দুইদিন আগে এক লাফানোতে ওস্তাদ মানুষ খবর দিল, "জানিস নাকি ২ তারিখে সকালে কার্নিভাল আছে। যাবি?"
চিন্তা করলাম সারা সেমিস্টার পড়ি নাই, ছুটির দিনে একটু পড়লে পরের সপ্তাহের পরীক্ষাটা উৎরানো যাবে।তাছাড়া ছুটির দিনে সকাল ১০টায় ঘুম থেকে উঠলে লোকে কি বলবে? বলে দিলাম, "না!!"
জবাব আসল, "সাম্বা কিন্তু!!"
উত্তর দিলাম,"সেটা আগে বলতে হবে তো, ঘুম থেকে ডাইকা তুইলো।"
তো আজ সকালে মারমারকাটকাট শব্দ করে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝকঝকা রোদ, মনটাই উত্তমভাবে ঝাঁঝা করে উঠল। বের হয়ে ধাক্কা--বাতাস, হায়রে সাম্বানর্তকীরা কি সোয়েটার পরে সাম্বা নাচবে!!
দুঃখ দুঃখ মন নিয়ে ডোমশাইডে(সিটি সেন্টারে) গিয়ে দেখি ধুমধাম ড্রাম বাজছে। একটা একটা ব্যান্ড দল একটু একটু যায়গা বের করে নিয়ে মনের সুখে ড্রাম পিটিয়ে যাচ্ছে। আর সেকি বাজনা, পায়ে ফেভিকল লাগিয়ে দিলেও নাচা থামানো যাবে না।
১)
২)
১২টার সময় প্যারেড শুরু হবার কথা, তো বারটাতেই গল্প বলা দিয়ে শুরু হল প্যারেড। আমার ডয়েশ লেভেল এখন দোকানে গিয়ে কথা বলার উপযুক্ত অনেক বেশি "ইয়েস নো ভেরিগুড" দিয়ে। গল্প বুঝতে কষ্ট হয়েছে আমার তবে বলার ভঙ্গি আর অভিনয় ছিল অসাধারন, তাই সারমর্মটা বুঝতে কষ্ট হয়নিঃ এক কালো যাদুকর রানী দখল করে রেখেছে সবকিছ কালো যাদু দিয়ে, আর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সবাই এইরকম আরকি। বলা যায় ওজের যাদুকর বা অন্যসব এইরকম গল্পের মতই।
৩) যাদুকর রানী
তো সবাই সবাই যাদুর মায়াজাল থেকে বের হয়ে আসার পরে শুরু হল প্যারেড। সামনে ব্রাজিলে বিশ্বকাপ, আবার তারা সাম্বার জনক এই খাতিরে শুরুতে একটা ব্রাজিলের সোয়েটারশুদ্ধ অথেনটিক সাম্বা ড্রেস পরা গ্রুপ গেল। আর তারপরেই একে একে অনেক গ্রুপ ড্রামের তালে তালে প্যারেড করে গিয়েছিল। এর পরে যে ছবিগুলা আসবে সেগুলো সব পোর্ট্রেট, লেন্স বদলানোর সুযোগ ছিল না আসলে।
৪) ব্রাজিল(সাথে কলা আর কলা)
৫)
৬)
৭)
৮)
৯)এর মাঝে কোত্থেকে যেন চলে আসল চাইনীজ ড্রাগন
১০)
১১)রণপায়ের সুন্দরী
১২)
১৩)মধ্যযুগের নাইট নাকি তাসের গোলাম কে জানে
১৪)মেক্সিকান মরিচের সাজে
১৫)
১৬) এই বেচারা সাম্বায় ছিল না, অতি উৎসাহী জনতাকে লাইনে রাখার দায়িত্বে ছিল
১৭)এই মহিলা খুব হাসিখুশি, আমাকে ক্যামেরা হাতে দেখেই যে পোজ দিল না
১৮)
১৯)
২০)
ছবি আসলে অনেক ছিল, কিন্তু একসাথে এত বেশি ছবি দেয়া আর দেখা দুইটাই আমার মত আলসে মানুষদের কচি মনের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই আজকে এখানেই শেষ করব। দুষ্ট লোক প্রশ্ন তুলতে পারে, "কি মিয়া তোমার নজর খালি মাইদের দিকে ক্যান?" তাদের জন্য আমার উত্তর, "খুইজা দেখেন মিয়া, ১-২টা ব্যাটামানুষের ছবিও আছে। কবে আবার দেইল্লার গেলমানের সাথে বাৎচিতের লিক্স বের হবে তখন আবার কইবেন, তুমি মিয়া পোলাগো দিকে তাকাও ক্যা?? তাছাড়া আমার মেয়েদেরকেই ভাল লাগে কিনা।'' তাই দুষ্ট লোকের কথায় কান না দিয়া সাম্বা দেখেন, তাইলে এরপরে সাম্বার ছবি দিলে এক্কেবারে ব্রাজিলের অথেন্টিক সোয়েটার ছাড়া সাম্বার ছবি দেব।
--বেচারাথেরিয়াম
তথ্যঃ আজকে ছিল ২৮ তম ব্রেমার কার্নিভাল। আরো জানতে চাইলে খোঁচা মারুন।।
মন্তব্য
বাহ! দারুন তো।
ব্রাজিলের সাম্বার অপেক্ষায় থাকলাম।
শুধু প্লেনের খরচটা নাই, নাইলে এই বছরেই দেখাইয়া দিতাম
ছবিগুলো ভালো লেগেছে মাগার দু'দু বার করে এসেছে।
সাম্বার অপেক্ষায় নিয়া বস্লাম।
ফারাসাত
পত্থম ছবি ব্লগ, ঝামেলাটা কোন যায়গায় হইছে এইটা আবিষ্কার করবার পারিনাই দাদা।
ব্রেমেন দেখেই বুঝেছিলাম বেচারাথেরিয়াম
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ঈমানে কইতাছি......বোরখা পরা সাম্বা এই পয়লা দ্যাকলাম!!
ফুটু অতি মচৎকার!! আরো কিছু দেখার অপেক্ষায় আছি
আমিও পত্থম্বার দেখছি, শুধু কষ্ট একটাই এইডা সামারে ক্যান হইল না।
দেখি দিবানি কয়দিনের মধ্যে।
মডুদের সমীপেঃ
ছবিগুলো দুইবার করে এসেছে দেখা যাচ্ছে, ভুলটা কোথায় করলাম বুঝতে পারছি না। ছবি আপ্লোড করার পর পাশে তালিকা করুন নামে একটা অপশন ছিল, আমি সেটার টিক মার্ক উঠাই নি। সমস্যা কি সেখানেই?
একদম ঠিক ধরেছেন। ওটা বাই ডিফল্ট টিকড হয়ে যায়। টিকমার্ক তুলে দিয়ে সংরক্ষণ করতে হবে।
মাথায় থাকবে এর পর থেকে
চমৎকার!
তবে আরো নর্তন-কুর্দন দেখিতে মঞ্চায়!
আসবে ভবিষ্যতে
সবগুলো ছবিই সুন্দর। তবে দ্বিতীয়টি বেশি ভালো মাশাল্লাহ্
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
সোয়েটার পরা সাম্বা সাম্বা দেখার মজা পুরাই মাঠে মারা গেলো কি বলেন বেচারা?
১০ নাম্বার ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। তবে এমনিতে সবগুলো ছবি খুব ভাল এসেছে। পরের পর্বের জন্য অপেক্ষায়। সোয়েটার ছাড়া হবে এবার সাম্বা তরুণীরা আশা করা যায়
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আর বইলেন না, মাঠের উপরেই বেচারা হইয়া গেলাম।
সোয়েটার ছাড়া সাম্বা অ্যালা আর পাইবেন না। এই সিরিজে সব এই শীতে কাঁপা ব্যাপার স্যাপার। দেখি সামারে কোন সাম্বাটাম্বা খোঁজ পাই কিনা।
ছবিগুলা দারুন, বেশ কালারফুল।
বর্ণিল সব ছবি।
দারুণ। পোস্ট জুড়ে রঙের খেলা। portrait ধরনের ছবিগুলোই বেশি ভালো লেগেছে।
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
ছবিগুলো খানিক ঝাপসা এসেছে, সেটা কি লো জেপেগ কোয়ালিটিতে সেভ করার জন্য?
নতুন মন্তব্য করুন