অনন্ত বসন্তদিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১০/১২/২০১২ - ১০:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে উদ্বাহু নৃত্যে মাতে প্রাগৈতিহাসিক শ্বাপদেরা।

যদিও প্রকৃতি মুখরিত হয় পাখির কুজনে,
যদিও যথারীতি বয়ে চলে নদী জলের প্রাবল্যে;
এবং যদিও কৃষকের পদপাতে মথিত হয় ভূমি...
তথাপি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ব্যাপি-
আমরা সম্পন্ন করি একটি অত্যাবশ্যাকীয় সৎকার।

নিদ্রাহীন আমরা, যাপন করি পুষ্পবিহীন আমাদের দীর্ঘ বসন্তটি।

রনি আতিক
৯/১২/২০১২


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

সুন্দর লিখেছেন। চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

guest_writer এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য, ক্রেসিডা । ভালো থাকুন সবসময় ।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগছে, তবে আরেকটু বড় করতে পারতেন।

অপ্রস্তুত লেনিন

guest_writer এর ছবি

ধন্যবাদ । ভালো লেগেছে জেনে ভালো লাগলো । এটা সম্ভবত আর বড় হবে না ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।