ইয়োলোস্টোন- বিশ্বের প্রথম জাতীয় উদ্যান [পর্ব ১]

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৮/০৮/২০১২ - ১২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইয়োলোস্টোন জাতীয় উদ্যান ঘুরে আসলাম প্রায় বেশ কিছুদিন হয়ে গেল। লিখব লিখব করেও লিখা হয়ে উঠছে না। তাই বরাবরের মতই একটা ফাকিবাজি ফটোব্লগ পোস্ট দিলাম। ভবিষ্যতে কোন এক সময় বিস্তারিত লেখার ইচ্ছা আছে।

[১] রংগিলা উষ্ণ প্রসবন (Colorful Hot spring )
 Yellowstone National Park - WY - USA.

দেখতে অসাধারন সুন্দর হলেও এই জায়গাটায় বেশিক্ষন অবস্থান করা প্রায় অসম্ভব। হাইড্রোজেন সালফাইড গ্যাসে ভরা। পচা ডিমের মত ভয়াবাহ গন্ধ।

[২] গাইজার (ফোয়ারার মত এক ধরনের প্রাকৃতিক উষ্ণ প্রসবন)
(Lower Geyser Basin: Yellowstone National Park - WY - USA.)
 Yellowstone National Park - WY - USA

Geyser at Yellowstone National Park

[৩]সবুজ উষ্ণ প্রসবন
Untitled-2

[৩] বিশ্রামরত বাইসন

Bison resting at Yellowstone National Park, Montana, USA

ইয়োলোস্টোন তার বাইসনের পালের জন্য পৃথিবী বিখ্যাত। বিশ্বের তাবত বাইসনের একটা বড় অংশের আবাস্থল ইয়োলোস্টোন জাতীয় উদ্যান।
IMG_2423

[৪] শিকারি কয়োটি
Coyote at Yellowstone national park

[৫] গ্রান্ড ক্যানিয়ন, ইয়োলোস্টোন জাতীয় উদ্যান

Grand Canyon, Yellowstone NP

[৬] ম্যামথ উষ্ণ প্রসবন
Mammoth Hot Spring, Yellowstone

[৭] ইয়োলোস্টোন লেক
IMG_5033

IMG_5017

লেখা ও ছবি - জাবেদুল আকবর
zabedDOTakbarATgmailDOTcom


মন্তব্য

ব্যাঙের ছাতা এর ছবি

লেখার সাথে একটু বর্ননা দিলে বেশি ভালো লাগত।
ছবিগুল ভালো লেগেছে। চলুক

জাবেদুল আকবর এর ছবি

বিস্তারিত বর্ননা সহ লিখার ইচ্ছা আছে পর্ব ২ থেকে।
ধন্যবাদ আপনাকে।

অতিথি লেখক এর ছবি

উষ্ণ প্রসবনের ছবিগুলো কিন্তু বেশ, এমন আরও আসতে থাকুক চলুক

হিল্লোল

জাবেদুল আকবর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নিরবতা এর ছবি

চলুক

জাবেদুল আকবর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চলুক

সৌরভ কবীর

জাবেদুল আকবর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি

ধুর মিয়াঁ, এই এক জায়গা যাওয়ার জন্য আম্রিকা যেতে চাই, ওল্ড ফেইথফুলের জলে ভিজতে চাই, আর আপনি খালি ছবি দিয়ে খালাস! বড় করে লেখেন রে ভাই,
চউ দা--ও তো যাবে শুনলাম সেখানে এই বছর।

চরম উদাস এর ছবি

রিপোর্টিং লাইভ ফ্রম ওল্ড ফেইথফুল চাল্লু

জাবেদুল আকবর এর ছবি

চলুক

জাবেদুল আকবর এর ছবি

রাগ হইয়েন না ভাইডি, আমি লেখালেখির ব্যাপার আনাড়ি। তারপরও বিস্তারিত বর্ননা সহ লিখার চেষ্টা করব পর্ব ২ থেকে।
চউ দার কাছ থেকে ইয়লোস্টন নিয়ে একটা গরম গরম লেখা আশা করছি হাসি
আম্রিকা আসলে আওয়াজ দিয়েন, আপনার সাথে ঘোরাঘুরি করার ইচ্ছা আমার অনেকদিনের ।

কৌস্তুভ এর ছবি

সুন্দর জায়গার সুন্দর ছবি। সবাই প্রচুর টইটই করে বেড়াচ্ছে দেখা যায়!

জাবেদুল আকবর এর ছবি

ধন্যবাদ কৌস্তভদা। টইটই করে বেড়াচ্ছি ঠিকই এইদিকে গবেষনার বারটা বেজে যাচ্ছ মন খারাপ

চরম উদাস এর ছবি

হে হে হে হে, আমি এখন অত্র এলাকাতেই বসে আছি। বড়ই বুটিফুল দেঁতো হাসি

সত্যপীর এর ছবি

বিশ্রামরত বাইসনের পাশে খাড়ায়া ফটুক দিয়েন।

..................................................................
#Banshibir.

জাবেদুল আকবর এর ছবি

সাবধান গুতা দিবে কিন্তু চোখ টিপি

জাবেদুল আকবর এর ছবি

আমি গিয়েছিলাম জুলাই মাসের প্রথম সপ্তাহে। তখন প্রচন্ড গরম ছিল, ৪০ ডিগ্রির মত। চামড়া পুরে কয়লা হইয়া গেছে। আপনি কি ক্যাম্পিং করতেছেন? ভাল্লুক থেকে সাবধান হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনুর পোস্টের পর এই পোস্ট...
সহ্য হয় না... যাই মহাখালী যাই

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
জাবেদ আকবর এর ছবি

চিন্তিত

সত্যপীর এর ছবি

এট্টুক? আপ্নেই না ক্যালগেরি স্ট্যাম্পিডের উপর ব্লগ দিসিলেন? তখন তো ভালৈ বর্ণনা ছিল, এখন খালি কয়টা ছবি ক্যান? পরের পর্ব থেইকা একটু বর্ণনা টর্ণনা দিয়েন।

..................................................................
#Banshibir.

জাবেদ আকবর এর ছবি

বিস্তারিত বর্ননা সহ লিখার ইচ্ছা আছে পর্ব ২ থেকে। সাথে থাকুন হাসি

দুর্দান্ত এর ছবি

গরম গাইজারের ফানিতে সিদ্ধ বাইসনের গোস্ত খাইতাম ছাই।

জাবেদুল আকবর এর ছবি

হো হো হো চইলা আসেন ভাইডি, সিদ্ধ বাইসনের গোস্ত আমারও খাইতে ইচ্ছা করতেছে।

তাসনীম এর ছবি

ইয়েলোস্টোনে গিয়েছি। দুর্দান্ত জায়গা। আবার যাওয়ার ইচ্ছে রাখি।

আরও বেশি বর্ননা থাকলে ভালো লাগতো। ইয়েলোস্টোনের পাশের পার্ক গ্র্যান্ড টিটনও খুব সুন্দর।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

জাবেদ আকবর এর ছবি

কোলাকুলি

জাবেদুল আকবর এর ছবি

কোলাকুলি

রামগরুড় এর ছবি

মাশাল্লাহ বড়ই মনোহর মের্কিন মুল্লুক, ট্যাকা দ্যান, মের্কিন মুল্লুক যামু।

জাবেদ আকবর এর ছবি

আমি গরিব মানুষ ভাই
দিনে আনি দিনে খাই
বাড়ী গাড়ি কিছুই যে আমার নাই
শুধু জীবনটা উপভোগ করতে চাই।

কড়িকাঠুরে এর ছবি

চলুক - ২য় পর্ব তাত্তারি ছাড়েন...

জাবেদুল আকবর এর ছবি

ছাড়ছি।

রংতুলি এর ছবি

চলুক

জাবেদুল আকবর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

দারুণ সব ছবি।

জাবেদুল আকবর এর ছবি

লইজ্জা লাগে

স্যাম এর ছবি

চলুক আরেকটু বর্ননা থাকলে খুশি হতাম!
আসছে নভেম্বর এ একটা প্ল্যান আছে - কিন্তু ভাল সময় কোনটি আসলে?

শাব্দিক এর ছবি

প্রথম ছবির প্রসবনটা কি আসলেও এরাম রঙ্গিলা, নাকি এডিট করা?
বড়ই সৌন্দর্য জায়গা, ছবি ভালু পাইলাম চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

জাবেদ আকবর এর ছবি

রঙ্গিলা

অতিথি লেখক এর ছবি

বর্ণনা দরকার ছিল। তবু খারাপ লাগে নি। ধন্যবাদ।
অপহত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।