কর্মসূত্রে মোকরা নামক একটি গ্রামে থাকার সৌভাগ্য হয়েছিল মাস চারেক। মোকরা গ্রামটি নাঙ্গলকোট উপজেলা এবং কুমিল্লা জেলার অন্তর্গত। এখানে যে ছবিগুলি দেয়া হল, তার সবই তোলা হয়েছে ২০০৯ এবং ২০১০ সালে। শীতকালের হিম ঠাণ্ডার ভেতর প্রত্যেকদিন একটু একটু করে ছবি তুলে গেছি। ছবিগুলি তোলার পর যতবার দেখি, নিজে খুব আবেগপ্রবন হয়ে পড়ি। বাংলাদেশের গ্রামের এই শান্ত, স্নিগ্ধ, অন্তরঙ্গ মুহূর্তগুলিকে ক্যামেরায় ধারন করতে পেরে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়।আজ বিজয়ের এই মাসে ছবিগুলি সবার সাথে বিনিময় করার লোভটুকু আর সামলাতে পারলামনা। ছবিগুলি শখে তোলা। ছবি যেহেতু কথা বলে আর আমাদের মধ্যে কমবেশি সবারই যেহেতু গ্রামেই নাড়ি পোঁতা, তাই বর্ণনায় না গিয়ে শুধু ছবিই দিয়ে গেলাম।
-মনি শামিম
সচলায়তনে প্রকাশিত আমার আগের লেখাগুলির লিঙ্কঃ
http://www.sachalayatan.com/guest_writer/47126
http://www.sachalayatan.com/guest_writer/47085
মন্তব্য
সচলায়তনে কি নামে একাউন্ট করেছেন?
বছর দুই আগে শামিমুর রহমান নাম দিয়ে বোধহয় করেছিলাম।ঠিক মনে করতে পারছিনা।এখন তো মনি শামিম দিয়ে লিখি। প্রথম লেখা প্রকাশিত হবার সময় কিংবা ইদানিং তো এটা চায়না। মেইল ঠিকানা তো একটিই। কেনমুর্শেদ ভাই, কোথাও কোনও অসুবিধে হচ্ছে কি? হলে কি করণীয়?
-মনি শামিম
অসুবিধা হচ্ছে না মামুর বুটা, হাচল বুধ হয় অয়েই গেলে, লে ঘিরে লে
facebook
অচল হাচল হয় কিভাবেরে? জানিনা তো।
-মনি শামিম
ক্রিকেট খেলারটা দারুণ।
ধন্যবাদ।
-মনি শামিম
কয়েকটা ছবি মন ছুয়ে গেল, আশা করছি এবার শীতে কিছু ছবি পাব।
facebook
আলবৎ পাবি,আমি তো তোর ছবির অপেক্ষা করছি।অনেকদিন পর তোর কাছ থেকে বাংলাদেশের ছবি পাবো। দারুণ হবে।
-মনি শামিম
খুবই ভালো লাগল। এতো রাতে মন ভালো করে দিলেন। নাম্বার গুণে রাখছিলাম যে বলব এটা এটা ভালো লেগেছে, পরে দেখি এতো বেশি হয়ে গেছে যে মনে নেই।
ভালো থাকেন, ছবি দিয়েন আরও বেশি করে।
ধন্যবাদ দীপ্ত।ভালো থাকবেন।
-মনি শামিম
অসাধারণ। খুবই প্রাণবন্ত, ভালো লাগলো বাংলার মুখ, পাশাপাশি আপনার ফটোগ্রাফি
আরও চাই
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপস। আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। আরও ছবি দেয়ার ইচ্ছে আছে।
-মনি শামিম
এক কথায়- অসাধারণ!
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
-মনি শামিম
আপনার ছবিগুলো দেখে বোঝা যায় সুখবরের আর বেশী দেরী নেই।
ফারাসাত
সুখবর আসবেই,আজ না হোক কাল।
-মনি শামিম
মাটির সেই চেনা গন্ধমাখা ছবি!
ধন্যবাদ রংতুলি।
-মনি শামিম
চমৎকার ছবিগুলো, মিস হয়ে গেছিল। আরও আসুক ছবিব্লগ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ। ছবিব্লগ আরও আসবে।
-মনি শামিম
নির্ভেজাল গ্রামবংলা।
ধন্যবাদ।
-মনি শামিম
বিজয়ের মাসে ক্যামেরায় লেখা কোলাজ কবিতাটা মন ছুঁয়ে গেল।
২৬ আর ৩০=
আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য কেন যে মানুষের মন আর চারপাশের আঁধার আলোয় ভরে দিতে ব্যর্থ হচ্ছে তাই ভাবি
ধন্যবাদ। ভাবনাগুলো জেগে থাক।
-মনি শামিম
কয়েকটা ছবি দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। ধান কাটার পর মাঠে ক্রিকেট খেলা, খুব সকালে মক্তবে যাওয়া ছিল আমার দৈনন্দিন রুটিন।
-মুহাম্মদ আসাদুজ্জামান
,গ্রামের ছবি আমাদের সবাইকে বোধহয় আপনার মতনই স্মৃতিমেদূর করে তোলে।
-মনি শামিম
নতুন মন্তব্য করুন