শেষরাতে নামা বৃষ্টি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৫/০৮/২০১২ - ৮:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিষাদগ্রস্ত বিষণ্নমুখ
শুণ্য চোখের দৃষ্টি ।
হাহাকার রব মুছে দেয় সব
শেষরাতে নামা বৃষ্টি ।

নিঠুর জীবন নিঠুর ধরণী
কাঁটাবেধা খালি পা ।
বৃথা আক্রোশ অসহায় রোষ
নোনা ঘামে ভেজা গা ।
কত বেদনায় অশ্রুসজল
ক্ষীণ হয়ে আঁখি দৃষ্টি
তবু যত ক্ষোভ মুছে দেয় সব
শেষরাতে নামা বৃষ্টি ।

দিগন্তপানে মিলেছে অতীত
মধুময় সব স্মৃতি ।
আজ সেই পথে একলা পথিক
পথই তার সমব্যথি ।
হাঁটুগেড়ে বসে পথের ধূলায়
অনুভবে প্রিয়ক্ষণ ।
আজ সে একা চিরতরে একা
কুঞ্চিত দুনয়ন ।
মমতায় ভরে পথিকের চোখ
ধুয়ে দেয় সব সৃষ্টি ।
আঁধারের রাত ভাঙে সুপ্রভাত
শেষরাতে নামা বৃষ্টি ।

(একাউন্ট নামঃ অপহত)


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

এই পদ‌্যটা সিপাহি বিদ্রোহের আগে লিখলে একেবারে মারমারকাটকাট পড়ে যেতো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।(অপহত)

অতিথি লেখক এর ছবি

ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইলেন।

অতিথি লেখক এর ছবি

সুন্দর
তুহিন হাসান

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।(অপহত)

জি.এম.তানিম এর ছবি

দ্বিতীয় লাইনগুলোতে মাত্রা বেশ অনিয়মিত মনে হলো।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

স্বীকার করছি আমার মাত্রাজ্ঞান একেবারেই নেই। ওটা নিয়ে পড়াশুনা করা হয় নি কখনো।(অপহত)

নীড় সন্ধানী এর ছবি

বিষাদগ্রস্ত বিষণ্নমুখ

প্রথম লাইনের দুটো শব্দের বানানই ভুল?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

বানান ভুলটার জন্য দুঃখিত। এরপর থেকে আরো সতর্ক হবো।(অপহত)

এক জোনাকি এর ছবি

বাহ!

অতিথি লেখক এর ছবি

বেশ ছিলো ।
( সিফাতস্কি আলমাস )

অতিথি লেখক এর ছবি

কবিতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।
তবে ভালো লেগেছে।

নির্ঝর অলয়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।