শাহরিনা রহমান এ্যালানা কিংবা ব্লগের কাঠপুতুল গতরাতে বরিশাল যাচ্ছিলো। যাবার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছে। তাকে শিগগির ঢাকা এনে স্কয়ারে ভর্তি করা হবে বলে মাত্রই খবর পাওয়া গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন।
[আমি খুব দু:খিত এতোটুকু লিখে পোস্ট করার জন্য। কিন্তু এমন একটা সময়ে এমন একটা খবর দিয়ে এর চেয়ে বেশি লেখার সাধ্য আমার নেই।]
- নৃ
মন্তব্য
কি বলব ভাষায় প্রকাশ করতে পারছিনা । এতটুকু একটা মেয়ে-- কত খুশী ছিল বেড়াতে যাবার সময়ে---খবরটা শুনে হতভম্ব হয়ে গেছি । ও দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করছি ।
অ্যালানার আশু আরোগ্য কামনা করছি। কোনো আপডেট থাকলে জানাবেন।
যদিও চিনিনা ওনাকে, কিন্তু আশা করছি খুব দ্রুত ভাল হয়ে উঠবেন অ্যালানা।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কায়মনে প্রার্থনা করছি, সেরে উঠো এলানা । সুস্থ হয়ে উঠো...
নৃ, ওর আপডেটটা জানাবেন দয়া করে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আপডেট জানিয়েন অনুগ্রহ করে।
facebook
উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আশা করছি। আপডেট জানাবেন।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
নামসহ সার্চ দিয়ে উনার কিছু লেখা আর মন্তব্য পেলাম। দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করছি।
এ্যালানাকে সন্ধ্যার দিকে এ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে আসা হয়েছে। কপালে আর মুখে আঘাত লেগেছে ওর। রাতে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে দেয়া হয়েছে। এবং কালকে একটা অপারেশন হবে।
আঘাত মোটামুটি গুরুতর। সবাই ওর জন্য দোয়া করবেন।
আগামীকাল অপারেশনের পর আবার আপডেট জানিয়ে দেবো।
-নৃ
এক্সিডেন্টের কথা শুনলেই অস্থির লাগে... অ্যালেনার দ্রুত আরোগ্য কামনা করছি!
আশা করছি খুব দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন। আরও আপডেটের অপেক্ষায় রইলাম।
যখন তখন এমন সড়ক দুর্ঘটনার কথা যে আর কতদিন শুনতে হবে?
খবরটা শুনে মন খারাপ হয়ে গেল।
আপডেট: যদ্দূর খবর পেয়েছি এ্যালানা বেশি আঘাত পেয়েছে মুখে,,, বেশ কিছু সেলাই করা হয়েছে ইতিমধ্যে। চোয়ালে একটা দীর্ঘ অপারেশন করতে হবে, যেজন্য ওকে এখন স্টেবল করা হচ্ছে। আজ রাত নয়টায় অপারেশন। প্রয়োজনীয় রক্ত ইতিমধ্যে সংগ্রহ করা হয়ে গেছে।
মেয়েটার মনোবল অসাধারণ। এমন অবস্থার মধ্যেও সে হাসিমুখে কথাবার্তা চালানোর চেষ্টা করছে। ওর এই সাংঘাতিক মনোবল ওকে আবার খুব শিগগির আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে,,, আসবেই।
দোয়া করবেন সবাই ওর জন্য।
রোগমুক্তি কামনা করি।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
রক্ত আগে থেকেই সংগৃহীত হয়ে ছিলো বললেও এখন জানা গেছে যে শেষ মুহূর্তে রক্ত পাওয়া যাচ্ছে না।
এ্যালানার জন্য এ পজেটিভ রক্ত দরকার জরুরি ভিত্তিতে। আগ্রহীরা প্লীজ কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে ০১৭২০০৬৪৫৪৫ নাম্বারে যোগাযোগ করবেন।
কেউ যদি এ পজেটিভ রক্তদাতা থাকেন,,, প্লীজ, এ্যালানাকে সাহায্য করতে এগিয়ে আসুন!
ঘন্টাদুই আগে সফলভাবে অপারেশন শেষ হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে আগামী চারদিনের মধ্যে কেউ যেন ওর সংগে হাসপাতালে দেখা করতে না যান,,, ইনফেকশন যেন না হয় সেকারণে এই অনুরোধ ওর পরিবারের পক্ষ থেকে।
যদি কেউ ওর খবর জানতে চান তাহলে ওপরের মন্তব্যে দেয়া নাম্বারে ফোন করলে আপডেট পেয়ে যাবেন।
সবাইকে ধন্যবাদ,,,, এ্যালানার জন্য দোয়া করবেন সবাই
- নৃ
নতুন মন্তব্য করুন