বউ পালনে আমি যে সিদ্ধহস্ত, তা বলবো না (অবশ্য বউ পালনে কেই বা কবে সিদ্ধ হস্ত হতে পেরেছে?), তবে চিন্তা করে দেখলাম, যারা এখন শিশু পালন করছে, তারা শিশু পালন নিয়ে লিখবে (যেমন তাসনীম ভাই), আবার যাদের টিন এজ বাচ্চা আছে, তারা টিন এজারদের সমস্যা নিয়ে লিখবে, যারা প্রেম করছে, তারা গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড/রিলেশনশীপ নিয়ে লিখবে, তাই চিন্তা করে দেখলাম, নব্য বিবাহিত স্বামী কিভাবে তার বউ পালন করবে, তা নিয়ে কিছু একটা লেখা উচিত। সেই চিন্তা থেকেই এই লেখা। আপনাদের সুচিন্তিত মতামত, টিপস, বা সরাসরি গালি ইত্যাদি সাদরে গ্রহনীয়। আর পাঠক প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটি ধারাবাহিক বা এক পর্বের যে কোন কিছুই হয়ে পারে।
যাহোক, এবার আসি মূল প্যাচালে।
এক
প্রথমেই যে ব্যাপারটা ক্লিয়ার করে নেয়া উচিত, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড আর বউয়ের পার্থক্য।
১। আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হলে আপনি রাগ করে ফোন অফ করে দিতে পারেন, ফেসবুকে অফলাইন থাকতে পারেন, কিংবা দেখা না করতে পারেন, কিন্তু বউয়ের সাথে ঝগড়া ঝাটি হলেও লাভ নেই--- তাকে খসানোর কোন উপায় নেই, সে আপনার সাথেই থাকবে।
২। গার্লফ্রেন্ডের সাথে মনো মালিন্য হলে কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু বউ, বা আপনার যে কারো মুড অফ থাকলে প্রথমে বাবা-মা, তারপর ধীরে ধীরে ভাই ব্রাদার এবং এক পর্যায়ে শ্বশুড় শ্বাশুড়িও জানতে চাইবে সমস্যা কি?
৩।গার্লফ্রেন্ড বলবে, "ছাড়ো! কি করছো?" আর বউ বলবে, " যাও তো---মুড নেই"
যাহোক, ইউ গট দ্যা আইডিয়া। মূল কথা হলো, ভালো ছাত্র হলেই যেমন ভালো শিক্ষক হওয়া যায় না, ঠিক তেমনি, ভালো প্রেমিক হলেই ভালো স্বামী হওয়া যায় না। তাই প্রেমিকা এবং বউ , দুইজনের সাথে সফল হতে হলে আপনার দরকার হবে ভিন্ন ট্যাকটিকস।
একজন স্বামী হিসাবে প্রথমেই আপনাকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে, গড়ে মাসে (অন্তত) একবার আপনার বউয়ের মনে হতে থাকবে আপনার চেয়ে খারাপ স্বামী এই পৃথিবীতে নেই। সে আপনি সারা মাস ধরে বউয়ের যত যত্নই করেন না কেন! তখন তারা গাল ফোলাবে, চোখ ভিজাবে, চাইকি আপনাকে দুই একটা খামচি/হাল্কা চাপড়/ বা আরো উচ্চ পর্যায়ের শাস্তি পেতে হতে পারে।
তখন আপনি যেটা করতে পারেন, এই হাল্কা পাতলা পুরুষ নির্যাতনের কথা বেমালুম চেপে যেতে পারেন। মাঝে মাঝে “আর এমন করবোনা লক্ষীটি” বলে পা ধরে মাফটাফ চাইলে একদিনের মধ্যে আপনার বউয়ের মতিগতি ঠিক হয়ে যেতে পারে, আর তা না হলে আপনি ধরে নিতে পারেন, আপনার জন্য অপেক্ষা করছে অস্বস্তিকর একটা সপ্তাহ।
আপনি বউএর কাছে গিয়ে রাগ ভাঙ্গানোর চেষ্টা করলে “আমার সাথে তুমি কথা বলবে না”, আর রাগ ভাঙ্গানোর চেষ্টা না করলে “তুমি কেন আমার রাগ ভাঙানোর চেষ্টা কর নি” জাতীয় কথাবার্তা শুনতে হতে পারে।
এক্ষেত্রে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে অনেক সময় অবস্থার উন্নতি হতে পারে। বাপের বাড়ি গিয়েও বউয়ের মন ভালো না হলে/ বাপের বাড়ি যেতে না চাইলে বুঝতে হবে আপনি নিশ্চয়ই কোন না কোন ভুল করেছেন। হয়তো মনের ভুলে আপনার এক্স গার্লফ্রেন্ডের কোন একটা গুনের কথা বলে ফেলেছিলেন, বা এরকম কোন কিছু।
তবে, আর যাই করুন, এরকম অবস্থায় ভুলেও বউয়ের সাথে নতুন করে তর্কাতর্কিতে যাবেন না। মনে রাখবেন, বল আপনার কোর্টেও আসবে। তবে তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। অস্থির হলে চলবে না।
আমার এক বন্ধু, ঝগড়াঝাটির শুরুতেই “তুমি যা চাও তাই হবে” বলে ধীর্ঘদিন সুখে শান্তিতে বাস করছে। তবে, এই কথা বলতে যাদের লজ্জা লাগে, তাদের কয়েকটা দিন নিজের পিঠ নিজে চুলকানো, গ্লাসে পানি ঢেলে খাওয়া ইত্যাদি কাজগুলো নিজেরই করার প্রস্তুতি নিতে হবে। মিল মহব্বত হয়ে গেলে তখন এক সপ্তার কাজ এক দিনে করিয়ে নিয়েন।
(বউ অনেকক্ষন ধরে আমাকে কমপিউটারের সামনে দেখে বিরক্ত হচ্ছে, তাই আজকে এ পর্যন্তই)
বাবু
thatone4565এটgmail.com
মন্তব্য
অগুছালো মনে হল। খুব একটা ভালো লাগেনি
ডাকঘর | ছবিঘর
অগোছালো অভিযোগটি সত্যি। অফিসের কাজের ফাঁকে ফাঁকে তাড়াহুড়া করে লেখা। ভবিষ্যতে আরো যত্নবান হওয়ার আশা রাখি।
পড়ার, এবং প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ।
বাবু
thatone4565এটgmail.com
"মিল মহব্বত হয়ে গেলে তখন এক সপ্তার কাজ এক দিনে করিয়ে নিয়েন।"
ভালোই তো লাগতেছিল, থেমে গেলেন কেন। আরও লম্বা করতে পারতেন।
হেহে।আক্ষরিক অর্থেই আমি ঘড়ির দিকে তাকিয়ে লিখছিলাম। অফিস থেকে বেরুতে হবে, বাসায় যেতে হবে, পাকিদের ডান্ডা দিতে হবে, এবং বাসায় ইন্টারনেট নেই, তাই বাসায় লেখা যাবে না---এই হলো লম্বা না করার আসল কাহিনী।
পড়ার জন্য ধন্যবাদ।
"বউ অনেকক্ষন ধরে আমাকে কমপিউটারের সামনে দেখে বিরক্ত হচ্ছে, তাই আজকে এ পর্যন্তই"
লেখা পড়ে ভাবলাম কারণ এটা। তা বউ কি অফিসেও?
ভালো লেগেছে; চলুক
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
উতসাহ দেয়ার জন্য ধন্যবাদ
বাবু
thatone4565এটgmail.com
বউয়ের প্রসঙ্গ এলেই আমি জিজ্ঞেস করি- কার বউ? নিজের না অন্যের?
আপনাকেও একই কথা জিগাইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
যেমন সস্ত্রীক আর স্বস্ত্রীক দুইটা কিন্তু এক না !
ভালই।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ধন্যবাদ
পরের পর্ব কবে আসছে, এই কথাটা অন্তত বলে যান...
দেখা যাক
বাবু
thatone4565এটgmail.com
ইয়ে,মানে...হতে হতেও হল না মনে হল!
হাহা। আমারও তাই মনে হলো। ফিডব্যাক দেয়ার জন্য ধন্যবাদ।
বাবু
thatone4565এটgmail.com
প্রথমত, শুরুতেই 'রম্য রচনা' ট্যাগ দেয়া দরকার ছিল। নতুবা লেখার শিরোনাম দেখে ও বিশেষ কিছু অংশ পড়ে লেখকের মানসিকতা নিয়ে সন্দেহ জাগে।
দ্বিতীয়ত, পড়ে মনে রাখার মত কিছু বলে মনে হলো না।কেমন যেন হাউয়াই মিঠাই টাইপ। খেলাম, তারপর ভুলে গেলাম।
প্রথমত, কোন লেখায় "রম্য" ট্যাগ দেয়ার পক্ষপাতী আমি না। আমার মতে, লেখা সত্যি সত্যিই রম্য হয়ে থাকলে পাঠক পড়ে এম্নিতেই বুঝতে পারবে। ট্যাগ দিলাম রম্য, কিন্তু লেখা আদৌ রম্য কিছু হল না, তাইলে তো সমস্যা, তাই না?
দ্বিতীয়ত, পড়ে মনে রাখতে হবে, এমন কিছু লিখতেই হবে, কোন কথা নেই। হাওয়াই মিঠাই টাইপ লেখা আমার ভাল লাগে, তাই লিখি। আপনাকে আশাহত করে থাকলে দুঃখিত।
বাবু
thatone4565এটgmail.com
পের্থম আলু টাইপ পোস্ট হয়ে গেছে!!! আরো যত্নবান হবেন আশা করি ভালো পোস্ট লিখতে পারবেন।
_____________________
Give Her Freedom!
প্রতিদিন পের্থম আলো পড়ি তো, তার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন পড়ার, এবং মতামত জানানোর জন্য ধন্যবাদ।
বাবু
thatone4565এটgmail.com
রম্যরচনা ট্যাগটা মিস করছি। মোটামুটি জানাশোনা কথাবার্তাই পড়লাম, তেমন কোন চমক ছিল না। তবে পরবর্তী পর্বের প্রতি আগ্রহ থাকবে অবশ্যই। চলুক
হিল্লোল
অজানা কথা আমি কোথায় পাবো ভাই? কাহিনী তো সেই আদি ও অকৃত্রিম। পরের পর্বে সাথে থাকার আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ।
বাবু
thatone4565এটgmail.com
অনেক ভাল লেগেছে । আবার ভয়ও লাগছে । এখনও বিয়ে করিনিতো !
ধন্যবাদ ভয়ের কিছু নেই। অভ্যাস হয়ে যাবে
বাবু
thatone4565এটgmail.com
সবার বউই এইরকম ন্যাকা আর সবাই-ই গ্লাসে পানিও ঢেলে খেতে পারে না, বউকে দিয়ে করায়?
"শিশুপালন" নিয়মিত পড়ি, সবাই এইরকম না বলেই মনে হয়।
সামু টাইপের পোষ্ট হয়ে গেলো। লেখা আরো বড় হতে পারত। তবে সামু টাইপের লেখা সামুতেই ভাল লাগে। আরো যত্নবান হবার প্রত্যাশা নিয়ে পরের পর্বের অপেক্ষা করছি
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
কোনটা সামু টাইপের পোস্ট বুঝতে না পারার কারণে সচলে পোস্ট করে ফেলেছি। সরি।
ভবিষ্যতে আরও যত্নবান হওয়ার চেষ্টা করবো।
বাবু
thatone4565এটgmail.com
এই লেখাটা ভাল লাগেনি। কিন্তু দমে যাবেন না! আরও লিখুন। গাইতে গাইতে গায়েন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মন্তব্যে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। দেখা যাক, আপনার মনোভাবের পরিবর্তন করতে পারি কিনা।
বাবু
thatone4565এটgmail.com
পলিটিক্যালি কারেক্ট হয়ত হয়নি। আমার কিন্তু পড়তে মন্দ লাগেনি। মনে হচ্ছে আপনার রম্য রচনার হাত আছে। লিখতে থাকুন।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
পলিটিকালি কারেক্ট হতে চাইওনি। এমনি লেখা।
উতসাহ দেয়ার জন্য ধন্যবাদ
বাবু
thatone4565এটgmail.com
গার্লফ্রেন্ড বর্তমান স্রীর ভুমিকায় আছে!
কষ্টে আছি আইজউদ্দিন
খুবই 'ব্যাড়াছ্যাড়া' ধরণের লেখা পড়লাম। রম্য কি না তা-ও বুঝতে পারলাম না।
আগাগোড়াই বঊয়ের মেজাজ বুঝে নিজেকে গড়ে নেবার কথা বলা হয়েছে।
এটা কি বউ পালন, না বউয়ের হাতে নিজেকে পালন?
মেঘা ঠিক বলেছেন, এটা সামুর পোস্ট- সচলের নয়।
নিজের মন্তব্য পড়ে লজ্জা পেলাম।
আমি সব সময় নতুন লেখকদের উৎসাহ দিয়ে এসেছি, এই ক্ষেত্রে একটু ধৈর্যচ্যুতি ঘটেছে বোধহয়।
বাবু, আপনার আরো লেখা পড়তে চাই।
আমার লেখার মাধ্যমে আপনার ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য দুঃখিত।
বাবু
thatone4565এটgmail.com
লেখাটি রম্য শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারত। কারণ প্রকৃত দিক-নির্দেশনার (?) বদলে এটিকে বেশি কৌতুকপূর্ণ মনে হয়েছে। তবে হ্যাঁ, সুখপাঠ্য বটে! তাড়াহুড়োর কিছুটা ছাপ রয়েছে লেখায়। আপনার আরো ভালো লেখা পাব বলে আশা করছি।
ইন্দ্রজিৎ সরকার
ধন্যবাদ। আপনি সম্ভবত লেখার টোনটি ধরতে পেরেছেন। তাড়াহুড়ার ব্যাপারটি সত্য। পরবর্তীতে সাবধান হওয়ার চেষ্টা থাকবে।
বাবু
thatone4565এটgmail.com
ভালো লাগেনি।
আরো লিখুন, ভালো লাগবে হয়ত সামনে।
দুঃখিত।
বাবু
thatone4565এটgmail.com
লিখতে থাকুন। হয়ে যাবে।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
ওকে
লেখাটি মোটামুটি লাগলো ।
তবে আরও গোছান হতে পারতো
দেখা যাক , পরবর্তী পর্বে কি আসে।
শুভ কামনা রইল!!!
ধন্যবাদ।
বাবু
thatone4565এটgmail.com
নতুন মন্তব্য করুন