পৌনপুনিক
--------------------- প্রখর-রোদ্দুর
যোগী হলে হয়তো অবিরাম শব্দটি যথার্থ হতো
তবু প্রায়; বিলক্ষণ,
রাতের নির্জনতায় বিশুদ্ধ কর্পূর জ্বলে
তপ্ত পাপের অনলে।
ঝিম ধরা কোন দুপুরে টুকরো মেঘ এলো মেলো ভাসে যেমন
একাকী চিলের দিকে তাকিয়ে -
বিলাসী অনুভব ভর করে চুলচেরা নাগরিক জীবনে।
কাকচক্ষু জলে ক্ষুদ্র পোকাদের চলাফেরায়
নিস্তরঙ্গ স্থিরতায় যৎ সামান্য ঢেউয়ের আলিঙ্গন হলেও
অস্তিত্ব জানা দেয় গোপন পাপের খরতাপ।
ক্লান্তির নামে সন্ধায় নিবে আসা আলোয় কখনো;
ঘরে ফেরা নিয়মের চাকুরে মন
বিদ্রোহ করে বসে; ফেলে আসা শৈশব থেকে প্রথম যৌবনে আততায়ী প্রেম
বালিশের খাঁজে সঁপে রাখা কান্নার বিন্দু গুলো
পিচঢালা কংক্রিটের বুকে শিউলির ঝড়ে পরার মতো
খুব গোপনে লুকিয়ে বয়ে বেরানো সুগন্ধি সেই পাপের মুহূর্ত গুলো।
তোমাকে পাওয়ার আশা ছিলো কোন কালে-
রাজকুমার আর রাক্ষসের রূপকথারা কোন কালেই ছেড়ে যায়নি, বুঝি
যখন হারিয়ে যাওয়ার পরেও একদা স্বপ্ন বুননের পৌনপুনিকতা মাথা চাড়া দেয়
গোপন পাপ এভাবেই বয়ে বেড়াই সবে
সভ্যতার হিসেব চুকিয়ে আস্তিনে অদৃশ্য লুকিয়ে রাখা ফুটোর মতো।
মন্তব্য
খুব ভালো লাগলো আপনার কবিতা।
ধন্যবাদ আপনাকে।
কবিতা ভালো লেগেছে ।
ধন্যবাদ
অনেকদিন পর একটা ভালো নতুন কবিতা পড়লাম।
অসাধারণ
নির্ঝর অলয়
অতিথি লেখক এর ব্লগ
কৃতজ্ঞতা ।
আপনার বেশির ভাগ কবিতাই আমার ভালো লাগে। এটাও সুন্দর। নিয়মিত লেখা দিবেন যেন। অনেকদিন পর পেলাম এটা।
_____________________
Give Her Freedom!
এর আগেও আমার লেখা পড়েছেন যেনে বেশ লাগলো ভালো
বাহ! বেশ লাগল কিন্তু
হিল্লোল
এখানেও বেশ লাগলো জানতে পেরে
এক কোথায় । ভালো থাকবেন।
অমি_বন্যা
হাজার কথাতেও ভালো থাকবেন
কবিতা ভালো লেগেছে।
ইয়ে- দুইটা টাইপো-- শিরোনামটা মনে হয় পৌনঃপুনিক আর ভেতরে এক জায়গায় সন্ধ্যা হবে।
নতুন মন্তব্য করুন