৬-১২-১২ তারিখে কিঞ্চিৎ ছবি তুলিবার বাসনা লইয়া শাহবাগ এলাকায় গিয়াছিলুম। কিন্তু গিয়া পুরাই টাসকি…. হায় হায় ইহা আমি কোথায় আসিলুম !! এক বৎসর পূর্বেও তো এইখানকার অবস্থা এইরূপ ছিলো না। আমি কাহাদের ছবি তুলিব ? সমগ্র একালাই আম জনতা বহির্ভূত। সকলেই হাতেই শোভা পাইতেছে এক বা একাধিক ক্যামেরা। এমনকি রিকশাওয়ালার দিকে নজর যাইতেও খেয়াল করিলুম, তিনিও তাহার ক্যামেরাযুক্ত মোবাইল ফোনখানা বাহির করিয়া ছবি তুলিতে ব্যস্ত !!!
যদিওবা কোথাও ক্যামেরাবিহীন কোন ব্যক্তির দেখা মিলিয়া যায় (যাদের বেশীরভাগই নাবালক, অর্থাৎ ক্যামেরা নামক বস্তুটি সম্পর্কে তাহারা অবগত নহেন) তাহা হইলেই বাকি সকলে তাহাকে ঘিরিয়া ধরিয়া ক্যামেরা বাগাইয়া ধরে। দূর হইতে দেখিলে মনে হয়, যেন এক পাল পিপিলিকা একটি চিনির দানার সন্ধান পাইয়াছে এবং কে কোন দিক দিয়া কিভাবে তাহা ভক্ষণ করিবে তাহা চিন্তা করিয়াই তাহারা ব্যাকুল। এইরূপ অবস্থা দেখিয়া বিরস বদনে যাত্রা করিলাম কলাবাগান মাঠের উদ্দেশ্যে। ঘুড়ি উৎসব হইতেছে নাকি ওইখানে। কিন্তু হায়, ওইখানেও বিধি বাম। গোটা কয়েক ঘুড়িয়াল ছাড়া বাকি যাহাদের দেখা মিলিল তাহাদের সকলের হাতেই ক্যামেরা নামক মহান যন্ত্রটি বিদ্যনাম। ঘুড়িয়ালরা তাহাদের ঘুড়ি লইয়া যখন উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করিতে ব্যস্ত, তখন সকল ক্যামেরাধারীরাও তাদের কার্যসিদ্ধি করিতে ব্যকুল হইয়ে উঠিলেন। কেহ শুঁইয়া, কেহ নুইয়া আবার কেহ দাঁডাইয়া ছবি তুলিয়া যাইতে থাকিলেন।
এইরূপ অবস্থা দেখিয়া, আমি ঠিক বুঝিয়া উঠিতে পারছিলুম না যে, আমি ঢাকা শহরে আছি নাকি ক্যামেরা শহরে আছি !!!
যাহা হউক…. সেই শোয়া, বসা, দাঁড়ানোর দলে নিজেকেও দাঁড় করাইতে হইলো …. ফলাফল গোটা কয়েক ছবি….
বি.দ্র- ছবিগুলো ফেসবুক এ্যালবাম থেকে শেয়ার করা। তাই কোয়ালিটি কিছুটা পরিবর্তিত হয়েছে।
অনুপম প্রতীপ
মন্তব্য
ঘুড়ি দেখিয়া মনটা নাচিয়া উঠিলো, আহা ছেলেবেলা !
ভীষণ ভালো লাগল ছবিগুলো। আরও দিবেন ছবি আশা করি
০২
একটা পরামর্শ রইলো। ফেসবুকের ছবির কালারের একটা নিজস্ব কম্বিনেশন আছে। সেটা ছবির স্বাভাবিক কালারকে নষ্ট করে দেয় অনেকটাই। সচলে আমরা ফ্লিকার ব্যাবহার করে থাকি। ফ্লিকারে একটা একাউন্ট করে নিতে পারেন
ডাকঘর | ছবিঘর
আপনার কথার সাথে আমি পুরোই একমত। কিন্তু আমার ফ্লিকার একাউন্ট প্রো না হবার কারনে সব ছবি আপলোড করা সম্ভব হয় নি। তাই বাধ্য হয়েই ফেসবুক ব্যবহার করতে হয়েছে
সচলে ফ্লিকার ছাড়াও অন্যভাবে ছবি আপ্লোড করা যায়। আপনি সরাসরি ছবি কম্পিউটার থেকে আপ্লোড করতে পারেন। সেক্ষেত্রে ছবি ইন্সার্ট করে লিস্ট অপশান আনচেক করে দিতে হবে।
এছাড়াও যে কোন ছবি শেয়ারিং সাইটে ছবি আপ্লোড করে এম্বেড করতে পারেন (খেয়াল করেন - লিংক না, এম্বেড কোড)। ফ্লিকারের এম্বেড কোড পাওয়া সহজ বলে ওখানে আপ্লোড করতে অনেকে পরামর্শ দেন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এম্বেড কি? একটু বুঝিয়ে বলবেন।।।
একটি সংশোধন- ৬-১২-১২ তারিখটি আসলে হবে ১৬-১১২-১২ ।
অনুপম প্রতীপ
পরেরটাও কি ঠিক আছে? হাহাহাহা - ছবি, লেখা - চলুক।
ছবি ঠিক আছে কিন্তু 'ভাষা'টা কেমন কেমন লাগল!
ঠেকে শেখা, তাই বলছি- সাধুভাষা ব্যবহার করতে যাওয়াটা বেশ বিপজ্জনক। ঠিকমত ব্যবহার করতে পারলে ভাল, একটু এদিক ওদিক হলেই রীতিমত চোখে লাগে!
প্রথম লাইনেই যেমন- 'গিয়াছিলুম', 'আসিলুম' শব্দদুটো চোখে লাগল। 'গিয়াছিলাম' বা 'আসিলাম' হলেই শুদ্ধ হত। আর 'টাশকি' শব্দটা আর যা-ই হোক 'সাধু' নয়! একই ঝামেলা পুরো লেখাটাতেই আছে আসলে।
আরো লিখুন। শুভেচ্ছা।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ধন্যবাদ।
টুকটাক ক্যামেরা চালাতে জানি। তবে লেখার হাত ভয়াবহ খারাপ।
মন ভাল হয়ে গেল।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুণ!
facebook
খুব সুন্দর সব ছবি।
ফ্রেমিং গুলো চমৎকার।
শুধু কোথাও কোথাও একটু স্পষ্টতার অভাব মনে হল।
চালিয়ে যান। আরও ছবি দিন।
অনেক ধন্যবাদ
মন ভাল করা সব ছবি,লেখাও মজার হয়েছে
ছবিগুলো ভাল লাগলো, আরো ছবি নিয়ে লেখার প্রত্যাশায় থাকলাম।
''দিবাকর''
দারুণ!
..................................................................
#Banshibir.
ধন্যবাদ
ছবিগুলো দেখে কোলকাতার জাপানিজ ওয়াইফ মুভিটার কথা মনে পড়লো। সেখানে একটা ঘুড়ি উৎসব হয়। আর ওড়ানো হয় বাহারি রঙের ঘুড়ি।
লেখায়
২ নং ছবিটা সবচেয়ে ভাল্লাগলো শুভ।
তবে লেখার ভাষা/ ভঙ্গি ভাল্লাগেনি। নেক্সট পোস্টে আরেকটু খেয়াল করো ব্যাপারটা।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দোয়া রাইখো আপু
অনেকদিন ঘুরি উড়ানো দেখা হয়না
ইয়জা
ঘুড়ি দেখি পাগল করে দিলো!!
_____________________
Give Her Freedom!
আহা ঘুড়ি! নাটাই, মাঞ্জা- ছেলেবেলা ছেলেবেলা!
লেখাটার বক্তব্য পরষ্পর বিরোধী। আপনি সবার হাতে ক্যামেরা থাকা এবং ছবি তুলতে চাওয়াকে ব্যাঙ্গ করছেন, অথচ আপনি নিজেও সেই দলেই পরেন। ব্যাপারটা কেমন জানি হয়ে গেলনা?
---------------------
আমার ফ্লিকার
ঘুড়ি উৎসবে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিধি বাম। ছবি গুলো দেখে সেই ইচ্ছা মিটিল।
দারুণ।
ফারাসাত
আপনার ক্যামেরা টা কি মডেল এর?
নতুন মন্তব্য করুন