
অনুপম প্রতীপ

স্বপ্নহীন এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

হাসি

------
অনুপম প্রতীপ

অতিথি লেখক এর ছবি

দারুণ সব ছবি, ফটোব্লগিং চালু থাকুক ‌ চলুক

হিল্লোল

অতিথি লেখক এর ছবি

হুম.... আমারো চেষ্টা চলুক।

------
অনুপম প্রতীপ

তিথীডোর এর ছবি

প্রশংসা আর সমালোচনা, দুটোই তো আগেই করেছি বাছা। খাইছে
এই বেলা তারা দাগিয়ে গেলুম। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- তিথীপু

------
অনুপম প্রতীপ

সত্যপীর এর ছবি

মারাত্মক!

চলুক

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

হাসি

------
অনুপম প্রতীপ

স্যাম এর ছবি

রঙ মেশেতে হবে?

অতিথি লেখক এর ছবি

হুম

------
অনুপম প্রতীপ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণভাবে মুগ্ধ হলাম ভাই চলুক !!!


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

হাসি

------
অনুপম প্রতীপ

অমি_বন্যা এর ছবি

উত্তম জাঝা!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

------
অনুপম প্রতীপ

অরফিয়াস এর ছবি

আপনার তোলা ছবিগুলো ভালো লাগে, একটা ভালো ছবির অনেকগুলো গুণ থাকা দরকার বলে মনে করি, তার মাঝে একটা হলো, চিত্রগ্রাহকের একটা ছবি দিয়ে দর্শককে কিছু বার্তা পৌঁছে দিতে চাওয়ার ইচ্ছাটার প্রতিফলন। সেটা জীবনভিত্তিক হোক কিংবা এবস্ট্রাক্ট। সেদিক থেকে আপনার এবস্ট্রাক্ট কাজগুলো আমার বেশি ভালো লাগে।

তবে অনেকেই বলেন ছবির এডিটিং ভালো লাগেনা, আমার সেরকম নয়। পোস্ট প্রসেসিং এর কাজটা আমার ভালোই লাগে। তবে হয়তো তাতে একটু ন্যাচারাল ভাবটা নষ্ট হয় কিন্তু আমার কাছে খারাপ লাগেনা।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ

------
অনুপম প্রতীপ

কড়িকাঠুরে এর ছবি

দারুণ... দারুণ...

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি

------
অনুপম প্রতীপ

ক্রেসিডা এর ছবি

মাথা নষ্ট সব ছবি!!! অসামমমমমমম

গুরু গুরু

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

হা হা হা.... অনেক ধন্যবাদ।

------
অনুপম প্রতীপ

অতিথি লেখক এর ছবি

২, ৩, ৪, ১৪ নং ছবিগুলো খুব ভালো লেগেছে।
-ঘুমের সাগর

অতিথি লেখক এর ছবি

ধইন্যা হাসি

------
অনুপম প্রতীপ

নিরবতা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

হাসি

------
অনুপম প্রতীপ

প্রৌঢ় ভাবনা এর ছবি

ছবি ভাল হয়েছে। চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

------
অনুপম প্রতীপ

মেঘা এর ছবি

৫ নাম্বারটা পুরাই এপিক! সাদা-কালো ছবিগুলোর মতোই ভালো লেগেছে। তবে একটু একটু করে লেখাও যোগ হলে মন্দ হতো না।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

ইয়ে মানে আসল কথা হল গিয়ে..... ক্যাম্রার ভিউ ফাইন্ডারে চোঁখ রেখে দু চারটা ক্লিক করতে পারি.... কিন্তু এর সাথে লেখা !!! ওরে বাবা.... কেউ এসে , মেশিনগান দিয়ে পেটে ব্রাশফায়ার করলেও লেখা বের হবে কিনা সন্দেহ আছে.....
তারপরেও.... পরেরবার চেষ্টা করবো....একটু একটু করে লেখাও যোগ করে দেবার।

-----
অনুপম প্রতীপ

কৌস্তুভ এর ছবি

ভালো, ভালো। আমার ১২, তারপরে ১০ সবচেয়ে ভাল লেগেছে।

কুমার এর ছবি

চমৎকার।

সৈকত এর ছবি

৩, ৫, ৬, ৯ খুব ভালো লেগেছে আর আপনার ছবির হাত আসলেই খুব ভালো
আপন মনে করে একটা কথা বলতে চাই, ফটোশপ বাদ দিন আপনার ছবি আরও ভালো আসবে ।

অতিথি লেখক এর ছবি

আমি মেমন ফটোগ্রাফিকে আর্ট হিসেবে নিয়েছি ঠিক তেমনি ফটোশপের ব্যবহারকেও। আর.... ফটোশপকে কেন বাদ দিতে বললেন.... একটু বুঝিয়ে বললে ভালো হত.....

-------
অনুপম প্রতীপ

অতিথি লেখক এর ছবি

হাততালি চলুক
আগে দেখি নাই ক্যান?
৩ নং আমার বেশি ভাল লাগল।

--- ঠুটা বাইগা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।