ঈদ SMS এর রকম সকম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২০/০৮/২০১২ - ৯:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতি ঈদে SMS এর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করাটা এখন রীতিমত রেওয়াজ হয়ে গেছে। শুধু ঈদেই নয়, পহেলা বৈশাখ, বন্ধু দিবস, ভালবাসা দিবস সহ সব বিশেষ বিশেষ দিনে দূরের এবং কাছের প্রিয় মানুষগুলোকে SMS দিতে আর তাদের কাছ থেকে SMS পেতে ভালোই লাগে। এই SMS গুলো বিভিন্নটা বিভিন্ন স্বাদের। আজকের আয়োজন বিভিন্ন স্বাদের এইসব SMS নিয়ে।

কিছু SMS আছে রম্য ধাঁচের। যেমনঃ

Beaware of other duplicate "Eid Wishes". I am the only authorized ISO 900:2008 certified sender of Eid Wishes and I wish you an original sweet EID MUBARAK

আবার কিছু SMS হয় দার্শনিক টাইপেরঃ

Namazer khobor ki rakhen,balancer moto?Azan sune ki othen,ringtoner moto?Quran monojog dia ki poren,sms er moto?Duniyate ato busy hoiyenna,networker moto. Eid Mubarak

বঙ্গানুবাদঃ নামাজের খবর কি রাখেন, (মোবাইল) ব্যালান্সের মত? আজান শুনে কি ওঠেন, রিংটোনের মত? কুরআন কি পড়েন মনোযোগ দিয়ে SMS এর মত? দুনিয়াতে এত বিজি হইয়েন না (মোবাইল) নেটওয়ার্কের মত। ঈদ মুবারক।

কিছু কিছু SMS আছে ছোট্ট ছোট্ট ছড়ার আকারে।

Eider"Dawat"2mr Tore,Ashbe 2mi Amr"Ghore"kobul koro Amr"Dawat",Na korle pabo"Agahat",Tokhon kinto debo"Ari",Jabo na r 2mr"Bari"

বঙ্গানুবাদঃ
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।

ইউনিকোডের কল্যানে বাংলা SMS বেশ আগে থেকেই প্রায় সব মোবাইলে পড়া এবং পাঠানো যায়। গত বছর থেকে দেখছি আরবী SMSও পড়া এবং ফরওয়ার্ড করা যাচ্ছে।

السلام‎ عليكم‎ .
عيد‎ مبارك‎. 
(আসসালামু আলাইকুম, ঈদ মুবারক)

এগুলো তো গেলো নানা রকম টেক্সট SMS। তবে সবচেয়ে মজাদার বোধহয় SMS শিল্পকর্মগুলো। SMS এর সীমিত পরিসরে এবং নির্ধারিত কিছু অক্ষরের মাধ্যমেই আমাদের দেশের (এবং হয়তো বিদেশেরও) SMS শিল্পীরা রচনা করে ফেলেছেন বেশ কিছু মনকাড়া চিত্রকর্ম। উদাহরণ নিচের SMS গুলো।

1.

\\ ___ //
\\//\\//ishing
""" """
\\//
//ou
"'
// ___ //
// """ //appy

"Eid Mubarak"!

2.

/""""'\
/ /""""'
/ """ ID
/ /"""'
/ """"\
"""""""'""
/" \ / " \
/ \/ UBARAK...
/_ /\___/\ __\

3.

@======@
) EID )
/ MUBA /
( RAK (
@======@

4.

E |""'"\/""" |
I | UBARAK
D |__|'v'|__|

5.

________
| _____)
| |___
| ___)ID MUBARAK
| |____
|_______)

6.

.i.
["] ,j,
["] ,-"""'-, .i.,
["],,(,,,,,,,,,,),,['"]¡,
|-------------------|,
EID Mubarak!

সবাইকে Original ঈদ মোবারক।

-অয়ন
engrauyonঅ্যাট live.কম


মন্তব্য

anonymous এর ছবি

এটা গতকাল দেয়া উচিত ছিল। ঈদ মোবারক।

অতিথি লেখক এর ছবি

আপনাকেও ঈদ মোবারক

সুমন চৌধুরী এর ছবি

এই ফালতু পোস্ট প্রকাশের মানে একটাই হতে পারে। কী ধরণের পোস্ট নিয়মিত বলি দেওয়া হয় তার উদাহরণ হিসাবে .....

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
-অয়ন

ফরিদ  এর ছবি

গত কয়েক ঈদে আমি বন্ধু স্থানীয়দের EM লিখে ঈদ শুভেচ্ছা জানিয়েছি। রিপ্লাইও পাই বেশ মজার। যেমন - TU / STU/ !!/ ?/ আবার কেউ কেউ লিখে "বাকী ইন্সটলমেন্ট কে দিব?", "এর চেয়ে সংক্ষেপ আর নাই? " ইত্যাদি।
এবার একজন বিরক্ত হয়ে লিখছে, "EM" তো অনেক দিন হইল, এইবারতো ভ্যে ছিলাম ব্ল্যাঙ্ক মেসেজ পাওয়ার ঃ(

স্রেফ মজা করার জন্য এই ব্যক্তিগত ব্যাপারটা শেয়ার করলাম।

অতিথি লেখক এর ছবি

হাসি

সত্যপীর এর ছবি

অনলাইন ডেস্ক এর প্রতিবেদন মার্কা হয়ে গেসে, সারবস্তু কিসু নাই. এইটা বেস করে আরেকটু খেটে লিখলে পারতেন.

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

অনলাইন ডেস্ক নিয়ে খারাপ কিছু বলবেন না, খপরদার রেগে টং

অতিথি লেখক এর ছবি

মন্তব্যটা ভালো লাগলো সত্যপীর ভাই। আসলে এস এম এস গুলোর ধরন দেখে মজা পেয়েছিলাম, তাই শেয়ার করতে চেয়েছিলাম।

ধন্যবাদ
-অয়ন

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

পুরাই ফালতু!

---------------------
আমার ফ্লিকার

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
-অয়ন

অরফিয়াস এর ছবি

লেখকের উদ্দেশ্যেই বলি, কিছু কিছু লেখা মনে হয় বড়জোড় ফেসবুক স্ট্যাটাস হওয়ার যোগ্যতা রাখে এর থেকে বেশি কিছু নয়। ভালো বিষয়ে লিখুন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
-অয়ন

অতিথি লেখক এর ছবি

ভালেো লাগলেো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

কয়েকদিন অফলাইনে থাকায় সচলে আসা হয়নি। আমি এই পোস্ট টা স্রেফ মজার জন্য দিয়েছিলাম। এটা মোটেও সিরিয়াস কিছু না। যাই হোক, আপনাদের মন্তব‌্যের জন্য ধন্যবাদ।

-অয়ন

ধুসর গোধূলি এর ছবি

পোস্টে পাঁচতারা। এরকম পোস্ট আরও চাই। বকরা ঈদেও দিয়েন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।