ইয়োলোস্টোন জাতীয় উদ্যান ঘুরে আসলাম প্রায় বেশ কিছুদিন হয়ে গেল। লিখব লিখব করেও লিখা হয়ে উঠছে না। তাই বরাবরের মতই একটা ফাকিবাজি ফটোব্লগ পোস্ট দিলাম। ভবিষ্যতে কোন এক সময় বিস্তারিত লেখার ইচ্ছা আছে।
[১] রংগিলা উষ্ণ প্রসবন (Colorful Hot spring )
দেখতে অসাধারন সুন্দর হলেও এই জায়গাটায় বেশিক্ষন অবস্থান করা প্রায় অসম্ভব। হাইড্রোজেন সালফাইড গ্যাসে ভরা। পচা ডিমের মত ভয়াবাহ গন্ধ।
[২] গাইজার (ফোয়ারার মত এক ধরনের প্রাকৃতিক উষ্ণ প্রসবন)
(Lower Geyser Basin: Yellowstone National Park - WY - USA.)
[৩] বিশ্রামরত বাইসন
ইয়োলোস্টোন তার বাইসনের পালের জন্য পৃথিবী বিখ্যাত। বিশ্বের তাবত বাইসনের একটা বড় অংশের আবাস্থল ইয়োলোস্টোন জাতীয় উদ্যান।
[৫] গ্রান্ড ক্যানিয়ন, ইয়োলোস্টোন জাতীয় উদ্যান
লেখা ও ছবি - জাবেদুল আকবর
zabedDOTakbarATgmailDOTcom
মন্তব্য
লেখার সাথে একটু বর্ননা দিলে বেশি ভালো লাগত।
ছবিগুল ভালো লেগেছে।
বিস্তারিত বর্ননা সহ লিখার ইচ্ছা আছে পর্ব ২ থেকে।
ধন্যবাদ আপনাকে।
উষ্ণ প্রসবনের ছবিগুলো কিন্তু বেশ, এমন আরও আসতে থাকুক
হিল্লোল
সৌরভ কবীর
ধুর মিয়াঁ, এই এক জায়গা যাওয়ার জন্য আম্রিকা যেতে চাই, ওল্ড ফেইথফুলের জলে ভিজতে চাই, আর আপনি খালি ছবি দিয়ে খালাস! বড় করে লেখেন রে ভাই,
চউ দা--ও তো যাবে শুনলাম সেখানে এই বছর।
facebook
রিপোর্টিং লাইভ ফ্রম ওল্ড ফেইথফুল
রাগ হইয়েন না ভাইডি, আমি লেখালেখির ব্যাপার আনাড়ি। তারপরও বিস্তারিত বর্ননা সহ লিখার চেষ্টা করব পর্ব ২ থেকে।
চউ দার কাছ থেকে ইয়লোস্টন নিয়ে একটা গরম গরম লেখা আশা করছি
আম্রিকা আসলে আওয়াজ দিয়েন, আপনার সাথে ঘোরাঘুরি করার ইচ্ছা আমার অনেকদিনের ।
সুন্দর জায়গার সুন্দর ছবি। সবাই প্রচুর টইটই করে বেড়াচ্ছে দেখা যায়!
ধন্যবাদ কৌস্তভদা। টইটই করে বেড়াচ্ছি ঠিকই এইদিকে গবেষনার বারটা বেজে যাচ্ছ
হে হে হে হে, আমি এখন অত্র এলাকাতেই বসে আছি। বড়ই বুটিফুল
বিশ্রামরত বাইসনের পাশে খাড়ায়া ফটুক দিয়েন।
..................................................................
#Banshibir.
সাবধান গুতা দিবে কিন্তু
আমি গিয়েছিলাম জুলাই মাসের প্রথম সপ্তাহে। তখন প্রচন্ড গরম ছিল, ৪০ ডিগ্রির মত। চামড়া পুরে কয়লা হইয়া গেছে। আপনি কি ক্যাম্পিং করতেছেন? ভাল্লুক থেকে সাবধান ।
অনুর পোস্টের পর এই পোস্ট...
সহ্য হয় না... যাই মহাখালী যাই
______________________________________
পথই আমার পথের আড়াল
আমারেও লইয়া চলো রহমান চাচার বাড়িতে...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এট্টুক? আপ্নেই না ক্যালগেরি স্ট্যাম্পিডের উপর ব্লগ দিসিলেন? তখন তো ভালৈ বর্ণনা ছিল, এখন খালি কয়টা ছবি ক্যান? পরের পর্ব থেইকা একটু বর্ণনা টর্ণনা দিয়েন।
..................................................................
#Banshibir.
বিস্তারিত বর্ননা সহ লিখার ইচ্ছা আছে পর্ব ২ থেকে। সাথে থাকুন
গরম গাইজারের ফানিতে সিদ্ধ বাইসনের গোস্ত খাইতাম ছাই।
চইলা আসেন ভাইডি, সিদ্ধ বাইসনের গোস্ত আমারও খাইতে ইচ্ছা করতেছে।
ইয়েলোস্টোনে গিয়েছি। দুর্দান্ত জায়গা। আবার যাওয়ার ইচ্ছে রাখি।
আরও বেশি বর্ননা থাকলে ভালো লাগতো। ইয়েলোস্টোনের পাশের পার্ক গ্র্যান্ড টিটনও খুব সুন্দর।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
মাশাল্লাহ বড়ই মনোহর মের্কিন মুল্লুক, ট্যাকা দ্যান, মের্কিন মুল্লুক যামু।
আমি গরিব মানুষ ভাই
দিনে আনি দিনে খাই
বাড়ী গাড়ি কিছুই যে আমার নাই
শুধু জীবনটা উপভোগ করতে চাই।
- ২য় পর্ব তাত্তারি ছাড়েন...
ছাড়ছি।
দারুণ সব ছবি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আরেকটু বর্ননা থাকলে খুশি হতাম!
আসছে নভেম্বর এ একটা প্ল্যান আছে - কিন্তু ভাল সময় কোনটি আসলে?
প্রথম ছবির প্রসবনটা কি আসলেও এরাম রঙ্গিলা, নাকি এডিট করা?
বড়ই সৌন্দর্য জায়গা, ছবি ভালু পাইলাম
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
রঙ্গিলা
বর্ণনা দরকার ছিল। তবু খারাপ লাগে নি। ধন্যবাদ।
অপহত
নতুন মন্তব্য করুন